মাঝরাতে রাস্তায় দাঁড়িয়ে অঝোরে কাঁদলেন মিথিলা

রাফিয়াত রশিদ মিথিলা অভিনয় এখন বাংলাদেশ ছড়িয়ে গেছে কলকাতাতেও। বর্তমানে তিনি ‘মন্টু পাইলট’ নামের একটি ওয়েব সিরিজের শুটিংয়ে কলকাতাতে রয়েছেন। সোমবার ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিনও তিনি যখন শুটিংয়ে ব্যস্ত।

ঠিক তখনই কলকাতার শুটিং ইউনিটের মানুষজন মহান একুশে ফেব্রুয়ারির ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটি বাজিয়ে স্বরণ করেন ভাষা শহীদদের। ভিন্ন এক জায়গায় শুটিং শেষ করে হঠাৎ এমন কাণ্ডে তিনি আর নিজেকে ধরে রাখতে পারেননি। শেষমেষ অঝোরে কান্না শুরু করেন। এসময় তাকে বুকে টেনে নেন অন্যান্য সহকর্মীরা। সবাই তাকে মাথায় হাত রেখে সান্ত্বনা দেন।

মিথিলার এমন কান্নার ভিডিওটি ধারণ করেছেন ওয়েব সিরিজটিতে প্রধান চরিত্রে অভিনয় করা সৌরভ। তিনি সেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপলোড করেন। ক্যাপশনে লেখেন, ‘সারারাত শুটিং শেষে ভারত লক্ষ্মী স্টুডিওতে একুশের ভোর। মন্টু পাইলটের টিমের পক্ষ থেকে রইলো শ্রদ্ধা ও ভালোবাসা।’

Check Also

Where Do Health Care Assistants Work? A Comprehensive Guide

Where Do Health Care Assistants Work? A Comprehensive Guide

Health care assistants play a crucial role in the medical field, offering hands-on care to …