ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মনির মিয়া (৩০) নামে এক ভুয়া সেনাসদস্যকে আটক করেছে পুলিশ। বুধবার (১৮ মে) বিকেলে নবীনগর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেন নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ। মনির নেত্রকোনা জেলা সদরের নাগড়া এলাকার আব্দুর রহমানের ছেলে।
তিনি জানান, মনির সেনাসদস্য না হয়েও ভুয়া পরিচয় দিয়ে নবীনগরের এক মেয়েকে বিয়ে করে। তার স্ত্রীর পরিবার বিয়ের পরে বুঝতে পারে সে প্রতারণা করে বিয়ে করেছে। এর মধ্যে সেনাসদস্য পরিচয়ে নবীনগরের আরেক নারীকে খালা ডেকে তার সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলেন তিনি। পরে বুধবার দুপুরে ওই নারীর বাড়িতে গিয়ে স্বর্ণালংকার ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় মনির।
ওসি আরো জানান, বিকেলে সেনা সদস্যদের মতো করে চুল কেটে এবং সেনাবাহিনীর লোগো সংবলিত গেঞ্জি পরে নবীনগর বাজারে ঘোরাফেরা করছিল মনির। পরে সেখান থেকে তাকে আটক করা হয়।
এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে জানান পুলিশের এই কর্মকর্তা।
Sotto TV We Publish technology, various types of tips, career tips, banking information, methods of earning online