চুরি করতে এসে ডিম ভেজে ভাত খেয়ে আপেল-কমলা বেঁধে নিল চোর

ভোলার সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের চর আনন্দ পার্ট-৩ গ্রামে সিট কেটে চুরির ঘটনা ঘটেছে। চুরি করতে এসে বসতঘরে ঢুকে ডিম ভেজে ভাত খেয়ে গেছে চোরেরা। যাওয়ার সময় সঙ্গে করে নিয়ে গেছে ঘরে থাকা আপেল-কমলা। এমনটাই জানিয়েছেন বাড়ির মালিক রুহুল আমীন।

রবিবার (২৫ ডিসেম্বর) দিনগত রাতে তার বসতঘরে চুরির ঘটনা ঘটেছে। রুহুল আমীন পেশায় ঠিকাদার। ঢাকার উত্তরায় ঠিকাদারি ব্যবসা করেন। রুহুল আমীন বলেন, রবিবার দিনগত রাতে সিঁধ কেটে আমার বসতঘরে ঢুকে চোরেরা। এ সময় রান্নাঘরের গ্যাসের চুলায় তিনটি ডিম ভেজে ভাত খেয়েছে তারা। চুলার পাশে ফেলে রেখে গেছে ডিমের খোসা। ডিম রাখার পাত্রের কাছেই কিছু আপেল ও কমলা ছিল। যাওয়ার সময় সেগুলো নিয়ে গেছে তারা।

তিনি আরও বলেন, চোর চক্রটি ঘরে ঢুকলেও আমার রুমে প্রবেশ করতে পারেনি। রান্নাঘর ও ডাইনিং রুম পর্যন্ত যাতায়াত করেছে। এজন্য মূল্যবান কোনও জিনিসপত্র নিতে পারেনি। তবে ডাইনিং রুমে থাকা একটি হাতঘড়ি, সওজি ব্র্যান্ডের দুটি ব্লটিংপেপার ও কিছু আপেল-কমলা নিয়ে গেছে।

Check Also

Where Do Health Care Assistants Work? A Comprehensive Guide

Where Do Health Care Assistants Work? A Comprehensive Guide

Health care assistants play a crucial role in the medical field, offering hands-on care to …