আমার সঙ্গে স্বামীদের কাজ করতে দিতে চান না তারকাপত্নীরা

সানি লিওন নামটার সঙ্গে পরিচিত সারা বিশ্ব। বিখ্যাত পর্ন তারকা থেকে বলিউড, দু’ক্ষেত্রেই সফল ভাবে কাজ করেছেন সানি। তবে বলিউডে অভিষেক হওয়ার আগে সানি পরিচিত মুখ হয়ে ওঠেন রিয়েলিটি শো বিগ বস-এর প্রতিযোগী হিসেবে। ২০১১ সালে বিগ বসের পঞ্চম মরসুমের ৪৯তম দিনে এসে যোগ দেন তিনি। ৯১তম দিনে তিনি শো থেকে বেরিয়ে যান। এর পরই শুরু হয় তাঁর বলিউডে পথচলা।

বলিউডে পা রাখার পর পূজা ভট্টের ‘জিসম-২’ সিনেমায় সুযোগ পান সানি। এর পর ‘জ্যাকপট’, ‘রাগিনী এমএমএস-২’, ‘এক পহেলি লীলা’, ‘রইস’-সহ একাধিক সিনেমা থেকে আইটেম গান, মিউজিক ভিডিও, রিয়েলিটি শো করেছেন তিনি। আর ফিরে তাকাতে হয়নি সানিকে। কাজ করার সুবাদে সানি অনেকের ভালবাসা যেমন পেয়েছেন, তেমন চক্ষুশূলও হয়েছেন অনেকের।

তবে জানেন কি সানির সঙ্গে কাজ করতে ভয় পান অনেক বলিউড অভিনেতা? কেন? কারণ জানলে আপনিও অবাক হবেন। বলিউডের বিবাহিত অভিনেতাদের স্ত্রীরা নাকি সন্দেহ করতেন যে, তাদের স্বামীরা সানির সঙ্গে কাজ করলে তারা সানির রূপের কাছে নিজেদের সঁপে দেবেন। আর এর ফলে চিড় ধরতে পারে তাঁদের দাম্পত্য জীবনে। এই কারণে সানির সঙ্গে কাজ করছে শুনে অনেক অভিনেতার স্ত্রী শুটিং চলাকালীন সেটে গিয়ে উপস্থিত হতেন।

২০১৫ সালে একটি সাক্ষাত্কারে নিজেই এ কথা স্বীকার করেন সানি। তিনি বলেন, আমি যে সব অভিনেতার সঙ্গে কাজ করেছি তাদের বেশির ভাগই বিবাহিত। আমি যখন তাদের স্ত্রীদের সঙ্গে দেখা করতাম তখন আমি তাদের সঙ্গেই বেশি কথা বলতাম। তবুও আমার বিশ্বাস যে, তারা নিরাপত্তাহীনতায় ভুগতেন। তিনি আরও বলেন, আমার মনে হত যে তাদের বলি, আমার তোমাদের স্বামী বা প্রেমিকের কোনও দরকার নেই। আমার কাছে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ স্বামী আছে।

তিনি বলেন, আমাকে জানানো হয়েছিল যে, বেশির ভাগ অভিনেতা আমার সঙ্গে কাজ করতে ভয় পান কারণ তারা সবাই বিবাহিত। আমি তাদের স্ত্রীদের বলতে চাই যে আমি ওদের স্বামীদের চাই না। আমার কাছে আমার নিজের স্বামী আছে। আমি তাকে খুবই ভালবাসি। আমার স্বামী যথেষ্ট আকর্ষণীয়। আমার সমস্ত চাওয়া-পাওয়া সে খুব ভাল ভাবে পূরণ করে। তাই আমি তোমাদের স্বামীদের চাই না। আমি নিজের কাজ করতে চাই এবং নিজের স্বামীর হাত ধরে বাড়ি যেতে চাই।

সানির স্বামী ড্যানিয়েল ওয়েবার নিজেও এক জন প্রাক্তন পর্ন তারকা। তবে বেশির ভাগ সময় তাঁকে সানির সঙ্গেই কাজ করতে দেখা গিয়েছে। এ ছাড়া ড্যানিয়েল এক জন গিটার বাদক। তিনি সানির ম্যানেজারও বটে। ২০১১ সালে সানি এবং ড্যানিয়েলের বিয়ে হয়। তাদের তিনটি সন্তান। ২০১৭ সালে এই দম্পতি এক শিশুকন্যাকে দত্তক নেন। এ ছাড়াও ২০১৮ সালে সারোগেসি পদ্ধতিতে এই দম্পতির যমজ ছেলে হয়।সূত্র-আনন্দবাজার।

Check Also

Health for Life Nutrition A Guide to Living Well

Health for Life Nutrition A Guide to Living Well

In today’s fast-paced world, maintaining good health can seem overwhelming. But the truth is, a …