একদিন সন্তানদের বলব আমি মেসির বিপক্ষে খেলেছিলাম: ভার্ডিওল

চলতি কাতার বিশ্বকাপের অন্যতম সেরা ডিফেন্ডার হিসেবে নিজের জাত চিনিয়েছেন ২০ বছর বয়সী ক্রোয়েশিয়ার ডিফেন্ডার জাস্কো ভার্ডিওল। সেমিফাইনালে আর্জেন্টিনার অধিনায়ক মেসিকে সামলানোর দায়িত্বটা তার কাছে ছিল বলা চলে। কিন্তু তাকেই কিনা ঘোল খাওয়ালেন ৩৫ বছর বয়সী মেসি। মেসির বাঁ পায়ের জাদুর কাছে ভার্ডিওল খেই হারালেন দলও খেয়ে বসে তৃতীয় গোল।

এদিকে মেসির দারুণ সেই অ্যাসিস্ট থেকে গোল করেন আলভারেজ। কিন্তু মেসির কাছে এভাবে নাকানিচুবানি খেয়েও যেন মেসি স্তুতি এতটুকু কমেনি তার। বরং নিজের ভবিষ্যৎ প্রজন্মকে মেসির বিপক্ষে খেলার এই ঐতিহাসিক স্মৃতি মনে করিয়ে দিয়ে আনন্দের হাসি হাসবেন বলে জানালেন ভার্ডিওল।

সেই ম্যাচ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন বলে জানায় গোলডটকম। ভার্ডিওল ম্যাচ শেষ হওয়ার একদিন পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার এক পর্যায়ে বলেন, একদিন আমি সন্তানদের বলব, আমি মেসির বিপক্ষে খেলেছিলাম। এছাড়াও মেসির কাছে এবার হার মানলেও পরবর্তী মোকাবেলায় মেসিকে হারানোর পণও করেন তিনি।

ভার্ডিওল বলেন, আমি তার বিপক্ষে এর আগেও খেলেছি। কিন্তু সে আর্জেন্টিনার জার্সি পরে যেন ভিন্ন এক খেলোয়াড় হয়ে গেছে। তবে পরবর্তী মোকাবেলায় তাকে আমি হারাবোই আশা করি। এদিকে দলের এমন হারের পরেও তার বিশ্বকাপের সেরা ইয়াং ফুটবলার হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বিশ্বকাপ জয়ের মেডেল পেতেই বেশি উৎসাহী ছিলেন ভার্ডিওল।

এ সময় তিনি বলেন, হয়তো আমি সেরা ইয়াং ফুটবলারের পুরস্কার পেতে পারি কিন্তু মেডেল নিয়ে বাড়ি ফেরাটাকেই বেশি অগ্রাধিকার দিয়েছিলাম আমি। অন্য সবার মতো নিজের ভুলগুলো শুধরে তৃতীয় নির্ধারণী ম্যাচে ভালো করার প্রত্যয় এই ২০ বছর বয়সী ডিফেন্ডারের কণ্ঠে। এমন কোন ফুটবলার নেই যে ভুল করে না, বিশেষ করে ডিফেন্ডাররা। খেলার ভেতর ভুল থাকবেই। আমি চেষ্টা করব সেই ভুলগুলো দ্রুতই শুধরে ভালো করতে।

About admin

আমার পোস্ট নিয়ে কোন প্রকার প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন অথরা মেইল করতে পারেন admin@sottotv.com এই ঠিকানায়।