সাধারণ জ্ঞান – বিজ্ঞান বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

সাধারণ জ্ঞান – বিজ্ঞান বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

সাধারণ জ্ঞান - বিজ্ঞান বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

প্রশ্ন: কোন গ্রন্থি হরমোন উৎপাদন করে না?

উত্তর: প্লীহা।

প্রশ্ন: ‘হাইগ্রোমিটারে’ কি পরিমাপ করা হয় ?

উত্তর: বায়ুর আপেক্ষিক আদ্রর্তা।

প্রশ্ন: “এক্স-রে রশ্মি” কে আবিষ্কার করেন ?

উত্তর: উইলহেলম কনরাড রন্টজেন।

প্রশ্ন: যে যন্ত্রের সাহায্যে বৃষ্টিপাত পরিমাপ করা হয় তাকে কি বলে ?

উত্তর: রেইন গেজ।

প্রশ্ন: বেশি ভিটামিন নিলে শরীরে কি সমস্যা দেখা দেয় ?

উত্তর: মাথা ব্যাথা ও তন্দ্রাচ্ছন্নতা।

প্রশ্ন: দেহের সবচেয়ে বড় স্নায়ু কোনটি?

উত্তর: ভেগাস।

প্রশ্ন: দৃশ্যমান আলোতে কোন রং আলোতে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হয়?

উত্তর: লাল।

প্রশ্ন: কঠিন পদার্থে তাপ কোন পদ্ধতিতে প্রবাহিত হয়?

উত্তর: পরিবহন পদ্ধতিতে।

প্রশ্ন: দেহকলা স্থানে তরল সঞ্চিত হয়ে ফুলে উঠলে তাকে কি বলে ?

উত্তর: ইডেমা।

প্রশ্ন: হৃদপিণ্ডের কোন প্রকোষ্ঠের প্রাচীর মোটা হয় ?

উত্তর: বাম নিলয়।

প্রশ্ন: কি কারনে হীরক উজ্জ্বল দেখায়?

উত্তর: আলোর সম্পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে তাই।

প্রশ্ন: লুনার কস্টিক আসলে কি ?

উত্তর: সিল্ভার নাইট্রেট।

প্রশ্ন: কমলা লেবুতে কোন অ্যাসিড পাওয়া যায়?

উত্তর: এসকরবিক অ্যাসিড

সাধারণ জ্ঞান – বিজ্ঞান বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ

প্রশ্ন: কোন হরমোন রক্তচাপ বাড়ায়?

উত্তর: অ্যাড্রেনালিন।

প্রশ্ন: কোনটির মাধ্যমে পেশিগুলো অস্থির সাথে সংযুক্ত থাকে?

উত্তর: লিগামেন্ট।

প্রশ্ন: নিষেকের পর কোষের ক্রোমোজোম সংখ্যা কত হয় ?

উত্তর: ২n

প্রশ্ন: গ্রানা ও স্ট্রোমা কোথায় থাকে ?

উত্তর: ক্লোরোপ্লাস্টে।

প্রশ্ন: “Heart of Heart” কাকে বলে ?

উত্তর: হিজ-এর বান্ডিল।

প্রশ্ন: কম্পাঙ্ক বাড়লে শব্দের তীক্ষ্নতা বাড়ে নাকি কমে?

উত্তর: বাড়ে।

প্রশ্ন: ব্রঙ্কাইটিস কিসের রোগ ?

উত্তর: শ্বাসনালীর রোগ।

প্রশ্ন: জলের স্থায়ী ক্ষরতা কিসের সাহায্যে দূর করা হয় ?

উত্তর: জিওলাইট।

প্রশ্ন: উদ্ভিদ কোষ থেকে পানি বাষ্পাকারে বের হয়ে যাওয়ার নিয়মকে কি বলে?

উত্তর: প্রস্বেদন।

প্রশ্ন: ক্রেবস চক্রে মোট কত অনু এটিপি তৈরি হয় ?

উত্তর: ১২ অনু।

প্রশ্ন: হাঙর মাছের কত গুলি ফুলকা ছিদ্র আছে?

উত্তর: ৭ জোড়া।

প্রশ্ন: কোন স্তন্যপায়ী প্রানীর RBC নিউক্লিয়াস যুক্ত ?

উত্তর: উট।

প্রশ্ন: কম্পিউটার কে আবিস্কার করেন?

উত্তর: হাওয়ার্ড এইকিন।

প্রশ্ন: বিদ্যুৎ ও টেলিফোনের তার ঝুলিয়ে টানা হয় কেন ?

উত্তর: শীতকালে তার ঠান্ডায় সংকুচিত হয় বলে।

প্রশ্ন: বৃক্কে প্রতি মিনিটে কত পরিমান রক্ত প্রবাহিত হয়?

উত্তর: ১২০০মিলিলিটার।

প্রশ্ন: কফিতে কোন উপাদান থাকে?

উত্তর: ক্যাফেইন।

প্রশ্ন: ক্ষুদ্রান্ত্রের ‘C’ আকৃতির অংশকে কি বলে ?

উত্তর: ডিওডিনাম।

প্রশ্ন: কয়টি পদ্ধতিতে তাপ পরিবহন হয় ?

উত্তর: ৩ টি।

প্রশ্ন: কোন মৌলিক অধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে ?

উত্তর: ব্রোমিন।

প্রশ্ন: স্ত্রী দেহে স্তন গ্রন্থি কীসের প্রকৃত রুপান্তর ?

উত্তর: ঘর্মগ্রন্থি বা সিবেসিয়াস গ্ল্যান্ড।

প্রশ্ন: কাচ তৈরির প্রধান কাঁচামাল কী?

উত্তর: বালি।

প্রশ্ন: পারনিসিয়াস অ্যানিমিয়া কোন ভিটামিনের অভাবে ঘটে ?

উত্তর: ভিটামিন বি ১২।

বিজ্ঞান বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ

প্রশ্ন: কোন বস্তুর ত্বরণ বলতে কি বুঝায়?

উত্তর: সময়ের সাথে বেগ বৃদ্ধির হার।

প্রশ্ন: কান্সারকে নিয়ন্ত্রণ করার প্রাথমিক পদক্ষেপ কোনটি?

উত্তর: ইন্টারফেরণ প্রয়োগ।

প্রশ্ন: ইনাইন পাওয়া যায় কোন গাছ থেকে?

উত্তর: সিনকোনা।

প্রশ্ন: কাঁদুনে গ্যাস এর রাসায়নিক নাম কী?

উত্তর: করপিক্রিন।

প্রশ্ন: ব্যাঙের শীতঘুমকে কি বলে ?

উত্তর: হাইবারনেশান।

প্রশ্ন: কে প্রথম রোবট আবিস্কার করেন?

উত্তর: উইলিয়াম গে ওয়ালটার।

প্রশ্ন: গ্যাসট্রিন কোথায় ক্ষরিত হয়?

উত্তর: পাকস্থলী।

প্রশ্ন: কোন জন্তুর চারটি পাকস্থলী আসে ?

উত্তর: গরুর।

প্রশ্ন: কেচো কিসের সাহায্যে শ্বাসকার্য চালায় ?

উত্তর: ত্বকের

প্রশ্ন: মানুষের দাঁতের কঠিন অংশের নাম কি ?

উত্তর: এনামেল।

প্রশ্ন: কোন অধাতু বিদ্যুৎ অপরিবাহী ?

উত্তর: গ্রাফাইট।

প্রশ্ন: কোন এনজাইমের দ্বারা কাটা ডিএনএ জোড়া দেওয়া হয়?

উত্তর: লাইগেজ।

প্রশ্ন: কোন গ্রুপের রক্তকে সর্বজন গ্রহীতা বলে ?

উত্তর: AB গ্রুপ কে।

প্রশ্ন: কোন ধাতু সবচেয়ে ক্ষয়প্রাপ্ত হয় ?

উত্তর: তামা।

সাধারণ জ্ঞান – বিজ্ঞান বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ

প্রশ্ন: কোন রংয়ের কাপে চা তারাতারি ঠান্ডা হয় ?

উত্তর: কালো।

প্রশ্ন: ব্যাকটেরিয়া ধ্বংস করার জন্য লালারসে কি উৎসেচক থাকে ?

উত্তর: লাইসোজম।

প্রশ্ন: কে মেন্ডেলের ফ্যাক্টরের নাম দিয়েছিলেন জিন?

উত্তর: বেটসন ( ১৯০৮ সালে।)

প্রশ্ন: কোন গ্রুপের রক্তকে সর্বজনীন দাতা বলে ?

উত্তর: 0 গ্রুপ।

প্রশ্ন: কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পারে ?

উত্তর: প্লাটিপাস।

প্রশ্ন: কোন জলজ জীবটি বাতাসে নিঃশ্বাস নেয় ?

উত্তর: শুশুক।

প্রশ্ন: কোনো পদার্থের পারমানবিক সংখ্যা হলো ?

উত্তর: পরমানুর প্রোটন সংখ্যা।

প্রশ্ন: কোন গ্রন্থি থেকে গোনাডোট্রপিক হরমোন ক্ষরিত হয় ?

উত্তর: পিটুইটারি গ্রন্থি।

প্রশ্ন: কোন মস্তিস্ক যে কোনো সিদ্ধান্ত দ্রুত দিতে পারে ?

উত্তর: পুরুষ।

প্রশ্ন: কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি ?

উত্তর: কঠিন মাধ্যমে।

প্রশ্ন: কোন প্রকার উৎসেচক রক্ততঞ্চনে সাহায্য করে ?

উত্তর: থ্রম্বোকাইনেজ।

প্রশ্ন: ফ্যাট কিসে দ্রবনীয় ?

উত্তর: ইথার ও ক্লোরোফর্ম।

প্রশ্ন: কোন মৌলিক ধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে ?

উত্তর: পারদ।

About admin

Check Also

ইতিহাস – সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী

ইতিহাস – সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী

ইতিহাস – সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী *মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগের দাপ্তরিক ভাষা উর্দু করার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *