কপালে টিপ পরার কারণে রাজধানীর ফার্মগেট এলাকায় হেনস্তার শিকার হন তেজগাঁও কলেজের এক শিক্ষিকা। এ ঘটনার খবর প্রকাশ পেলেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিবাদ শুরু হয়। নারীদের পাশাপাশি পুরুষরাও টিপ পরে এ ঘটনার প্রতিবাদ জানান।
সাধারণ মানুষের পাশাপাশি শিল্পীরাও প্রতিবাদ মুখর হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। জনপ্রিয় অভিনেতা সাজু খাদেম, প্রাণ রায়, আনিসুর রহমান মিলন, মনোজ প্রামাণিকসহ অনেকেই ফেসবুকে টিপ পরা ছবি দিয়ে প্রতিবাদ জানিয়েছেন। এ তালিকায় আছেন চিত্রনায়ক সাইমন সাদিকও।
টিপ পরে অভিনেতাদের প্রতিবাদে অংশ নেওয়াটা অনেকেই ভালো চোখে দেখেননি। অনেকেই তাদের পোস্ট করা ছবির কমেন্ট বক্সে সমালোচনা করেছেন। এবার অভিনেতাদের টিপ পরা ছবি পোস্ট করা নিয়ে সমালোচনা করেছেন আরেক অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক।
নিজের ফেসবুকে সাজু খাদেম, আনিসুর রহমান মিলন, প্রাণ রায় ও মনোজ প্রামানিকের টিপ পরা ছবি পোস্ট করে সিদ্দিক প্রশ্ন প্রশ্ন করেন, আমরা কি দিন দিন পাগল হয়ে যাচ্ছি? আল্লাহপাক সবাইকে এই সমস্ত পাগলের হাত থেকে হেফাজত করুক। মাহে রমজানের পবিত্রতা রক্ষা করুন। আল্লাহ সবাইকে ক্ষমা করুক। আমিন
প্রসঙ্গত, রোববার (৩ এপ্রিল) সকালে রাজধানীর ফার্মগেট এলাকায় হেনস্তার শিকার হন তেঁজগাও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক ড. লতা সমাদ্দার। কপালে টিপ পরায় এক পুলিশ সদস্য তাকে উদ্দেশ করে কটূক্তি করেন। এ ঘটনার শেরেবাংলা নগর থানায় তিনি লিখিত অভিযোগ করেন।
লতা সমাদ্দার অভিযোগ করেন, রাজধানীর গ্রিন রোডের বাসা থেকে হেঁটে কলেজে যাওয়ার সময় পুলিশের পোশাক পরা এক ব্যক্তি ‘টিপ পরছোস কেন’ বলেই তাকে গালি দেন। প্রতিবাদ জানালে তার পায়ের ওপর দিয়ে বাইক চালিয়ে চলে যান অভিযুক্ত ব্যক্তি। এ ঘটনার খবর প্রকাশ হলেই শুরু হয় তীব্র প্রতিবাদ
Sotto TV We Publish technology, various types of tips, career tips, banking information, methods of earning online