ব্রেকিং নিউজ: একাধিক চমক দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করলো বিসিবি

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ। বুধবার (১৪ সেপ্টেম্বর) শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৫ সদস্যের দল ঘোষণা করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। এই স্কোয়াডে জায়গা পাননি অভিজ্ঞ অলরাউন্ডার ও সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

অপরদিকে অনেকটা আকস্মিকভাবে বিশ্বকাপ যাত্রায় আছেন নাজমুল হোসেন শান্ত। এ ছাড়া এশিয়া কাপের দলে থাকা মুশফিকুর রহিম টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নেয়ায় এই স্কোয়াডে থাকছেন না। অপরদিকে ইনজুরি কাটিয়ে দলে ফিরছেন আরেক উইকেটরক্ষক নুরুল হাসান সোহান। এবারের

টি-টোয়েন্টি বিশ্বকাপে সাকিব আল হাসানের ডেপুটি হিসেবে থাকছেন তিনি। এছাড়াও এশিয়া কাপের দল থেকে বাদ পড়েছেন তিন ওপেনার এনামুল হক বিজয়, নাইম শেখ এবং পারভেজ হোসেন ইমন। দলে ফিরেছেন ইনজুরির কারণে এশিয়া কাপ না খেলা লিটন দাস, ইয়াসির আলী চৌধুরী রাব্বি এবং হাসান মাহমুদ।

এশিয়া কাপের দল থেকে বাদ পড়েছেন স্পিন বোলিং অলরাউন্ডার শেখ মেহেদী হাসানও। যদিও তাকে স্ট্যান্ড বাই তালিকায় রাখা হয়েছে। এ ছাড়া গত কয়েকদিন মিডিয়ার আলোচনায় থাকা সৌম্য সরকারও আছেন স্ট্যান্ড বাই তালিকায়। এই দুজনের সঙ্গে পেসার শরিফুল ইসলাম ও লেগ স্পিনার রিশাদ হোসেনকেও স্ট্যান্ড বাই তালিকায় রাখা হয়েছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াড- সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান সোহান (সহ-অধিনায়ক ও উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, লিটন দাস, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, নাজমুল হোসেন শান্ত, হাসান মাহমুদ। স্ট্যান্ড বাই- শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, শেখ মেহেদী ও সৌম্য সরকার।

মাহমুদুল্লাহকে ছাড়াই বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা: আসন্ন অক্টোবরে অস্ট্রেলিয়ায় শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। ১৫ সেপ্টেম্বরের মধ্যে দল ঘোষণার সময় নির্ধারণ করেছিলো আইসিসি। তবে সে সময় পার হতে না হতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) টি-টোয়েন্টি বিশ্বকাপের জাতীয় দল ঘোষণা করে।

বুধবার (১৪ সেপ্টেম্বর) মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে বিশ্বকাপের দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

তবে বেশ কয়েকদিন ধরেই বিশ্বকাপ দলের আলোচনায় হট টপিক ছিলেন সাবেক অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। শেষ পর্যন্ত তাকে ছাড়াই ঘোষণা করা হয়েছে বিশ্বকাপের দল।

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড:

লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলি রাব্বি, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ, সাইফউদ্দিন, নাজমুল হোসেন শান্ত, নাসুম আহমেদ।

স্ট্যান্ড বাই: শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, শেখ মাহেদী হাসান ও সৌম্য সরকার

Check Also

Where Do Health Care Assistants Work? A Comprehensive Guide

Where Do Health Care Assistants Work? A Comprehensive Guide

Health care assistants play a crucial role in the medical field, offering hands-on care to …