সাকিবের মা ও দুই সন্তান হাসপাতালে ভর্তি

বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসানের মা, শ্বাশুরি, ছোট ছেলে, মেজো মেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। তাদেরকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে রাখা হয়েছে। মা ও শাশুড়ির অবস্থা কিছুটা সংকটপন্ন, সন্তানরা মোটামুটি ভালোই আছেন। সাকিবের পারিবারিক সুত্র বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

জানা গেছে, গত কিছুদিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন সাকিবের মা শিরিন আক্তার। এমিনতেই হার্টের রোগি তিনি। অবস্থা কিছুটা খারাপ হওয়াতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। আগের চেয়ে কিছুটা উন্নতি হলেও এখনো স্বাভাবিক হতে পারেননি শিরিন আক্তার।

এদিকে সাকিবের একমাত্র ছেলে আইজাহ আল হাসান ও মেঝো মেয়ে ইরাম হাসান নিউমোনিয়াতে আক্রান্ত। অন্যদিকে বড় মেয়ে আলাইনা হাসান অব্রি ঠান্ডা জ্বরে ভুগছেন। তিনজনই দাদির সাথে একই হাসপাতালে ভর্তি আছেন। যদিও তাদের অবস্থা অতোটা খারাপ নয়। তবে সাকিবের শাশুড়ি অবস্থা বেশ খারাপ। এমনিতেই ক্যান্সারে আক্রান্ত তিনি। সাকিবের শাশুড়ি ভর্তি আছেন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) এ। ওখানেই তার চিকিৎসা চলছে।

সন্তানদের নিয়ে শিশির যুক্তরাষ্ট্রে বসবাস করেন সাকিব পত্মী শিশির। গত ফেব্রুয়ারিতে শেষ হওয়া বিপিএলের সময় দেশে আসেন তিনি। সাকিব খেলার ফাঁকের অবসর সময়টাতে যুক্তরাষ্ট্র গিয়েই থাকেন। তবে বর্তমানে দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা সফরে ব্যস্ত আছেন এই ক্রিকেটার।

Check Also

Where Do Health Care Assistants Work? A Comprehensive Guide

Where Do Health Care Assistants Work? A Comprehensive Guide

Health care assistants play a crucial role in the medical field, offering hands-on care to …