এবারের ঈদে শাকিব খানের ‘গলুই’, ‘বিদ্রোহী’ ও সিয়ামের ‘শান’-এর সঙ্গে মুক্তি পেয়েছিল ‘বড্ড ভালোবাসি’ নামে আরও এক সিনেমা। মুক্তির প্রায় দুই সপ্তাহ মধ্যে অন্যান্য সিনেমাগুলো যেখানে লাভ-লোকসানের হিসেব কষছে, সেখানে ‘বড্ড ভালোবাসি’ সিনেমাটির প্রযোজক ও নায়িকা নিপা রোজ জানালেন, ‘তিনি তার সিনেমা থেকে এখনও পর্যন্ত একটি টাকাও ফেরত পাননি’।
আজ বৃহস্পতিবার এক গণমাধ্যমের সঙ্গে আলাপে চিত্রনায়িকা নিপা রোজ বলেন, ঈদে মাত্র তিনটি সিনেমা হলে মুক্তি দিয়েছিলাম ‘বড্ড ভালোবাসি’। যদি বেশি সিনেমা হলে মুক্তি দিতে পারতাম, তাহলে হয়তো লাভের মুখ না দেখলেও কিছু টাকা ফেরত পেতাম। তিনি বলেন, ছয়মাস আগে থেকে ঈদে মুক্তির জন্য সবকিছু চূড়ান্ত করে রেখেছিলাম। শেষ সময় আমি পলিটিক্সে পড়ি।
এ সময় নিপা বলেন, যারা ‘বড্ড ভালোবাসি’ পরিবেশনা করার কথা দিয়েছিল, তারা ঈদের আগে সরে যায়। আগে থেকে বুকিং করা লাগতো। এগুলো কিছুই আমি জানতাম না। পরে প্রলোভন দেখিয়ে ঈদের পর মুক্তি দিতে বলে। কিন্তু প্রযোজক সমিতির নির্বাচন করবো বলে আমি ঈদেই মুক্তি দেই। এখন বুঝি মানুষকে বিশ্বাস করে ঠকেছি। আমার নিজের চেষ্টা ছিল বলেই সিনেমাটি শেষ পর্যন্ত মুক্তি দিতে পেরেছি এবং নায়িকা হওয়ার স্বপ্ন পূরণ হয়েছে।
এদিকে ছোট থেকে নায়িকা হওয়ার পোকা ঢুকেছিল সুলতানা রোজ নিপার মাথায়। তিনি ছিলেন সালমান শাহর অন্ধ ভক্ত। সেই সময় থেকে চেষ্টা করতেন কীভাবে নায়িকা হওয়া যায়। আট থেকে দশটি সিনেমাতে কাজের সুযোগ পেলেও তার কোনো সিনেমাই আলোর মুখ দেখেনি। হতাশায় পড়েন। জেদ করে পৈতৃক সম্পত্তি বিক্রি করে নিজেই লগ্নী করে ‘বড্ড ভালোবাসি’ সিনেমাটি বানান। পরিবার থেকে কোনো ভাবেই টাকা দিচ্ছিল না বিধায় নিপা আত্মহত্যার চেষ্টা করেছিলেন।
তার কথা, সুইসাইড করতে গিয়েছিলাম। যখন আইসিইউ-তে ভর্তি, তখন পরিবার থেকে জমি বিক্রি করে টাকা দিতে সম্মতি হয়। পরে ‘বড্ড ভালোবাসি’ সিনেমাটি বানাই। ব্যবসায়িকভাবে বিপর্যয়ের মুখে পড়লেও নিপার নায়িকা হওয়ার স্বপ্নটি পূরণ হয়েছে বলে জানান। এখন তিনি চাইছেন এই সিনেমাটি যেন সিনেমা হলে চালানো হয়।
তিনি বলেন, প্রযোজক ও সিনেমা হল মালিকদের কাছে অনুরোধ জানাই আমার এত সাধনার ফসল হলো এই সিনেমা। যদি সবাই সহযোগিতা করে আমার ছবিটি হলে চালায় এবং দর্শক যদি দেখে তাহলে হয়তো কিছু টাকা ফেরত পাবো। তবে মুক্তির দুই সপ্তাহ ছাড়ালেও এখনও কোনো টাকা পাইনি।
এ সময় সুলতানা রোজ নিপা বলেন, অনেক দর্শক আমাকে ফেসবুক বা ইনবক্সে জানায় তারা আমার এসব ঘটনা জেনে সিনেমাটি দেখতে চায়। কিন্তু সিনেমা হলে না চলায় দেখতে পারছে না। তাই আমি চাই, আমার সিনেমাটি সবাই তাদের সিনেমা হলে চালাক। মানুষ দেখুক আমার কষ্ট স্বার্থক হোক।
Sotto TV We Publish technology, various types of tips, career tips, banking information, methods of earning online