বেশ কিছুদিন ধরেই শোবিজ তারকারা এই সমস্যায় ভুগছেন। হঠাৎ করে ফেসবুক প্রোফাইল হয়ে যাচ্ছে ‘রিমেম্বারিং’। অর্থাৎ ফেসবুক জানিয়ে দিচ্ছে, ওই তারকা মারা গেছেন! এবার আলোচিত-সমালোচিত গায়ক মাঈনুল আহসান নোবেলকে মৃত ঘোষণা করলো ফেসবুক।
তার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রবেশ করলেই দেখা যাচ্ছে ‘রিমেম্বারিং’। বিষয়টি নিয়ে বিব্রত গায়ক নিজেও। তাই সহযোগিতা চাইলেন অভিজ্ঞদের কাছ থেকে। নোবেল লিখেছেন, আমার পেজে কিছুদিন যাবত ‘রিমেম্বারিং’ লেখা আসছে। এটা কেন হচ্ছে,
কেউ বলতে পারবেন? যদি লেখাটা কেউ ঠিক করে দিতে পারেন তাহলে একটু জানান। যোগাযোগের জন্য নোবেল তার নিজের হোয়াটসঅ্যাপ নম্বর যুক্ত করে দিয়েছেন পোস্টে। সহযোগিতা চাইলেও নোবেলের পোস্টজুড়ে নেটিজেনদের হাসি-তামাশার মন্তব্যই দেখা গেল।
কেউ তাচ্ছিল্য করে লিখেছেন, আমরা একজন গুণী মানুষকে হারালাম, কেউ লিখেছেন, পরপারে ভালো থেকো, আরেক অনুসারী লিখেছেন, নোবেল ভাইয়ের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। ভাইয়ের চল্লিশায় বিরিয়ানির ব্যবস্থা করা হবে।
Sotto TV We Publish technology, various types of tips, career tips, banking information, methods of earning online