বাংলাদেশ বিষয়াবলী সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর পর্ব -২

সাধারণ জ্ঞান – বাংলা সাহিত্য বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

✬প্রশ্ন: “সারদামঙ্গল” কোন যুগের কাব্য গ্রন্থ?
উত্তর: আধুনিক যুগের।

✬প্রশ্ন: বঙ্গিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম উপন্যাস কোনটি?
উত্তর: দুর্গেশনন্দিনী।

✬প্রশ্ন: বঙ্কিমচন্দ্র মােট কতটি উপন্যাস লিখেছেন?
উত্তর: ১৪টি।

✬প্রশ্ন: বিধবা বিবাহ নিয়ে রহিতকরণ বিষয়ে কে কমলযুদ্ধ শুরু করেন?
উত্তর: প্যারীচাঁদ মিত্র।

✬প্রশ্ন: “নীল দর্পণ” নাটকের রচয়িতা কে?
উত্তর: দীনবন্ধু মিত্র।

✬প্রশ্ন: “নীল দর্পন” কোন ধরনের রচনা ?
উত্তর: নাটক।

✬প্রশ্ন: “নীল দর্পণ” ইংরেজিতে অনুবাদ করেন কে?
উত্তর: মাইকেল মধুসূদন দত্ত।

✬প্রশ্ন: কোন গ্রন্থের মাধ্যমে বাংলা সাহিত্যে নতুন যুগের সূচনা হয়?
উত্তর: বেতাল পঞ্চবিংশতি।

✬প্রশ্ন: “সংবাদ প্রভাকর” পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন কে?
উত্তর: ঈশ্বরচন্দ্র গুপ্ত।

✬প্রশ্ন: মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তিত নতুন ছন্দের নাম কি?
উত্তর: অমিত্রাক্ষর।

✬প্রশ্ন: ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পর্কে কোন বক্তব্যটি সর্বাধিক গ্রহনযোগ্য ?
উত্তর: দুই যুগের মিলনকারী।

✬প্রশ্ন: “ঠক চাচা” চরিত্র টি কোন উপন্যাসের লেখা?
উত্তর: আলালের ঘরে দুলাল।

✬প্রশ্ন: বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িকী পত্র কোনটি?
উত্তর: দিগদর্শন।

✬প্রশ্ন: বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে?
উত্তর: চন্দ্রাবতী।

✬প্রশ্ন: “শকুন্তলা” গ্রন্থটি কার লেখা?
উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

✬প্রশ্ন: “একে কি বলে সভ্যতা” কে লিখেছেন ?
উত্তর: মাইকেল মধুসূদন দত্ত।

✬প্রশ্ন: মাইকেল মধুসূদন দত্তের প্রধান অবদান কি?
উত্তর: সনেটের প্রবর্তন।

✬প্রশ্ন: কোন নাট্যকার বাংলা নাটকের পথিকৃৎ ?
উত্তর: মাইকেল মধুসূদন দত্ত।

✬প্রশ্ন: “বিষাদ সিন্ধু” কার রচনা ?
উত্তর: মীর মোশাররফ হোসেন।

✬প্রশ্ন: “বিষাদ সিন্ধু” কোন ধরনের রচনা ?
উত্তর: উপন্যাস।

✬প্রশ্ন: “বিষাদ সিন্ধু” কোন যুগের গ্রন্থ?
উত্তর: আধুনিক।

✬প্রশ্ন: বাংলা গদ্যের জনক বলা হয় কাকে?
উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

✬প্রশ্ন: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন গ্রন্থটি বাংলায় অনুবাদ করেন ?
উত্তর: ভ্রান্তিবিলাস।

✬প্রশ্ন: বাংলা সাহিত্যে গদ্যের সূচনা হয় কত শতকে?
উত্তর: উনিশ শতকে।

✬প্রশ্ন: “বুড় শালিকের ঘাড়ে রোঁ” কোন জাতীয় শিল্পকর্ম ?
উত্তর: প্রহসন।

✬প্রশ্ন: ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের অধ্যক্ষ কে ছিলেন?
উত্তর: উইলিয়াম কেরি।

✬প্রশ্ন: ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু হয় কবে ?
উত্তর: ১৮০১ সালে।

✬প্রশ্ন: ফোর্ট উইলিয়াম কলেজে কে বাংলা ভাষার চর্চা করতেন?
উত্তর: রামরাম বসু।

✬প্রশ্ন: “সবুজপত্র” কে সম্পাদনা করেন?
উত্তর: প্রমথ চৌধুরী।

✬প্রশ্ন: কাজী নজরুল ইসলাম কে বাংলাদেশের জাতীয় কবি ঘোষনা করা হয় কত সালে?
উত্তর: ১৯৭৪ সালে।

✬প্রশ্ন: বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে?
উত্তর: মাইকেল মধুসূদন দত্ত।

✬প্রশ্ন: মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি কে?
উত্তর: ভারতচন্দ্র।

✬প্রশ্ন: “বীরবলের হালখাতা” গ্রন্থটি কোন ধরনের রচনা?
উত্তর: প্রবন্ধ।

✬প্রশ্ন: শামসুর রাহমানের আত্মজীবনী কি?
উত্তর: কালের ধুলোয় লেখা।

✬প্রশ্ন: রবিন্দ্রনাথ ঠাকুর “নাইট” উপাধি ত্যাগ করেন কত সালে?
উত্তর: ১৯১৯ সালে।

✬প্রশ্ন: কায়কোবাদের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
উত্তর: বিরহবিলাপ।

✬প্রশ্ন: “সেজুতি” কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।

✬প্রশ্ন: “ময়নামতির চর” কাব্যগ্রন্থ টি কে লিখেছেন ?
উত্তর: বন্দে আলী মিয়া।

✬প্রশ্ন: জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
উত্তর: ঝরা পালক।

✬প্রশ্ন: ঢাকার মুসলিম সাহিত্য সমাজের প্রতিষ্ঠা কোন সালে?
উত্তর: ১৯২৬সালে।

✬প্রশ্ন: “The Field of Embroidered Quilt” কাব্যটি কবি জসিমউদ্দিনের কোন কাব্যের ইংরেজি অনুবাদ ?
উত্তর: নকশি কাঁথার মাঠ।

✬প্রশ্ন: “শকুন্তলা” কে অনুবাদ করেন ?
উত্তর:বিদ্যাসাগর।

✬প্রশ্ন: “অন্নদামঙ্গল” কাব্য কে রচনা করেন?
উত্তর: ভারতচন্দ্র রায়গুণাকর।

✬প্রশ্ন: কে যুগ সন্ধিক্ষণের কবি?
উত্তর: ঈশ্বরচন্দ্র গুপ্ত।

✬প্রশ্ন: চাঁদ সওদাগর কোন মঙ্গলকাব্যের নায়ক?
উত্তর: মনসামঙ্গল।

✬প্রশ্ন: কোন দেবীর কাহিনী নিয়ে মঙ্গলকাব্য রচিত ?
উত্তর: মনসা দেবী।

✬প্রশ্ন: মনসামঙ্গল কাব্যের আদি কবি কে?
উত্তর: কানাহরি দত্ত।

✬প্রশ্ন: “ভাঁড়ুদত্ত” কোন কাব্যের চরিত্র ?
উত্তর: চণ্ডীমঙ্গল।
✬প্রশ্ন: কোন দুজন আরাকান রাজসভার কবি ?
উত্তর: মহাকবি আলাওল ও দৌলত কাজী।

✬প্রশ্ন: সতীময়না ও লোরচন্দ্রানী কাব্যটির রচয়িতা কে?
উত্তর: দৌলত কাজী।

✬প্রশ্ন: “গুল-ই-বকাওলী” গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: ইজ্জাতুলা।

✬প্রশ্ন: বাংলা অনুবাদ কাব্যের সূচনা হয় কোন যুগে ?
উত্তর: মধ্যযুগে।

✬প্রশ্ন: রোমান্টিক প্রণয়োখ্যান ধারার প্রথম কবি কে?
উত্তর: শাহ মুহাম্মদ সগীর।

✬প্রশ্ন: “লাইলী-মজনু” কাব্যটির অনুবাদক কে?
উত্তর: দৌলত উজির বাহরাম খান।

✬প্রশ্ন: পদাবলীর প্রথম কবি কে ?
উত্তর: বিদ্যাপতি।

✬প্রশ্ন: “মুর্দা ফকির” চরিত্রটি কোন গ্রন্থের?
উত্তর: কবর।

✬প্রশ্ন: “এলেবেলে” বইটি কার লেখা?
উত্তর: হুমায়ূন আহমেদ।

✬প্রশ্ন: প্রথম বাঙালি মুসলমান কবি কে?
উত্তর: শাহ মুহাম্মদ সগীর।

✬প্রশ্ন: শাহ মুহাম্মদ সগীরের উল্লেখযোগ্য কাব্য কোনটি?
উত্তর: ইউসুফ-জোলেখা।

ভুল থাকলে কমেন্টে জানাবেন।

বাংলাদেশের বৃহত্তম, দীর্ঘতম, সর্বোচ্চ ও ক্ষুদ্রতম

✬ বাংলাদেশের বৃহত্তম বিমান বন্দর — শাহ জালাল আর্ন্তজাতিক বিমান বন্দর, ঢাকা।

✬ বাংলাদেশের বৃহত্তম রেল স্টেশন — কমলাপুর, ঢাকা।

✬ বাংলাদেশের বৃহত্তম রেল জংশন — ঈশ্বরদী রেলওয়ে জংশন।

✬ বাংলাদেশের বৃহত্তম বাঁধ — কাপ্তাই বাঁধ।

✬ বাংলাদেশের বৃহত্তম পার্ক — রমনা পার্ক।

✬ বাংলাদেশের বৃহত্তম বিল — চলন বিল।

✬ বাংলাদেশের বৃহত্তম চিনির কল — কেরু এন্ড কোং, দর্শনা, কুষ্টিয়া।

✬ বাংলাদেশের বৃহত্তম পাটকল — আদমজী জুট মিল, নারায়নগঞ্জ।

✬ বাংলাদেশের বৃহত্তম উদ্যান — সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা।

✬ বাংলাদেশের বৃহত্তম মসজিদ — বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, ঢাকা।

✬ বাংলাদেশের বৃহত্তম একক বনভূমি — সুন্দরবন।

✬ বাংলাদেশের বৃহত্তম গ্রন্থাগার — সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগার, ঢাকা।

✬ বাংলাদেশের বৃহত্তম বিশ্ববিদ্যালয় — ঢাকা বিশ্ববিদ্যালয়।

✬ বাংলাদেশের বৃহত্তম সার কারখানা — শাহজালাল সার কারখানা, ফেঞ্চুগঞ্জ।

✬ আয়তনের ভিত্তিতে বাংলাদেশের বৃহত্তম উপজেলা — বাঘাইছড়ি (১৯৮১ বর্গ কিমি)।

✬ জনসংখ্যার ভিত্তিতে বাংলাদেশের বৃহত্তম উপজেলা — বেগমগঞ্জ, নোয়াখালী।

✬ বাংলাদেশের বৃহত্তম জেলা — রাঙ্গামাটি (৬১১৬ বর্গ কিমি)।

✬ বাংলাদেশের বৃহত্তম বিভাগ — রাজশাহী (৩৪,৫১৩ বর্গ কিমি)।

✬ বাংলাদেশের বৃহত্তম দ্বীপ — ভোলা (৩৮৬ বর্গ কিমি)।

✬ বাংলাদেশের বৃহত্তম স্টেডিয়াম — বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম।

✬ বাংলাদেশের বৃহত্তম কাগজের কল — কর্ণফুলী পেপার মিল, চন্দ্রঘোনা, রাঙ্গামাটি।

✬ বাংলাদেশের বৃহত্তম শহর — ঢাকা।

✬ বাংলাদেশের বৃহত্তম জাদুঘর — ঢাকা জাতীয় জাদুঘর।

✬ বাংলাদেশের বৃহত্তম চিড়িয়াখানা — মিরপুর চিড়িয়াখানা, ঢাকা।

✬ বাংলাদেশের বৃহত্তম চক্ষু হাসপাতাল — চক্ষু হাসপাতাল, চট্টগ্রাম।

✬ বাংলাদেশের বৃহত্তম হাসপাতাল — ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল।

✬ বাংলাদেশের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র — কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র, রাঙ্গামাটি।

✬ বাংলাদেশের বৃহত্তম ব্যাংক — বাংলাদেশ ব্যাংক।

✬ বাংলাদেশের বৃহত্তম সিনেমা হল — মনিহার, যশোর।

✬ বাংলাদেশের বৃহত্তম কন্টেইনার জাহাজ — বাংলার দূত।

✬ বাংলাদেশের বৃহত্তম হোটেল — হোটেল সোনারগাঁও, ঢাকা।

✬ বাংলাদেশের বৃহত্তম সমুদ্র বন্দর — চট্টগ্রাম সমুদ্র বন্দর।

✬ বাংলাদেশের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র — ভেড়ামারা তাপ বিদ্যুৎ কেন্দ্র, কুষ্টিয়া।

✬ বাংলাদেশের বৃহত্তম গ্যাসক্ষেত্র — তিতাস, ব্রাহ্মণবাড়িয়া।

✬ বাংলাদেশের দীর্ঘতম নদী — সুরমা।

✬ বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু — হার্ডিঞ্জ ব্রীজ (১৭৯৬ মি.)।

✬ বাংলাদেশের দীর্ঘতম সড়ক সেতু — বঙ্গবন্ধু যমুনা ব্রীজ (৪.৮ কিমি)।

✬ বাংলাদেশের দীর্ঘতম সমুদ্র সৈকত — কক্সবাজার (পৃথিবীর মধ্যে দীর্ঘতম)।

✬ বাংলাদেশের দীর্ঘতম মানুষ — পরিমল বর্মন, জিঞ্জিরা, ঢাকা (৮ফুট ৩ ইঞ্চি)।

✬ বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ — কেওক্রাডং (৩১৭২ ফুট )।

✬ বাংলাদেশের সর্বোচ্চ পাহাড় — গারো পাহাড়, ময়মনসিংহ।

✬ বাংলাদেশের সর্বোচ্চ বৃক্ষ — বৈলাম (প্রায় ৬১ মিটার)।

✬ বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত — লালখান, সিলেট (৩৮৭৭ মিমি)।

✬ বাংলাদেশের প্রশস্ততম নদী — যমুনা।

✬ বাংলাদেশের ক্ষুদ্রতম থানা — সূত্রাপুর ও কোতোয়ালি, ঢাকা (২.৫৯ বর্গ কিমি)।

✬ বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা — মেহেরপুর (৭১৬ বর্গ কিমি)।

✬ বাংলাদেশের ক্ষুদ্রতম বিভাগ — সিলেট (১২,৫৯৬ বর্গ কিমি)।

✬ বাংলাদেশের সর্বনিম্ন বৃষ্টিপাত — লালপুর, নাটোর।

✬ বাংলাদেশের উষ্ণতম স্থান — রাজশাহীর লালপুর (৪৫.১ ডিগ্রি)।

✬ বাংলাদেশের শীতলতম স্থান — সিলেটের শ্রীমঙ্গল (২.৮ ডিগ্রি)।

সাধারণ জ্ঞান- বাংলাদেশ বিষয়াবলী – প্রশ্ন ও উত্তর

✬প্রশ্ন: বাতিঘরের জন্য বিখ্যাত দ্বীপ কোনটি?
উত্তর: কুতুবদিয়া।

✬প্রশ্ন: সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম?
উত্তর: পটুয়াখালী।

✬প্রশ্ন: খাসিয়া উপজাতীয়রা কোথায় বসবাস করে?
উত্তর: সিলেটে।

✬প্রশ্ন: বাংলা মুদ্রাক্ষরের জনক কে?
উত্তর : চার্লস উইলকিনস।

✬প্রশ্ন: বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়নের নাম কী ?
উত্তর: রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ির সাজেক।

✬প্রশ্ন: ঘোড়াশাল সার কারখানায় কোন সার উৎপাদিত হয়?
উত্তর: ইউরিয়া।

✬প্রশ্ন: বাংলাদেশ বিমান সংস্থার নিয়ন্ত্রনকারী মন্ত্রণালয়ের নাম কী?
উত্তর: বেসামরিক বিমান ও পর্য্টন মন্ত্রণালয়।

✬প্রশ্ন: আসাদ গেট কোন স্মৃতি রক্ষার্থে নির্মিত?
উত্তর: ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান।

✬প্রশ্ন: বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় ১৯৭১ সালের কত তারিখে?
উত্তর: ১০ এপ্রিল।

✬প্রশ্ন: বাংলাদেশের প্রথম মহিলা বিচারপতির নাম কি?
উত্তর: নাজমুন আরা সুলতানা।

✬প্রশ্ন: বাংলাদেশকে স্বীকৃতিদানকারি ১ম ওশেনিয়ান দেশ কোনটি?
উত্তর: টোঙ্গো।

✬প্রশ্ন: বাংলাদেশের সর্বাধিক চা বাগান কোন জেলায় অবস্থিত?
উত্তর: মৌলভীবাজার।

✬প্রশ্ন: জাতীয় কর দিবস কবে?
উত্তর: ৩০নভেম্বর।

✬প্রশ্ন: আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা?
উত্তর: পার্বত্য রাঙামাটি।

✬প্রশ্ন: সরকারের প্রধান নির্বাহী প্রধান কে?
উত্তর: প্রধানমন্ত্রী।

✬প্রশ্ন: বাঙালি ও যমুনা নদীর সংযোগ হয়েছে?
উত্তর: বগুড়ায়।

✬প্রশ্ন: মুজিবনগর সরকারের কয়টি মন্ত্রণালয় ছিল ?
উত্তর: ১২ টি।

✬প্রশ্ন: সন্তোষ কী জন্য বিখ্যাত?
উত্তর: কাগমারী সম্মেলন এখানে অনুষ্ঠিত হয়। এটি টাঙ্গাইলে অবস্থিত।

✬প্রশ্ন: শহীদ আসাদ দিবস কবে ?
উত্তর: ২০জানুয়ারি।

✬প্রশ্ন: রাখাইন উপজাতিদের অধিক বাস কোন জেলায়?
উত্তর: কক্সবাজার জেলায়।

✬প্রশ্ন: ২৬ মার্চকে জাতীয় দিবস ও স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করা হয় কত সালে?
উত্তর: ১৯৮০ সালে।?

✬প্রশ্ন: মণিপুরীরা কোথায় বাস করে?
উত্তর: সিলেটে।

✬প্রশ্ন: দেশের সর্ববৃহৎ অর্থনৈতিক জোন কোথায় অবস্থিত?
উত্তর: মিরসরাই, চট্টগ্রাম।

✬প্রশ্ন: পিএটিসি এর প্রধানক কর্মকর্তাকে কী বল হয়?
উত্তর: রেকটর।

✬প্রশ্ন: কিয়োটো প্রটোকল স্বাক্ষরিত হয়েছিল কত সালে?
উত্তর: ১৯৯৭ সালে।

✬প্রশ্ন: বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকার আর্টিকেল কয়টি ?
উত্তর: ১৮টি।

✬প্রশ্ন: জাতীয় ‘শোক দিবস’ কবে?
উত্তর: ১৫ আগস্ট।

✬প্রশ্ন: গারো উপজাতীয়রা কোথায় বসবাস করে?
উত্তর: ময়মনসিংহে।

✬প্রশ্ন: বাংলা একাডেমী থেকে প্রকাশিত মাসিক পত্রিকার নাম কী?
উত্তর: উত্তরাধিকার।

✬প্রশ্ন: উত্তরা গণভবন কোথায় অবস্থিত?
উত্তর: নাটোরের দিঘাপাতিয়া নামক স্থানে অবস্থিত।

✬প্রশ্ন: আইনসভার সভাপতিকে কি বলা হয়?
উত্তর: স্পিকার ।

✬প্রশ্ন: শালবন বিহার কোথায় অবস্থিত?
উত্তর: কুমিল্লা জেলার ময়নামতি ও লালমাই পাহাড়ের মাঝখানে অবস্থিত।

✬প্রশ্ন: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কখন স্থাপিত হয়?
উত্তর: ১৯৬১ সালে।

✬প্রশ্ন: মুঘলরা চট্টগ্রামের কী নাম দেয়?
উত্তর: ইসলামাবাদ।

✬প্রশ্ন: রাজশাহী বিশ্ববিদ্যালয় কখন স্থাপিত হয়?
উত্তর: ৬ জুলাই ১৯৫৩ সালে।

✬প্রশ্ন: ‘রূপসী বাংলাদেশ’ কোন এলাকাকে ঘোষণা দেয়া হয়েছে?
উত্তর: সোনারগাঁয়ের জাদুঘর এলাকাকে।

✬প্রশ্ন: ‘জীবন তরী’ কী?
উত্তর: একটি ভাসমান হাসপাতাল।

✬প্রশ্ন: পাকশী কাগজের কলে কোন প্রধান কাঁচামাল ব্যবহৃত হয়?
উত্তর: আখের ছোবরা।

✬প্রশ্ন: চট্টগ্রাম, পাহাড়তলী কী জন্য বিখ্যাত?
উত্তর: রেলের ইঞ্জিন ও বগি মেরামতের জন্য।

✬প্রশ্ন: ‘নজরুল মঞ্চ’ কোথায় অবস্থিত?
উত্তর: বাংলা একাডেমী প্রাঙ্গণে।

✬প্রশ্ন: বাংলাদেশ স্কাউটস এর প্রধান কর্মকর্তাকে কী বলা হয়?
উত্তর: কমিশনার।

✬প্রশ্ন: ’ব্যাথার দান’ কে লিখেছেন?
উত্তর: কাজী নজরুল ইসলাম। এটি একটি গল্পগ্রন্থ।

✬প্রশ্ন: জাতীয় ‘সংহতি দিবস’ কবে?
উত্তর: ৭ নভেম্বর।

✬প্রশ্ন: চিনি ও খাদ্য শিল্প সংস্থা কোন মন্ত্রণালয়ের অধিনে?
উত্তর: শিল্প মন্ত্রণালয়।

✬প্রশ্ন: ‘শেষের কবিতা’ কে লিখেছেন?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর। এটি একটি কাব্যধর্মী উপন্যাস।

✬প্রশ্ন: চন্দ্রঘোনা কাগজের কলে কোন প্রধান কাঁচামাল ব্যবহৃত হয়?
উত্তর: বাঁশ ও কাঠ।

✬প্রশ্ন: মুসলিম সাহিত্য সমাজের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: নওয়াব আবদুল লতিফ।

✬প্রশ্ন: রাষ্ট্রপতির পদ শূন্য হলে কে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন?
উত্তর: জাতীয় সংসদের স্পিকার।

✬প্রশ্ন: মুঘলরা ঢাকা শহরের নাম কী দেয়?
উত্তর: জাহাঙ্গীরনগর।

✬প্রশ্ন: বাংলাদেশের শিশু আইন প্রণীত হয় কত সালে?
উত্তর : ১৯৭৪ সালে।

বাংলাদেশের ভৌগোলিক উপনাম – প্রশ্ন ও উত্তর

বাংলাদেশের ভৌগোলিক উপনাম – প্রশ্ন ও উত্তর

✬প্রশ্নঃ কোন দেশকে সোনালী আঁশের দেশ বলা হয়?
উত্তরঃ বাংলাদেশকে।

✬প্রশ্নঃ কোন দেশকে নদীমাতৃক দেশ বলা হয় ?
উত্তরঃ বাংলাদেশকে ।

✬প্রশ্নঃ কোন দেশকে ভাটির দেশ বলা হয় ?
উত্তরঃ বাংলাদেশকে।

✬প্রশ্নঃ কোন শহরকে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী বলা হয়?
উত্তরঃ চট্টগ্রাম শহরকে।

✬প্রশ্নঃ কোন শহরকে মসজিদের শহর বলা হয়?
উত্তরঃ ঢাকা শহরকে ।

✬প্রশ্নঃ কোন নগরীকে রিক্সার নগরী বলা হয়?
উত্তরঃ ঢাকা নগরীকে ।

✬প্রশ্নঃ বাংলাদেশে প্রবেশ দ্বার কোন টি?
উত্তরঃ চট্টগাম বন্দর।

✬প্রশ্নঃ কোন নগরীকে ৩৬০ আউলিয়ার দেশ বলা হয়?
উত্তরঃ সিলেট নগরীকে

✬প্রশ্নঃ কোন নগরীকে বারো আউলিয়ার দেশ বলা হয়?
উত্তরঃ চট্টগ্রাম নগরীকে

✬প্রশ্নঃ বাংলাদেশের পর্যটন রাজধানী বলা হয় কাকে?
উত্তরঃ কক্সবাজারকে।

✬প্রশ্নঃ সাগর কন্যা বলা হয় কাকে?
উত্তরঃ কুয়াকাটা, পটুয়াখালীকে।

✬প্রশ্নঃ উত্তরবঙ্গের প্রবেশদ্বার কোনটি ?
উত্তরঃ বগুড়া।

✬প্রশ্নঃ কোন নদীকে পশ্চিমাবাহিনীর নদী বলা হয় ?
উত্তরঃ ডাকাতিয়া বিল।

✬প্রশ্নঃ প্রাচ্যের ডান্ডি বলা হয় কাকে?
উত্তরঃ নারায়ণগঞ্জকে।

✬প্রশ্নঃ হিমালয়ের কন্যা বলা হয় কাকে?
উত্তরঃ পঞ্চগড়কে।

✬প্রশ্নঃ বাংলার শস্যভাণ্ডার বলা হয় কোন অঞ্চলকে?
উত্তরঃ বরিশাল।

✬প্রশ্নঃ বাংলার ভেনিস বলা হয় কাকে?
উত্তরঃ বরিশালকে।

✬প্রশ্নঃ পাহাড়ি কন্যা বলা হয় কাকে?
উত্তরঃ বান্দরবানকে।

✬প্রশ্নঃ সাগর দ্বীপ বলা হয় কাকে?
উত্তরঃ ভোলাকে।

✬প্রশ্নঃ প্রকৃতির রানী বলা হয় কাকে?
উত্তরঃ খাগড়াছড়িকে।

✬প্রশ্নঃ চট্টগ্রামের দুঃখ বলা হয় কাকে ?
উত্তরঃ চাকতাই খালকে।

✬প্রশ্নঃ কুমিল্লার দু:খ বলা হয় কাকে ?
উত্তরঃ গোমতীকে।

✬প্রশ্নঃ বাংলাদেশের কুয়েত বলা হয় কোন অঞ্চলকে?
উত্তরঃ খুলনাকে ( চিংড়ি চাষের জন্য)।

সাধারণ জ্ঞান: বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য বাংলা বিষয় থেকে এই MCQ গুলো জেনে রাখুন ।
প্রশ্ন ১: সঞ্চয়িতা- কোন কবির কাব্য সংকলন ?
➢ সত্যেন্দ্রনাথ দত্ত
➢ রবীন্দ্রনাথ ঠাকুর
➢ জসীম উদদীন
➢ কাজী নজরুল ইসলাম
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

প্রশ্ন ২:‘কবর’ নাটক কার রচনা ?
➢ মুনীর চৌধুরী
➢ সত্যেন সেন
➢ শহীদুল্লাহ কায়সার
➢ জহির রায়হান
উত্তরঃ মুনীর চৌধুরী

প্রশ্ন ৩: বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি ?
➢ ১০টি
➢ ১১টি
➢ ১২টি
➢ ১৩টি
উত্তরঃ ১১টি

প্রশ্ন ৪: কবি আলাওলের জন্মস্থান কোথায় ?
➢ ফতেহাবাদ পরগনা
➢ বার্মার আরাকান
➢ চট্টগ্রামের জোবরা
➢ ফরিদপুরের সুরেশ্বর
উত্তরঃ ফতেহাবাদ পরগনা

প্রশ্ন ৫: ‘মৃন্ময়ী’ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের নায়িকা ?
➢ দেনা পাওনা
➢ মধ্যবর্তিনী
➢ সমাপ্তি
➢ পোস্ট মাস্টার
উত্তরঃ সমাপ্তি

প্রশ্ন ৬: মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি ?
➢ ক্রীতদাসের হাসি
➢ হাঙর নদী গ্রেনেড
➢ সারেং বউ
➢ মাটি আর অশ্রু
উত্তরঃ হাঙর নদী গ্রেনেড

প্রশ্ন ৭: ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ কে ছিলেন ?
➢ রামরাম বসু
➢ লর্ড ওয়েলেসলি
➢ উইলিয়াম কেরি
➢ মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
উত্তরঃ উইলিয়াম কেরি

প্রশ্ন ৮: ‘রাজলক্ষ্মী’চরিত্রের স্রষ্টা ঔপন্যাসিক কে ?
➢ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
➢ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
➢ কাজী নজরুল ইসলাম
➢ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

প্রশ্ন ৯: বেগম রোকেয়ার রচনা কোনটি ?
➢ অবরোধবাসিনী
➢ আয়না
➢ লালসালু
➢ ভাষা ও সাহিত্য
উত্তরঃ অবরোধবাসিনী

প্রশ্ন ১০: সনেট কবিতার প্রবর্তক কে?
➢ দিজেন্দ্রজাল রায়
➢ মাইকেল মধুসূদন দত্ত
➢ রজনীকান্ত সেন
➢ অতুলপ্রসাদ সেন
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত

প্রশ্ন ১১: কোনটি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ ?
➢ ধূসর পান্ডুলিপি
➢ অন্ধকার একা
➢ নাম রেখেছি কোমল গান্ধার
➢ একক সন্ধ্যায় বসন্ত
উত্তরঃ ধূসর পান্ডুলিপি

প্রশ্ন ১২: ‘বঙ্গদর্শন’ পত্রিকা কোন সালে প্রথম প্রকাশিত হয় ?
➢ ১৮৭২ সালে
➢ ১৮৬৫ সালে
➢ ১৯৭৫ সালে
➢ ১৯৮১ সালে
উত্তরঃ ১৮৭২ সালে

প্রশ্ন ১৩: ‘আবোল-তাবোল’ কার লেখা ?
➢ সত্যজিৎ রায়
➢ উপেন্দ্রকিশোর রায় চৌধুরী
➢ সুকুমার রায়
➢ দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
উত্তরঃ সুকুমার রায়

প্রশ্ন ১৪: ‘উত্তম পুরুষ’ উপন্যাসের রচয়িতা কে ?
➢ শহিদুলল্লাহ কায়সার
➢ জহির রায়হান
➢ শওকত ওসমান
➢ রশিদ করিম
উত্তরঃ রশিদ করিম

প্রশ্ন ১৫: ‘সংশপ্তক’ কার রচনা ?
➢ শহীদুল্লাহ কায়সার
➢ শওকত ওসমান
➢ জহির রায়হান
➢ মুনীর চৌধুরী
উত্তরঃ শহীদুল্লাহ কায়সার

প্রশ্ন ১৬: ‘ঠাকুরমার ঝুলি’ কী জাতীয় রচনার সংকলন ?
➢ ছোটগল্প
➢ রুপকথা
➢ গ্রাম্যগীতিকা
➢ রুপকথা-উপকথা
উত্তরঃ রুপকথা

প্রশ্ন ১৭: কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ কোনটি ?
➢ রাঙা জবা
➢ মরুসূর্য
➢ মরুশিখা
➢ অগ্নিকোণ
উত্তরঃ রাঙা জবা

প্রশ্ন ১৮: রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি ?
➢ বনফুল
➢ ভানুসিংহ
➢ টেকচাঁদ ঠাকুর
➢ মুকুন্দরাম
উত্তরঃ ভানুসিংহ

প্রশ্ন ১৯: ‘বাঙ্গালীর ইতিহাস’ বইটির লেখক কে ?
➢ আর, সি, মজুমদার
➢ অধ্যাপক সুনীতি সেন
➢ নীহার রঞ্জন রায়
➢ অধ্যাপক আবদুল করিম
উত্তরঃ নীহার রঞ্জন রায়

প্রশ্ন ২০: কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম-শতবার্ষিকী পালিত হয় ?
➢ ১৯৭১ সালে
➢ ১৯৮১ সালে
➢ ১৯৫১ সালে
➢ ১৯৬১ সালে
উত্তরঃ ১৯৬১ সালে

বাংলাদেশ সম্পর্কে সাধারণ জ্ঞান- কিছু অজানা এই তথ্যগুলি জানুন
আমরা অনেকে বাংলাদেশ সম্পর্কে অনেক তথ্য জানিনা তবে জেনে রাখাটা খুব দরকার। নিচে কিছু তথ্য বাংলাদেশ সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর সহকারে দেওয়া হল। লেখাটি ভালো করে পড়ুন অনেক অজানা তথ্য জানতে পারবেন।

বাংলাদেশ সম্পর্কে সাধারণ জ্ঞান
✬প্রশ্নঃ বাংলাদেশের টাকশাল কোথায় অবস্থিত?
উত্তরঃ গাজীপুর, শিমুলতলী।

✬প্রশ্নঃ বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি?
উত্তরঃ সেন্টমার্টিন।

✬প্রশ্নঃ বাংলাদেশের উপকূলের দৈর্ঘ্য কত?
উত্তরঃ ৭১১ কি. মি.।

✬প্রশ্নঃ কোন দ্বীপে বাতিঘর আছে?
উত্তরঃ কুতুবদিয়া।

✬প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় পতাকার অনুপাত কত?
উত্তরঃ ১০ঃ৬ বা ৫ঃ৩।

✬প্রশ্নঃ বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর কোনটি?
উত্তরঃ চট্টগ্রাম।

✬প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?
উত্তরঃ কামরুল হাসান।

✬প্রশ্নঃ বাংলাদেশে বর্তমানে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কয়টি?
উত্তরঃ ৩৪ টি।

✬প্রশ্নঃ বর্তমানে বাংলাদেশ হতে কতটি দেশে ঔষধ রপ্তানি করা হচ্ছে?
উত্তরঃ ৭২ টিরও বেশি।

✬প্রশ্নঃ মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত?
উত্তরঃ সেগুনবাগিচা, ঢাকা।

✬প্রশ্নঃ বাংলাদেশে কোথায় চীনামটির সন্ধান পাওয়া গেছে?
উত্তরঃ বিজয়পুরে।

✬প্রশ্নঃ লালবাগ কেল্লা নির্মাণ করেন কে?
উত্তরঃ শায়েস্তা খান।

✬প্রশ্নঃ রাষ্ট্রের প্রধান আইনজীবিকে কি বলা হয়?
উত্তরঃ অ্যাটর্নি জেনারেল।

✬প্রশ্নঃ পরি বিবি কে ছিলেন?
উত্তরঃ শায়েস্তা খানের কন্যা।

✬প্রশ্নঃ বাংলাদেশের বৌদ্ধ বিহারের নির্মাতা কে?
উত্তরঃ ধর্মপাল।

✬প্রশ্নঃ বাংলায় চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তন করেন কে?
উত্তরঃ লর্ড কর্ণওয়ালিস।

✬প্রশ্নঃ ‘বঙ্গভঙ্গ’ রদ হয় কত সালে?
উত্তরঃ ১৯১১ সালে।

✬প্রশ্নঃ বাংলায় ফরায়েজী আন্দোলনের উদ্যোক্তা কে ছিলেন?
উত্তরঃ হাজী শরীয়তউল্লাহ্‌ ।

✬প্রশ্নঃ শহীদ মিনারের স্থপতি কে?
উত্তরঃ হামিদুর রহমান।

✬প্রশ্নঃ ক্রিকেটে কত সালে বাংলাদেশ টেস্ট মর্যাদা পায়?
উত্তরঃ ২৬ জুন ২০০০ সালে।

✬প্রশ্নঃ মুজিব নগর কোথায় অবস্থিত?
উত্তরঃ মেহেরপুরে।

✬প্রশ্নঃ বাংলাদেশ প্রথম এশিয়ান গেমসে অংশ নেয় কত সালে?
উত্তরঃ ১৯৭৮ সালে।

✬প্রশ্নঃ বাংলাদেশে উপজাতি বা আদিবাসী সংখ্যা কত?
উত্তরঃ ২৭ টি।

✬প্রশ্নঃ জাতিসংঘ সাধারন পরিষদের প্রথম বাংলাদেশী সভাপতি কে ছিলেন?
উত্তরঃ হুমায়ূন রশীদ চৌধুরী।

✬প্রশ্নঃ বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু কোনটি?
উত্তরঃ হার্ডিঞ্জ সেতু(একক ভাবে) বঙ্গবন্ধু সেতু (বহুমুখী)।

✬প্রশ্নঃ বাংলাদেশ ব্যাংকের প্রথম নারী পরিচালক কে?
উত্তরঃ অধ্যাপিকা হান্নানা বেগম।

✬প্রশ্নঃ বাংলাদেশে প্রথম ও একমাত্র আন্তজার্তিক বোটানিক্যাল গার্ডেন কোনটি?
উত্তরঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বোটানিক্যাল গার্ডেন।

✬প্রশ্নঃ বাংলাদেশের প্রথম বেসরকারী কয়লা শোধনাগার কোথায় অবস্থিত?
উত্তরঃ বিরামপুর, দিনাজপুর।

✬প্রশ্নঃ জাতীয় সংসদে প্রথম নারী হুইপ এর নাম কি?
উত্তরঃ সাগুফতা ইয়াস্মিন এমিলি।

✬প্রশ্নঃ ফুলবারী (বুটুমিনাস) কয়লাখনি কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ দিনাজপুর।

✬প্রশ্নঃ মৎস্য প্রশিক্ষন ইনষ্টিটিউট কোথায় অবস্থিত?
উত্তরঃ চাঁদপুর।

✬প্রশ্নঃ পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তরঃ খাগড়াছড়ি।

✬প্রশ্নঃ জনসংখ্যা নিয়ন্ত্রনে দেশব্যাপী নতুন স্লোগান কি?
উত্তরঃ দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভাল হয়।

✬প্রশ্নঃ দেশের ডাক বিভাগে মোবাইল মানি অর্ডার সার্ভিস চালু হয় কবে?
উত্তরঃ ৯ মে ২০১০সালে।

✬প্রশ্নঃ ঢাকার বাহিরে প্রথম কোথায় টেষ্টটিউব শিশুর জন্ম হয় কোথায়?
উত্তরঃ কুমিল্লা।

✬প্রশ্নঃ ছয় দফা দাবী প্রথম কোথায় উত্থাপন করা হয়?
উত্তরঃ লাহোরে।

✬প্রশ্নঃ মুক্তিযুদ্ধের সময় মোট কতটি সেক্টর ছিল?
উত্তরঃ ১১টি সেক্টর।

✬প্রশ্নঃ মুজিব নগর কোথায় অবস্থিত?
উত্তরঃ মেহেরপুর।

✬প্রশ্নঃ বাংলাদেশের সবচেয়ে উত্তরে কোন জেলা অবস্থিত?
উত্তরঃ পঞ্চগড়।

✬প্রশ্নঃ বাংলাদেশ প্রথম স্বীকৃতি কারী দেশ কোনটি ?
উত্তরঃ ভুটান।

✬প্রশ্নঃ বাংলাদেশে পরমানু শক্তি কমিশন গঠিত হয় কত সালে?
উত্তরঃ ১৯৭৩ সালে।

✬প্রশ্নঃ বাংলাদেশে সর্বপ্রথম কোন মহিলা টেস্টটিউবে মা হন?
উত্তরঃ ফিরোজা বেগম।

✬প্রশ্নঃ “সূর্য্যদীঘল বাড়ী” চলচ্চিত্রের পরিচালক কে ছিলেন?
উত্তরঃ শেখ নিয়ামত শাকের।

✬প্রশ্নঃ মানবাধিকার দিবস পালিত হয় কবে?
উত্তরঃ ১০ ডিসেম্বর।

✬প্রশ্নঃ প্রধান নির্বাচন কমিশনারের মেয়াদকাল কত?
উত্তরঃ ৫ বছর।

✬প্রশ্নঃ বাঙালি ও যমুনা নদীর সংযোগ কোথায়?
উত্তরঃ বগুড়া।

✬প্রশ্নঃ “সাবমেরিন কেবল” প্রকল্পটি কোন মন্ত্রণালয়ের কার্যক্রম?
উত্তরঃ ডাক ও টেলিযোগাযোগ।

✬প্রশ্নঃ দক্ষিণ তালপট্টির অপর নাম কি?
উত্তরঃ পূর্বাশা দ্বীপ।

✬প্রশ্নঃ বাংলাদেশের বৃহত্তম স্থল বন্দর কোথায়?
উত্তরঃ বেনাপুল।

সাধারণ জ্ঞান (বাংলাদেশ বিষয়াবলি)

✬প্রশ্নঃ বাংলাদেশের অস্ত্র কারখানা কোথায় অবস্থিত?
উত্তরঃ গাজীপুর, শিমুলতলী।
✬প্রশ্নঃ নিঝুম দ্বীপের পুরাতন নাম কি?
উত্তরঃ বাউলার চর।
✬প্রশ্নঃ তুলা চাষের জন্য বেশি উপযোগী কোন জেলা?
উত্তরঃ যশোর।
✬প্রশ্নঃ কর্ণফুলী নদীর উৎপত্তি কোথা থেকে?
উত্তরঃ লুসাই পাহাড়।
✬প্রশ্নঃ বাংলা একাডেমী পুরষ্কার প্রবর্তন করা হয় কত সালে?
উত্তরঃ ১৯৬০ সালে।
✬প্রশ্নঃ সাবাস বাংলাদেশ ভাস্কর্যটির ভাষ্কর কে?
উত্তরঃ নিতুন কুন্ডু।
✬প্রশ্নঃ রবীন্দ্রনাথ নোবেল পুরষ্কার লাভ করেন কত সালে?
উত্তরঃ ১৯১৩ সালে।
✬প্রশ্নঃ বখতিয়ার খলজি বাংলা জয় করেন কত সালে?
উত্তরঃ ১২০৪ সালে।
✬প্রশ্নঃ প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি?
উত্তরঃ বরিশাল।
✬প্রশ্নঃ ১০ তম ক্রিকেটে সবচেয়ে কম বয়সী অধিনায়ক কে?
উত্তরঃ সাকিব আল হাসান, বাংলাদেশ।
✬প্রশ্নঃ বাংলাদেশ ব্যাংকে নারী ডেপুটি গভর্নরের নাম কি?
উত্তরঃ নাজনীন সুলতানা।
✬প্রশ্নঃ বাংলাদেশের মোট জনসংখ্যার কত ভাগ উপজাতি?
উত্তরঃ ১.১৩% উপজাতি।
✬প্রশ্নঃ শান্তিবাহিনীর প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ মানবেন্দ্র নারায়ণ লারমা।
✬প্রশ্নঃ নবম ও বর্তমান জাতীয় সংসদে সরাসরি নির্বাচিত নারী সংসদ সদস্য কতজন?
উত্তরঃ ১৯ জন।
✬প্রশ্নঃ দেশে অনলাইন জিডি (General Diary-GD) এর কার্যক্রম শুরু হয় কবে থেকে?
উত্তরঃ ৫ মার্চ ২০১০।
✬প্রশ্নঃ পঞ্চম আদমশুমারি অনুষ্ঠিত হয় কত সালে?
উত্তরঃ ১৫-১৯ মার্চ ২০১১ সালে।
✬প্রশ্নঃ ছিয়াত্তরের মন্বন্তর ভয়াবহ দুর্ভিক্ষ ঘটে কত সালে?
উত্তরঃ ১৭৭০সালে ( বাংলা ১১৭৬ খৃঃ)।
✬প্রশ্নঃ দেশের প্রথম নারী ওসির নাম কি?
উত্তরঃ হোসেন আরা বেগম।
✬প্রশ্নঃ সেমুতাং গ্যাসফিল্ড কোথায় অবস্থিত?
উত্তরঃ মানিকছড়ি, খাগড়াছড়ি।
✬প্রশ্নঃ জাতীয় কৃষি দিবস কবে?
উত্তরঃ পহেলা অগ্রহায়ন।
✬প্রশ্নঃ সারা দেশে নিবন্ধন কৃত কৃষকের সংখ্যা কত?
উত্তরঃ এক কোটি আশি লাখ।
✬প্রশ্নঃ ঘূর্ণিঝড় “আইলা” নামকরণ করে কোন দেশ?
উত্তরঃ মালদ্বীপ।
✬প্রশ্নঃ মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন?
উত্তরঃ জেনারেল আতাউল গণি ওসমানী।
✬প্রশ্নঃ বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন কোনটি?
উত্তরঃ সেন্টমার্টিন।
✬প্রশ্নঃ বাংলাদেশের পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত?
উত্তরঃ রাজশাহী।
✬প্রশ্নঃ বাংলাদেশের চিনি শিল্পের ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
উত্তরঃ ঈশ্বরদী।
✬প্রশ্নঃ কর্ণফুলী নদীর উৎস ভারতের কোন রাজ্যে?
উত্তরঃ মিজোরাম।
✬প্রশ্নঃ বাংলাদেশ কোন সালে CTBT এর অনুমোদন করে?
উত্তরঃ ২০০০ সালে।
✬প্রশ্নঃ ঢাকা বাংলার রাজধানী স্থাপনের সময় মোগল সুবেদার কে ছিলেন?
উত্তরঃ ইসলাম খান।
✬প্রশ্নঃ ঢাকা বিভাগে কয়টি বিভাগ আছে?
উত্তরঃ ১৭টি।
✬প্রশ্নঃ বাংলাদেশে কয়টি ড্রাগ টেষ্টিং ল্যাবরেটরি রয়েছে?
উত্তরঃ ২টি।
✬প্রশ্নঃ ১ নভেম্বর ২০১০ ঢাকা-চট্রগ্রাম রুটে আন্তঃনগর কোন ট্রেন উদ্ভোদন করা হয়?
উত্তরঃ চট্টলা এক্সপ্রেস।
✬প্রশ্নঃ মহামায়া কৃত্রিম লেক কোথায় অবস্থিত?
উত্তরঃ মিরসরাই, চট্রগ্রাম।
✬প্রশ্নঃ দেশের প্রথম গ্রানাইট খনি কোথায় অবস্থিত?
উত্তরঃ মধ্যপাড়া, দিনাজপুর।
✬প্রশ্নঃ বাংলাদেশে আন্তর্জাতিক বিমান বন্দর কয়টি?
উত্তরঃ তিন টি (ঢাকা, চট্রগ্রাম, সিলেট)।
✬প্রশ্নঃ বাংলায় চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তন হয় কত সালে?
উত্তরঃ ১৭৯৩ সালে।
✬প্রশ্নঃ স্বাধীনতার পর বাংলাদেশে প্রথম আদমশুমারি হয় কত সালে?
উত্তরঃ ১৯৭৪ সালে।
✬প্রশ্নঃ BPL শুরু হয় কবে থেকে?
উত্তরঃ ১০ ফেব্রুয়ারি ২০১২।
✬প্রশ্নঃ বাংলাদেশের মানচিত্র প্রথম আঁকেন কে?
উত্তরঃ মেজর জেমস রেনেল।
✬প্রশ্নঃ বাংলাদেশে VAT চালু করা হয় কবে?
উত্তরঃ ১ জুলাই ১৯৯১ সালে।

সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী – প্রশ্ন ও উত্তর
#প্রশ্ন: সম্প্রতি বাংলাদেশের কোন অনুষ্ঠানটি জাতিসংঘের ইউনেসকো সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়?

উত্তর: মঙ্গল শোভাযাত্রা

#প্রশ্ন: দেশের সার্বিক উন্নয়ন নির্ভর করে কিসের উপর।

উত্তর: শিক্ষা ব্যবস্থার

#প্রশ্ন: বাংলাদেশের জাতীয় দিবস কোনটি?

উত্তর: ২৬ মার্চ

#প্রশ্ন: বরেন্দ্র মিউজিয়াম কোথায় অবস্থিত?

উ: রাজশাহী

#প্রশ্ন: বাংলাদেশের জাতীয় সংসদের আসন কয়টি?

উত্তর: ৩৫০টি

#প্রশ্ন: বাংলাদেশের সর্ববৃহৎ জেলা কোনটি?

উত্তর: রাঙ্গামাটি

#প্রশ্ন: বাংলাদেশের পোশাক খাতের প্রধান বৈদেশিক বাজার কোন দেশ?

উত্তর: যুক্তরাষ্ট্র

#প্রশ্ন: বাংলা ভাষাকে দেশের দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়েছে কোন দেশ?

উত্তর: সিয়েরা লিয়ন

#প্রশ্ন: সুচিত্রা সেনের পৈতৃক নিবাস কোথায়?

উত্তর: পাবনা

#প্রশ্ন: নির্মাণাধীন পদ্মা সেতুর দৈর্ঘ্য কত হবে?

উত্তর: ৬.১৫ কি.মি

#প্রশ্ন: বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চলে অবস্থিত?

উত্তর: দক্ষিণ এশিয়া

#প্রশ্ন: খাসিয়া উপজাতি বাংলাদেশের কোন অঞ্চলে বাস করে?

উত্তর: সিলেট

#প্রশ্ন: বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে কিসের বিরুদ্ধে?

উত্তর: সন্ত্রাস ও জংগিবাদ

#প্রশ্ন: শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন বাধ্যতামূলক করা হয়েছে কোন চেতনায়?

উত্তর: দেশাত্মবোধ সৃষ্টির লক্ষ্য নিয়ে

#প্রশ্ন: উত্তরা গণভবন কোথায় অবস্থিত?

উত্তর: নাটোর

#প্রশ্ন: বরেন্দ্র যাদুঘর কোন জেলায়?

উত্তর: রাজশাহী

#প্রশ্ন: লালন ফকিরের জন্মস্থান কোথায়?

উত্তর: কুষ্টিয়া

#প্রশ্ন: সাতছড়ি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?

উত্তর: হবিগঞ্জ

#প্রশ্ন: বাংলাদেশের প্রথম EPZ কোথায় গড়ে উঠেছে?

উত্তর: চট্টগ্রাম

#প্রশ্ন: ‘বাংলাদেশ ও বঙ্গবন্ধু’ গ্রন্থটির লেখক কে?

উত্তর: মোনায়েম সরকার

#প্রশ্ন: পাটের জিন বিন্যাস কে আবিষ্কার করেন?

উত্তর: মোনায়েম সরকার

#প্রশ্ন: বাংলাদেশে কোথায় প্রথম তেলক্ষেত্র আবিষ্কৃত হয়?

উত্তর: হরিপুর

#প্রশ্ন: ‘সুলতানার স্বপ্ন’ কার রচনা?

উত্তর: বেগম রোকেয়া

#প্রশ্ন: বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হচ্ছে?

উত্তর: পাবনা

#প্রশ্ন: সিকিমের পর্বত থেকে বাংলাদেশের কোন নদীর উৎপত্তি হয়েছে?

উত্তর: করতোয়া

#প্রশ্ন: বাংলাদেশ ও বার্মার সীমান্ত নদী কোনটি?

উত্তর: নাফ

#প্রশ্ন: ম্যানগ্রোভ কি?

উত্তর: উপকূলীয় বন।

সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী – প্রশ্ন ও উত্তর

✬ প্রশ্নঃ বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য কত কি.মি.?

উত্তরঃ ৪৭১৯ কি.মি.

✬ প্রশ্নঃ কুতুবদিয়া বাতিঘর নির্মাণ করা হয় কত সালে?

উত্তরঃ ১৮৪৬ সালে

✬ প্রশ্নঃ বাংলাদেশের বৃহত্তর জেলা কতটি ?

উত্তরঃ ১৯টি

✬ প্রশ্নঃ বাংলাদেশের কুয়েত সিটি বলা হয় কোন অঞ্চল কে?

উত্তরঃ খুলনা

✬ প্রশ্নঃ বাংলাদেশের প্রথম নারী তথ্য কর্মকর্তা কে?

উত্তরঃ কামরুন নাহার

✬ প্রশ্নঃ বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু-১ উৎক্ষেপণ মহাকাশযানের নাম কি ?

উত্তরঃ ফ্যালকন-৯

✬ প্রশ্নঃ বাংলাদেশের সবচেয়ে উঁচু সড়কপথ কোনটি ?

উত্তরঃ আলিকদম – থানচি

✬ প্রশ্নঃ বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত মাইল ?

উত্তরঃ ৪৪৫ মাইল

✬ প্রশ্নঃ মিয়ানমার বাংলাদেশের কোনদিকে অবস্থিত?

উত্তরঃ দক্ষিণপূর্ব

✬ প্রশ্নঃ বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সেতু কোথায় অবস্থিত?

উত্তরঃ কক্সবাজার

✬ প্রশ্নঃ ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য কত কিলোমিটার ?

উত্তরঃ ৩৭১৫ কিলোমিটার

✬ প্রশ্নঃ বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি?

উত্তরঃ ৫টি

✬ প্রশ্নঃ বাংলাদেশের ক্ষেত্রফল কত বর্গমাইল ?

উত্তরঃ ৫৬,৫০১ বর্গমাইল

✬ প্রশ্নঃ বাংলাদেশর মোট সীমারেখার পরিমাপ কত?

উত্তরঃ ৫১৩৮ কি.মি.

✬ প্রশ্নঃ বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য কত কি.মি. ?

উত্তরঃ ৪৭১৯ কি.মি.

✬ প্রশ্নঃ শেওলা স্থলবন্দর কোথায় অবস্থিত?

উত্তরঃ সিলেট

✬ প্রশ্নঃ বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের কোন সংযোগ নেই?

উত্তরঃ বান্দরবান

✬ প্রশ্নঃ বাংলাদেশর মোট সীমারেখার পরিমাপ কত?

উত্তরঃ ৫১৩৮ কি.মি.

✬ প্রশ্নঃ সিলেট জেলার উত্তরে কোন ভারতীয় রাজ্য অবস্থিত?

উত্তরঃ মেঘালয়

✬ প্রশ্নঃ ‘শুভলং’ ঝরণা কোন জেলায় অবস্থিত?

উত্তরঃ রাঙামাটি

✬ প্রশ্নঃ ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টি?

উত্তরঃ ৩০টি

✬ প্রশ্নঃ মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের দৈর্ঘ্য কত?

উত্তরঃ ১১.৮ কি.মি.

✬ প্রশ্নঃ মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তের দৈর্ঘ্য কত কিলোমিটার ?

উত্তরঃ ২৮০ কিলোমিটার

✬ প্রশ্নঃ বাংলাদেশর মোট সীমানার দৈর্ঘ্য (জল ও স্থলসহ) কত মাইল ?

উত্তরঃ ২৯২৮ মাইল

✬ প্রশ্নঃ বাংলাদেশের প্রথম কম্পিউটার প্রোগ্রামার কে ?

উত্তরঃ হাফিজউদ্দিন মিয়া

✬ প্রশ্নঃ বাংলাদেশের মোট আয়তন কত বর্গ কি.মি.?

উত্তরঃ ১,৪৭,৫৭০ বর্গ কি.মি.

✬ প্রশ্নঃ ভারতের কোন প্রদেশটি বাংলাদেশ সীমান্তে অবস্থিত নয় ?

উত্তরঃ মনিপুর

✬ প্রশ্নঃ উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত মাইল ?

উত্তরঃ ২০০ নটিক্যাল মাইল

✬ প্রশ্নঃ বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত কি.মি.?

উত্তরঃ ৭১১ কি.মি.

✬ প্রশ্নঃ বাংলাদেশের পঞ্চম কৃষি বিশ্ববিদ্যালয় কোনটি?

উত্তরঃ খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়

About admin

Check Also

গুরুত্বপুর্ণ কিছু তথ্য সহজে মনে রাখার কৌশল

গুরুত্বপুর্ণ কিছু তথ্য সহজে মনে রাখার কৌশল

গুরুত্বপুর্ণ কিছু তথ্য সহজে মনে রাখার কৌশল গুরুত্বপুর্ণ ২৮টি তথ্য সহজে মনে রাখার কৌশল- সাত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *