শান্তিতে নোবেলজয়ী এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনুসের পদবী নিয়ে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম। তিনি বলেছেন, ড. ইউনূস কিসের ডাক্তার? উনি পশুর ডাক্তার, না মাছের ডাক্তার, না গরুর ডাক্তার? না বাংলাদেশের সর্বনাশের ডাক্তার। রবিবার (১৯ জুন) একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশনে প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ প্রশ্ন করেন শেখ সেলিম।
তিনি বলেন, তিনি (ড. মুহাম্মদ ইউনুস) নাকি শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন। উনি বাংলাদেশের জন্য এখন পর্যন্ত যা করেছেন, দেশের মানুষের পাই পয়সারও ভালো করেননি। শুধু ক্ষতি করে গেছেন।
শেখ সেলিম বলেন, ড. ইউনূস মানুষকে সুদ খাইছেন। তিনি সুদখোর, একজন ঘুষখোর। এদিকে অর্থমন্ত্রীর উদ্দেশে শেখ সেলিম বলেন, উনি (ড. ইউনূস) যে ৬ মিলিয়ন মার্কিন ডলার ক্লিনটন ফাউন্ডেশনে দিয়েছেন, এই টাকা কোত্থেকে দিয়েছেন, তা তদন্ত করুন। এটা মানি লন্ডারিংয়ের টাকা।
তিনি বলেন, বিশ্বব্যাংকের কাছে হিলারিকে নিয়ে ষড়যন্ত্র করেছেন ড. ইউনূস। আমাদের দেশের কিছু বিএনপি নেতা তাদের সঙ্গে ষড়যন্ত্র করেছে। এই স্বপ্নের পদ্মা সেতু না করার ব্যবস্থা করেছে তারা। টরন্টোর আদালতে মামলা করেছে। সেই আদালত বলছে, এখানে কোনো দুর্নীতি হয়নি। ওদের মুখে আজ কালি পড়েছে। এরা বাংলাদেশের বন্ধু নয়, শত্রু।
Sotto TV We Publish technology, various types of tips, career tips, banking information, methods of earning online