চলতি কাতার বিশ্বকাপ শুরুর আগে থেকেই ইঞ্জুরির তালিকা লম্বা হতে থাকে আর্জেন্টিনার। প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে হেরে হতাশা আরও বাড়ে দলটির। এবার আরও এক দুঃসংবাদ পেতে হচ্ছে দলটিকে। লিওনেল মেসি পায়ের পেশিতে ব্যথা অনুভব করছেন। তাকে নিয়ে শঙ্কায় রয়েছে দলের অন্যন্য সদস্যরাও।
আগামীকাল শনিবার বাংলাদেশ সময় রাত ১টায় নিজেদের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর মুখোমুখি হবে আর্জেন্টিনা। মাঠে নামার আগেই মেসির ইনজুরির সংবাদ নিশ্চয়ই ভালো কিছু নয় দলের জন্য। যদিও আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘মুন্ডো আলবিলেস্তে’ ভালো খবরও দিয়েছে।
তাদের প্রতিবেদন বলছে, পেশির ব্যথা নিয়ে ইতোমধ্যে কাজ করে যাচ্ছেন মেসি। খেলতে পারবেন পরবর্তী ম্যাচেও। গতকাল অনুশীলন চলাকালীন এই ব্যথা অনুভব করেন মেসি। যা নিয়ে দলের মধ্যকার অস্বস্তি চলছে।
এদিকে আর্জেন্টাইন সংবাদমাধ্যমটি বলছে, পিএসজিতে থাকাকালীনও একই সমস্যায় ভুগেছেন মেসি। তবে খেলে গেছেন জাতীয় দলের হয়ে। ব্যথা যদি খারাপ পর্যায়ে না যায় তবে ম্যাচ খেলা নিয়ে সমস্যা নেই পিএসজির এই সুপারস্টারের।
মেসির মাঝে এমন জাদু আছে যার মাধ্যমে সে অনেক কিছুই করতে পারে: মেক্সিকান গোলরক্ষক
চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে ২-১ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল আর্জেন্টিনাকে। এরপর অবশ্য নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামীকাল শনিবার ২৬ নভেম্বর দিবাগত রাত ১টায় মেক্সিকোর বিপক্ষে মাঠে নামবে লিওনের মেসির দল।
এদিন হারলেই এক প্রকার ছিটকে পড়তে হবে কাতার বিশ্বকাপের আসর থেকে। এমন অবস্থায় অবশ্য মেক্সিকান গোলরক্ষক গুইলারমো ওচোয়া ব্যস্ত মেসির প্রশংসায়। সঙ্গে জানালেন নিজেদের প্রস্ততির কথাও।
এদিকে ওচোয়া বলেন, ‘মেসির মাঝে এমন জাদু আছে যার মাধ্যমে সে অনেক কিছুই করতে পারে। এমনকি ম্যাচের অবস্থা এক মিনিটেও সে সমাধান করতে পারে, একটি গোলের মাধ্যমে। আমাদের জন্য এটি একটি সুন্দর এবং কঠিন চ্যালেঞ্জ হবে। যদিও আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে এবং আমাদের লড়াই দেখানোর জন্য প্রস্তুত রয়েছি।’
এর আগে মেক্সিকো চলতি বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচে পোল্যান্ডের সাথে ০-০ গোলে ড্র করে এক পয়েন্ট অর্জন করেছিল। অন্যদিকে লিওনেল মেসির আর্জেন্টিনা প্রথম ম্যাচ হেরে কোনো পয়েন্ট ছাড়াই টেবিলে অবস্থান করছে।
যে কারণে আগামীকাল শনিবারের ম্যাচটি আলবিসেলেস্তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ম্যাচ হতে যাচ্ছে। কেননা ম্যাচটি হারলেই খেলা হবে না কাতার বিশ্বকাপের শেষ ১৬ রাউন্ড।
মাঠে বসে আর্জেন্টিনার জয় দেখতে কাতার যাচ্ছেন মেসি ভক্ত সাকিব
চলতি কাতার বিশ্বকাপের খেলা দেখতে বাংলাদেশের সাবেক ও বর্তমান অনেকেই ছুটছেন। ইতিমধ্যে আজ শুক্রবার ২৫ নভেম্বর অনুষ্ঠিত প্রিয় দল ব্রাজিলের খেলা সরাসরি কাতারের লুসাইল স্টেডিয়ামে বসে উপভোগ করেছেন ওয়ানডে ক্রিকেটের অধিনায়ক তামিম ইকবাল।
শুধু তিনিই নন, প্রিয় দল ও খেলোয়াড়ের খেলা দেখতে দেশের সাবেক ও বর্তমান অনেক ক্রিকেটারই ছুটে গেছেন কাতারে। বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানও তাদের মধ্যে একজন।
এদিকে তামিমের মত তিনি ব্রাজিল ভক্ত নন। তিনি আর্জেন্টিনা ও লিওনেল মেসির খেলা দেখতে সেখানে যাবেন। বর্তমানে সাকিব আবুধাবি টি-১০ লিগে খেলছেন।
এদিকে আর্জেন্টিনার খেলা দেখতে তিনি আমিরাত থেকে যাবেন কাতারে। আগামীকাল শনিবার ২৬ নভেম্বর রাত ১ টায় মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ তিনি গ্যালারিতে বসেই দেখবেন।
Sotto TV We Publish technology, various types of tips, career tips, banking information, methods of earning online