ভারত থেকে খুনি এনে হত্যা করা হয়েছে সালমান শাহকে: মা নীলা চৌধুরী

ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা এক উজ্জ্বল নক্ষত্রের নাম সালমান শাহ। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর না ফেরার দেশে পাড়ি জমান তিনি। ধূমকেতুর মতো আবির্ভাব হওয়া এ তারকা অল্প দিনের ক্যারিয়ারেই জায়গা করে নিয়েছিলেন সব শ্রেণিপেশার দর্শক হৃদয়ে। স্বল্প সময়ের ক্যারিয়ারে সফলতা পেয়েছিলেন যেমন, একইসঙ্গে আবার অনেক ব্যবসা সফল সিনেমাও উপহার দিয়েছিলেন এ তারকা।

অভিনয় দক্ষতা, স্টাইল ও ফ্যাশন সচেতনতার জন্য দর্শকহৃদয়ে এখনো অবস্থান নায়ক সালমান শাহর। মাত্র ২৫ বছর বেঁচে ছিলেন তিনি। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানী ঢাকার ইস্কাটনে নিজ বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। এ খবর প্রকাশ্যে আসার পর চাঞ্চল্যের শুরু হয় দেশজুড়ে। আর প্রিয় নায়ককে হারানোর বেদনা এখনো কাঁদিয়ে বেড়ায় লাখো ভক্তকে।

এদিকে সালমান শাহর মৃত্যুর ২৮ বছর হলো শুক্রবার (৬ সেপ্টেম্বর)। দীর্ঘ এই সময়েও তার মৃত্যু নিয়ে রয়ে গেছে রহস্য। ২০২০ সালের ফেব্রুয়ারিতে রাজধানীর ধানমণ্ডিতে পিবিআইয়ের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদার জানান, সালমান শাহ আত্মহত্যা করেছেন। তাকে খুন করা হয়নি। চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে বেশ ভালো সম্পর্কের কারণে স্ত্রী সামিরার সঙ্গে দাম্পত্য কলহ থেকেই আত্মহত্যা করেছেন এ নায়ক।

তবে সালমান শাহ আ ত্মহত্যা করেছেন―এ কথা মানতে নারাজ অভিনেতার মা নীলা চৌধুরী। মামলাটি পুনরুজ্জীবিত করে ফের ছেলে হত্যার বিচার দাবি করেছেন তিনি। নীলা চৌধুরীর দাবি, তার ছেলে আত্মহত্যা করেনি। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সম্প্রতি লন্ডন থেকে একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানালেন সালমান শাহর মা।

নীলা চৌধুরী বলেন, সালমান শাহ আ ত্ম হ ত্যা করেনি। এ হত্যার বিচার প্রয়োজন। আজিজ মোহাম্মদ ভাইকে দেশে ফিরিয়ে আনা হোক। আগে একটা মাফিয়ার আন্ডারে ছিলাম। এখন আমরা মুক্ত। আমরা বলতে চাই, আমি কথা বলব।

তিনি বলেন, আমাকে একজন জানান, আমাকে পৃথিবী থেকে উঠিয়ে দেয়ার একটি পরিকল্পনা করা হয়েছে অথবা গুম করা হবে আমাকে। তখন বলি মানুষকে আবার গুম করে কীভাবে? ওই সময় তো গুম সম্পর্কে জানতাম না। এখন বুঝছি যে গুম হচ্ছে আয়নাঘর। অনেক সময় দলের অনেক বড় বড় নেতাদের দেখতাম। তারা হঠাৎ করেই আমার বাসায় চলে আসতো। একদিন বিষয়টি খটকা লাগে আমার কাছে। তারা কেন আমার বাসায় এত আসে?

অভিনেতার মা বলেন, তখন একদিন হাসান মাহমুদকে আমি বলি, যখন-তখন কেন চলে আসো? তো তিনি বলে যে আপা একটু চা খেতে আসি। তাকে বলি যে, আমি এসব পছন্দ করি না।

এছাড়া সালমান শাহর হত্যার ব্যাপারে তার স্ত্রী সামিরা সম্পর্কে নীলা চৌধুরী বলেন, সামিরা তিনটি বিয়ে করল। সে যে খারাপ তা প্রমাণ হয়ে গেছে। একটি ঘরে থাকতে পারেনি সে। তার বাবাও অনেক কিছু করেছে। ইদানিং তাদের দেখা যাচ্ছে না। তার মা, সে সালমান শাহ হত্যা মামলার আসামি। অথচ একটা আসামিকেও কখনো জিজ্ঞাসাবাদ করা হলো না। তাদের আটক করা হলো না। হত্যা মামলার আসামি হলে তো সঙ্গে সঙ্গে আটক করা হয়। এরপর আইন যা বলবে তাই হবে। কিন্তু তা হয়নি।

পিবিআই প্রধান বনজ কুমার সম্পর্কে নীলা চৌধুরী বলেন, তাদের সঙ্গে বনজ কুমারের সম্পৃক্ততা ছিল। এই বনজ কুমারকে তারা অনেক টাকা দিয়েছে। সুকুমার রঞ্জন একজন সংসদ সদস্য ছিলেন, তিনি একজন ভারতীয় এজেন্ট, ‘র’। তিনি আমাকে হুমকি দিয়েছিলেন। সালমান শাহ মৃত্যুর পর আমরা জেনেছিলাম যে, ভারতীয় কাউকে ভাড়া করে এনে সালমান শাহকে হত্যা করিয়েছে তারা।

উল্লেখ্য, ১৯৭০ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটে জন্মগ্রহণ করেন সালমান শাহ। তার প্রকৃত নাম ছিল শাহরিয়ার চৌধুরী ইমন। বাবা কমর উদ্দিন চৌধুরী ও মা নীলা চৌধুরী। ক্যারিয়ারের শুরুতে ছোটপর্দায় কাজ করেছেন সালমান শাহ। ‘আকাশ ছোঁয়া’, ‘দোয়েল’, ‘সব পাখি ঘরে ফেরে’, ‘সৈকতে সারস’, ‘নয়ন’ ও ‘স্বপ্নের পৃথিবী’ নাটকে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি অনেক বিজ্ঞাপনও করেছেন।

এ তারকার সবশেষ সিনেমা ছিল ‘বুকের ভেতর আগুন’। তার সঙ্গে জুটি বেঁধে সবচেয়ে বেশি ১৩টি সিনেমায় অভিনয় করেছেন চিত্রনায়িকা শাবনূর।

Элегант Спин Казино вулкан делюкс игровой трон развлечений. Фортуна Кристалл Казино вулкан россия автоматы королевские игроки клуб. Легендарный Беттинг Казино vulkan vegas​ игровой поток центр. Корона Спина Казино казино вулкан игровой мир фортуны. Супер Казино Бет вулкан старс бонус​ игровой трон развлечений. Виват Казино Бет вулкан миллион​ фортуна онлайн платформа. Бриллиантовый Беттинг Казино Lev casino зеркало фортуна звезда зал. Фантазия Удачи Казино Lev casino зеркало династия фортуны зал. Виктория Спин Казино Лев казино фортуна клуб развлечений. Лунный Шанс Казино casino Lev зеркало ночной фортун зал. Платиновый Шанс Казино Lev casino официальный сайт оникс фортуны зал. Империя Удачи Казино Лев казино официальный сайт корона фортуны центр. Премиум Спин Казино азино три топора мир фортуны развлечений. Легендарный Беттинг Казино азино 777 три топора игровой поток центр. Гранд Геймс Казино азино777 играть на деньги фортуна лайт зал. Премиум Спин Казино azino777​ фортуна свет зал. Энергия Игры Казино азино мобайл магнит фортуны зал. Бриллиантовый Беттинг Казино азино мобайл фортуна звезда зал. Звёздный Флэш Казино 1 win зеркало света империя развлечений. Люксовый Джекпот Казино ван вин игровой двор фортуны. Королевский Шанс Казино onewin​ нирвана фортуны зал. Фантазия Ставок Казино 1win казино розыгрыши звёзд клуб. Эксклюзив Беттинг Казино 1win сайт игровой олимп развлечений. Галактический Беттинг Казино 1вин эволюция центр игр. Фантазия Удачи Казино игровые автоматы играть бесплатно фортуна гранде зал. Лунный Шанс Казино игровые автоматы империал фортуны зал. Звёздный Флэш Казино игровые автоматы играть бесплатно фортуна вечер зал. Бессмертный Беттинг Казино игровые автоматы демо золотые игры центр. Бриллиантовая Рулетка Казино игровые автоматы бесплатно игровая вершина центр. Элитные Ставки Казино игровые автоматы бесплатно фортуна свет зал. Espace Communication Instantanée cocochat partage enrichi. Espace Communication Live cocochat rencontre flexible. Espace Interaction Instantanée coco fr discussion efficace. Plateforme Rencontre Live cocochat discussion intuitive. Hub Communication Interactive coco chat échange rapide.

Check Also

Where Do Health Care Assistants Work? A Comprehensive Guide

Where Do Health Care Assistants Work? A Comprehensive Guide

Health care assistants play a crucial role in the medical field, offering hands-on care to …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *