আনন্দ-উল্লাস করে সাফ জয়ের পর ঢাকার বিভিন্ন সড়ক পার করে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) উদ্দেশ্যে ছুটছিল বাংলাদেশ নারী ফুটবল দলকে বহনকারী ছাদখোলা বাস। বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১টা ৪৫মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নামেন সাবিনা-কৃষ্ণারা। এরপরই বাসে উঠে শিরোপা জয়ের আনন্দে মেতে উঠেন তারা।
তবে এমন উৎসবমুখর দিনেও এসেছে দুঃসংবাদ। রাস্তায় থাকা বিলবোর্ডের সঙ্গে ধাক্কা লেগে মাথায় আঘাত পেয়েছেন ফুটবলার ঋতুপর্ণা চাকমা। তখনই টিম বাস থেকে তাঁকে নামিয়ে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। ঋতুপর্ণার আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু।
তিনি বলেছেন, ‘বাসে করে মতিঝিল যাওয়ার পথে হোটেল রেডিসনের সামনে বিলবোর্ডের কোনায় খোঁচা লেগে মাথায় আঘাত পেয়েছে ঋতুপর্ণা। এরপর টিম বাস থেকে নামিয়ে তাঁকে নামিয়ে সম্মিলিত সামরিক হাসপাতাল- সিএমএইচে নেওয়া হয়েছে। সেখানে মাথায় দুটি সেলাই লেগেছে ঋতুপর্ণার।’
Sotto TV We Publish technology, various types of tips, career tips, banking information, methods of earning online