জনপ্রিয় ইসলামি আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারীর ইউটিউব চ্যানেল হ্যাক হয়েছে। মাওলানা আজহারির টিম সোমবার (৭ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে চ্যানেলটির নিয়ন্ত্রণ হারিয়েছে বলে জানা গেছে ।
ইউটিউব চ্যানেল হ্যাকের বিষয়টি মঙ্গলবার সকালে মালয়েশিয়া থেকে নিশ্চিত করেছেন মিজানুর রহমান আজহারির মিডিয়া ম্যানেজার সাঈদ হক।
তিনি বলেন, প্রথমে ইউটিউব চ্যানেলটি হ্যাক করা হয়। এরপর চ্যানেলে কিছুক্ষণ ক্রিপ্টোকারেন্সির লাইভ দেয়া হয়। পরে চ্যানেলটি প্রাইভেট করে রেখেছেন হ্যাকাররা।
বর্তমানে চ্যানেলের কোনো নিয়ন্ত্রণ আজহারী কিংবা তার টিমের কারো হাতে নাই বলেও নিশ্চিত করেন সাঈদ হক। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।
ইউটিউবে অসংখ্য ভক্ত রয়েছে মাওলানা আজহারীর। সেখানে নিয়মিত তার বয়ান আলোচনা আপলোড করা হয়। নিয়মিত লাইভ প্রশ্ন-উত্তর পর্ব অনুষ্ঠিত হয়। অনেকেই তার কাছে সমসাময়িক বিভিন্ন বিষয়ে জানার জন্য করেন।
Sotto TV We Publish technology, various types of tips, career tips, banking information, methods of earning online