প’র্নোগ্রাফি ভিডিও সরবরাহকারীর দায়ে ১০ যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার (২৩ মার্চ) সকালে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (২২ মার্চ) রাত সাড়ে ১০টায় নওগাঁর সাপহার বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, সাপাহার উপজেলার বাহাপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে নুর আলম (৩৫), মদনসিং গ্রামের আব্দুল গনির ছেলে সাকিব হাসান (২৯), পিছল মধ্যপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে ইমরান (২২), মানিকুড়া গ্রামের আজিজুল হকের ছেলে কামাল হোসাইন (২৩) ও রাশেদুল হকের ছেলে আরিফুল ইসলাম(২৭), জয়পুর গুচ্ছগ্রামের মোজাফফর রহমানের ছেলে শাহিন আলম (২৬), খুদ রামবাটি (মহিলিপুর) গ্রামের নুর ইসলামের ছেলে মতিউর রহমান (২৮), সৈয়দপুর গ্রামের ফারুক হোসেনের ছেলে রাশেদ মিলন(২৮), বৈদ্যপুর গ্রামের তোজাম্মেল হকের ছেলে আব্দুল মাজেদ (২৮) এবং পত্নীতলা সাড়াইডাঙ্গা গ্রামের লোকমান আলীর ছেলে কাওসার মাহমুদ শান্ত (২৮)।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মাসুদ রানা বলেন, গতকাল মঙ্গলবার রাতে গোপন খবরে পেয়ে অভিযান পরিচালনা করে র্যাবের সদস্যরা। এ সময় উপজেলার সাপাহার বাজার এলাকা থেকে ১২টি সিপিইউ, ১৬টি হার্ডডিস্ক, ১২টি মনিটর, ৪টি মাউস, ৯টি বিভিন্ন ক্যাবল, ৮টি কিবোর্ডসহ প’র্নো’গ্রাফি ভিডিও সরবরাহকারীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে আসামিদের বিরুদ্ধে সাপাহার থানায় প’র্নো’গ্রাফি নিয়ন্ত্রণ মামলা করা হয়।
Sotto TV We Publish technology, various types of tips, career tips, banking information, methods of earning online