পঞ্চগড়ের বোদা উপজেলায় আগাছানাশক ছিটিয়ে এক কৃষকের দুই বিঘা জমির ধানগাছ নষ্ট করে ফেলার অভিযোগ ওঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
এ ঘটনায় বোদা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগি কৃষক আব্দুস সালাম (৬০)। গত সোমবার দুপুরে উপজেলার বেংহারি বনগ্রাম ইউনিয়নের সাহিমনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আব্দুস সালাম অভিযোগে উল্লেখ করেন, এলাকার প্রভাবশালী লুৎফর রহমান (৫৯) দীর্ঘদিন ধরেই তাকে জমি সংক্রান্ত বিষয়ে হয়রানি করে আসছে। এরই ধারাবাহিকতায় সেদিন অন্যায়ভাবে ধান ক্ষেতে আগাছানাশক ছিটিয়ে ফসলের ক্ষতি করে।
তিনি বলেন, ধানের চারা বড় হয়ে গেছে, কয়দিন পরই শীষ বের হবে। এর মধ্যেই আমার এতবড় ক্ষতি করলো লুৎফর রহমান। আগাছানাশক ছিটানোয় পুরো দুইবিঘা ক্ষেতের ধানগাছ পুড়ে গেছে, প্রায় ৯০ হাজার টাকা আমার খরচ হয়েছিলো এই আবাদে।
এ বিষয়ে অভিযুক্ত লুৎফর রহমান বলেন, ‘এই জমিটা নিয়ে দীর্ঘঘদিন ধরেই বিরোধ চলছে। আদালতে মামলাও ছিলো, আদালত আমার পক্ষে রায় দিয়েছে। কিন্তু জমিটি দখলে নিতে পারতেছেনা, তাই আগাছানাশক স্প্রে করে দখলে নিয়েছি।’
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
Sotto TV We Publish technology, various types of tips, career tips, banking information, methods of earning online