রোলস-রয়েস গাড়ি উপহার পাচ্ছেন না সৌদির ফুটবলাররা

সম্প্রতি একটি খবর রটিয়েছিল, কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে ঐতিহাসিক জয়ে বিলাসবহুল রোলস-রয়েস গাড়ি উপহার পাচ্ছেন সৌদি আরবের জাতীয় ফুটবল দলের সদস্যরা। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এ উপহার দেবেন। কিন্তু সৌদি রাজপরিবারের কাছ থেকে এমন কোনো উপহার পাচ্ছেন না দেশটির জাতীয় ফুটবল দলের সদস্যরা। সৌদি ফুটবল দলের কোচ হার্ভে রেনার্ড এ তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল সোমবার ২৮ নভেম্বর গণমাধ্যমকর্মীরা হার্ভে রেনার্ডের কাছে রোলস-রয়েস উপহার পাওয়ার বিষয়টি সত্য কি না জানতে চেয়েছিলেন। জবাবে তিনি বলেন, তথ্যটি সত্য নয়, এখন কিছু পাওয়ার সময় নয়। ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী, হার্ভে রেনার্ড বলেছেন, সৌদি ফুটবল ফেডারেশন ও ক্রীড়া মন্ত্রণালয় খেলা নিয়েই বেশি ভাবছে। এ মুহূর্তে দামী উপহার পাওয়াটা গুরুত্বপূর্ণ কিছু নয়।

এদিকে রোলস রয়েস প্রসঙ্গে সৌদি ফুটবলার সালেহ আল শেহেরিও বলেছেন, বিষয়টি সত্যি নয়। আমরা এখানে এসেছি নিজেদের সামর্থ্যের সবটুকু উজাড় করে দেশের হয়ে খেলতে। দেশের জন্য ভালো খেলাটাই আমাদের কাছে সবচেয়ে বড় পুরস্কার। ২২ নভেম্বর কাতারের আইকনিক লুসাইল স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে ২-১ গোলে জয় পায় সৌদি আরব। দুর্দান্ত খেলে বিশ্বকে তাক লাগিয়ে দেয় মধ্যপ্রাচ্যের দেশটি।

সেদিন উৎসবে মেতে ওঠে পুরো সৌদি আরব। বিজয় উদ্‌যাপনে ২৩ নভেম্বর দেশটিতে ছুটি ঘোষণা করা হয়। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এ ছুটির প্রস্তাব দিলে, বাদশাহ সালমান তার অনুমোদন দেন। পরে গুজব রটে, যুবরাজ মোহাম্মদ বিন সালমান জাতীয় ফুটবল দলের সদস্যদের বিশ্বের সবচেয়ে বিলাসবহুল গাড়ি রোলস-রয়েস ব্র্যান্ডের গাড়ি উপহার দেবেন।

গ্যালারিতে ব্রাজিল ভক্তদের বোকা বানালেন ‘নকল’ নেইমার

এবার চোটের কারণে গ্রুপ পর্ব থেকে প্রায় ছিটকে গেছেন নেইমার। সুইজারল্যান্ডের বিপক্ষে তিনি খেলবেন না সেটা নিশ্চিতই ছিল। গতকাল ম্যাচের সময় ব্রাজিলিয়ান ডাগআউটেও দেখা যায়নি তাকে। অথচ তিনি কি না গ্যালারিতে বসে উপভোগ করেছিলেন খেলা! অবাক হচ্ছেন? হওয়ারই কথা! গ্যালারিতে থাকা বাকি দর্শকরাও তাকে দেখে অবাক হয়েছিলেন।

তবে আসল কথা হচ্ছে তিনি নেইমার ছিলেন না। কেউ একজন ‘নকল’ নেইমার সেজে বোকা বানিয়েছেন ব্রাজিল ভক্তদের। যদিও হুবহু নেইমারের মতোই শরীরে ট্যাটু, চোখে সানগ্লাস, মাথায় টুপি ছিল তার। তাকে দেখে ছবি তোলার হিড়িক লেগে যায় সমর্থকদের ভেতর। কিন্তু তার রহস্য বের হতে সময় লাগেনি।

সেটা বুঝা যায় তার ‘নাইকি’ জুতো দেখেই। নাইকি জুতো পরা নেইমার ছেড়ে দিয়েছেন ২০২০ সাল থেকে। এখন তার জুতো স্পন্সর করে আরেক ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘পুমা’। আসল নেইমার এখন চোট কাটিয়ে উঠার জন্য পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়াকে ২-০ গোলে হারায় ব্রাজিল।

সেই ম্যাচেই ৯ বার ফাউলের শিকার হন নেইমার। যার ফলে গোড়ালি মচকে যায় এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের। খেলার ৮০ মিনিটে মাঠ থেকে উঠে যাওয়ার পর চোখ থেকে পানি ফেলেন তিনি। তখন মনে হচ্ছিল, বিশ্বকাপটা বোধ হয় এখানেই শেষ তার। তবে সবকিছু ঠিকঠাক থাকলে শেষ ষোলো রাউন্ডে মাঠে দেখা যেতে পারে নেইমারকে।

Check Also

Health for Life Nutrition A Guide to Living Well

Health for Life Nutrition A Guide to Living Well

In today’s fast-paced world, maintaining good health can seem overwhelming. But the truth is, a …