বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী তিনটি আসরের জন্য ৭ দলের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ রবিবার (২৫ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে ফ্র্যাঞ্চাইজিগুলোর নাম প্রকাশ করে বিসিবি। এদিকে এবারের তালিকায় সবচেয়ে বড় চমক বিপিএলের অন্যতম সফল দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সাবেক ফ্র্যাঞ্চাইজি আকতার গ্রুপের দল না পাওয়া। এছাড়া সাকিব আল হাসানের প্রতিষ্ঠান মোনার্ক মার্ট বিপিএলের দল কিনতে আগ্রহ প্রকাশ করলেও তালিকাভূক্ত হয়নি।
এবার বিপিএলে দল পায়নি বেক্সিমকো গ্রুপও। আগের আসরের মতো এবারও রাজশাহী থেকে কোনো দল খেলবেনা বিপিএলে। তবে কয়েক আসর পর আবারো বিপিএলে ফিরেছে বসুন্ধরা গ্রুপ। তারা সংপুরের ফ্র্যাঞ্চাইজি হিসেবে দায়িত্ব পেয়েছে।
বিপিএলের আগামী আসর শুরু হওয়ার কথা ২০২৩ সালের ৩ জানুয়ারি। পরের দুই আসরেও মালিকানায় থাকবে এই প্রতিষ্ঠানগুলো।
বিপিএলের মালিকানা পেল যেসব প্রতিষ্ঠান-
ফরচুন বরিশাল স্পোর্টস লিমিটেড (বরিশাল), মাইন্ডট্রি লিমিটেড (খুলনা), প্রগতি গ্রীন অটো রাইস মিল লিমিটেড (ঢাকা), ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেড (সিলেট), টগি স্পোর্টস লিমিটেড, বসুন্ধরা গ্রুপ (রংপুর), ডেল্টা স্পোর্টস লিমিটেড (চট্টগ্রাম), কুমিল্লা লিজেন্ডস লিমিটেড (কুমিল্লা)।
Sotto TV We Publish technology, various types of tips, career tips, banking information, methods of earning online