সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত-সমালোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলম। হিরো আলম একজন বহুরূপী মানুষ। ভক্তদের একের পর এক চমক উপহার দিয়েই চলেছেন তিনি। পর্দায়
বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন লুকে দেখা যাচ্ছে তাকে। কখনও টারজান, কখনও আবার দৈত্য রূপে হাজির হলেও এবার নারী রূপে হাজির হচ্ছেন হিরো আলম।
বিষয়টি জানিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসও দিয়েছেন অভিনেতা। সেখানে নারীর সাজে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘শিগগিরই নতুন নাটক চলে আসতাছে, দেখতে হলে চোখ রাখুন।’
ছবিতে হিরো আলমকে দেখা যাচ্ছে- কপালে লাল টিপ, ঠোঁটে লাল লিপস্টিক দিয়েছেন তিনি। আর গায়ে জড়িয়েছেন টকটকে লাল শাড়ি এবং কাঁধে লেডিস ব্যাগ নিয়ে নারীর মতন দাঁড়িয়ে আছেন।
Sotto TV We Publish technology, various types of tips, career tips, banking information, methods of earning online