কোটা সংস্কার আন্দোলন ও গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তী সরকার। ইতোমধ্যে কাজ শুরু করেছেন নতুন সরকারের উপদেষ্টারা। তবে ইতোমধ্যেই বেশিকিছু রাজনৈতিক দলগুলো অস্থির হয়ে হয়ে উঠেছে। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন মালয়েশিয়ায় অবস্থানরত দেশের জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী।
মঙ্গলবার (১২ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি লিখেছেন, উপদেষ্টাগণ দিনরাত এক করে কাজ করে যাচ্ছেন। সমন্বয়করা আহতদের খোঁজ রাখতে হাসপাতালে দৌড়াচ্ছেন৷ আর একদল আছে তাদের দাবি-দাওয়া নিয়ে।
তিনি আরো লিখেছেন, গত ১৫ বছর তো কথাও বলতে পারেননি। আর এখন ১৫ দিনেই অস্থির হয়ে যাচ্ছেন?ওনারা রোবট নন। ওনাদের সময় দিন। অধৈর্য হবেন না। আস্থা রাখুন।
Sotto TV We Publish technology, various types of tips, career tips, banking information, methods of earning online