যুক্তরাষ্ট্রে ৯ মাস কাটিয়ে দেশে ফিরলেন ঢাকাই চলচ্চিত্রের ‘কিং খান’ শাকিব খান। গতকাল বুধবার (১৭ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এ সময় তাকে ফুল ও স্লোগান দিয়ে অভ্যর্থনা জানায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শত শত ভক্ত। এ সময় বিমানবন্দরে শাকিব খানের প্রাক্তন স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাসকেও দেখা যায়! কারণ তিনি আজ দেশ ছেড়েছেন। গেলেন কলকাতায়।
জানা গেছে, চিত্রনায়িকা অপু বিশ্বাস অভিনীত প্রথম কলকাতার সিনেমা ‘আজকের শর্টকাট’ মুক্তি পাচ্ছে আগামী মাসেই। কণ্ঠশিল্পী নচিকেতার লেখা গল্প নিয়ে সিনেমাটি পরিচালনা করেছেন সুবীর মণ্ডল। আর তাই মুক্তি উপলক্ষে সিনেমাটির প্রচারণায় অংশ নিতেই কলকাতায় যাওয়া নায়িকার। তাই বিমানে উড়তেই এয়ারপোর্টে আসেন তিনি। অপু দেশে ফিরবেন আগামী ২৫ আগস্ট। এর মধ্যে ৫ থেকে ৭ দিন ছেলে আব্রাম খান জয় শাকিব খানের কাছেই থাকবেন।
জয়কে কার কাছে রেখে যাচ্ছেন? কলকাতায় যাওয়ার আগে এমন প্রশ্নে অপু বিশ্বাস বলেন, ‘আজ ছেলের বাবা দেশে ফিরেছ। পাঁচ-সাতদিন তো বাবার কাছেই থাকবে। বাবাকে ওর বেশ পছন্দ। বাবা ফিরবে বলে সেও এক্সসাইটেড। আমার ছেলের এক্সাইটমেন্টকে আমিও বেশ গুরুত্বসহকারে নিই।’
প্রসঙ্গত, কলকাতার নন্দিত গায়ক নচিকেতার লেখা গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘আজকের শর্টকাট’। এটি পরিচালনা করেছেন সুবীর মণ্ডল। সিনেমায় অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন গৌরব চক্রবর্তী। আরও অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, সুমন্ত মুখোপাধ্যায়, চন্দন সেন, শঙ্কর দেবনাথ, রাজশ্রী ভৌমিক, বিশ্বনাথ বসুসহ অনেকেই।
Sotto TV We Publish technology, various types of tips, career tips, banking information, methods of earning online