ভোলার চর নিজামের সাগরের মোহনায় ভেসে আসা জনমানবহীন বিদেশি জাহাজের বার্জের তথ্য পাওয়া গেছে। বৈরী আবহাওয়ার কারণে এ এম অ্যাকুয়ার্ড নামে জাহাজ থেকে এটি বিচ্ছিন্ন হয়ে ভেসে আসে। কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কে এম শাফিউল কিঞ্জল বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাজর্টি ভারত থেকে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি আলট্রা সুপার ক্রিটিক্যাল কোল ফায়ার্ড পাওয়ার প্রজেক্টের চলমান কাজের জন্য আসার পথে বৈরী আবহাওয়ায় বিচ্ছিন্ন হয়।
তিনি আরো জানান, শুক্রবার দুপুরে কোস্টগার্ড সদস্যরা বার্জটির কাগজপত্র ও খোঁজ খবর নিয়ে বিষয়টি নিশ্চিত হয়েছে। বার্জটিতে একটি এক্সকোভটর (ভেকু), একটি পাথর ভাঙার মেশিন ও ১৩ হাজার মেট্রিক টন পাথর রয়েছে। বার্জটি কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা নিরাপত্তায় রেখেছে।
জেলা প্রশাসককে বিষয়টি জানানো হয়েছে। উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে চর নিজামের সাগর মোহনায় বার্জটি ভেসে আসলে স্থানীয়রা জেলেরা প্রশাসনকে খবর দেয়।
Sotto TV We Publish technology, various types of tips, career tips, banking information, methods of earning online