স্বামীর কুকীর্তি ধরতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ফেক অ্যাকাউন্ট খোলেন স্ত্রী। এরপর পরিকল্পনা অনুযায়ী, স্বামীর সঙ্গে শুরু করেন প্রেম। বিপত্তি ঘটে দেখা করার দিন। সেদিন ফেসবুক প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে স্বামী দেখেন তাঁর স্ত্রী বসে আছেন। এমন ঘটনা ঘটেছে ভারতের মুর্শিদাবাদের ডোমকল বাসস্ট্যান্ডে।
ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়, ওই স্বামীর নাম বিক্রম মণ্ডল (৪০)। তাঁর বাড়ি পশ্চিমবঙ্গের ডোমকলের মোমিনপুরে। তিনি মাছের ব্যাবসায়ী। তাঁর দুই ছেলে কেরালায় শ্রমিকের কাজ করেন।
অভিযোগ, একাধিক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল বিক্রমের। তা নিয়ে সংসারে অশান্তিও হয়। এরপর স্বামীকে শায়েস্তা করতেই ফেসবুক অ্যাকাউন্ট খোলেন বিক্রমের স্ত্রী। স্বামীর অ্যাকাউন্টে পাঠান ফ্রেন্ড রিকোয়েস্ট। সেটা গ্রহণ করতেই ম্যাসেঞ্জারে চ্যাটিং শুরু। এক পর্যায়ে স্বামীকে প্রেম ও বিয়ের প্রস্তাব দেন বধূ। এরপর দেখা করার প্রস্তাব দেন বিক্রম। তবে তিনি ভাবতেও পারেননি তাঁর সঙ্গে কী ঘটতে চলেছে।
এক সময়ে না দেখা প্রেমিকার ডাকে সাড়া দিয়ে বিয়ের জন্য ব্যাগপত্র গুছিয়ে গত বৃহস্পতিবার দুপুরে চলে আসেন ডোমকল বাসস্ট্যান্ডে। আসেন ফেসবুকের প্রেমিকাও। নির্ধারিত জায়গায়ে এসে প্রেমিক স্বামী দেখেন পিছন ফিরে যিনি বসে আছেন তিনি আর কেউ নন তাঁর স্ত্রী। এদিকে এই পরিকল্পনার কথা আগেই ওই নারী তাঁর ভাইদের জানিয়েছিলেন। তাঁরা এসে বিক্রমকে বেধড়ক মারধর করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।
ফেসবুকের মাধ্যমে মিলল ৫৭ বছর আগে হারানো বিয়ের ভিডিও
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের কল্যাণে অনেকে পুরাতন বন্ধুকে খুঁজে পান, অনেকে আবার হারিয়ে যাওয়া বস্তু ফিরে পান। তাই বলে পাঁচ দশক আগে হারিয়ে যাওয়া কিছু ফিরে পাওয়া সত্যিই অবাক করা।
মার্কিন সংবাদমাধ্যম ইউপিআই জানায়, এক দম্পতি বিয়ের ৫৭ বছর পর ফেসবুকের কল্যাণে হারানো ভিডিও খুঁজে পেয়েছেন। আইলিন টার্নবুল ও বিল টার্নবুল নামের ওই দম্পতি ১৯৬৭ সালে স্কটল্যান্ডে বিয়ে করেছিলেন। বিয়ের পর তাঁরা অস্ট্রেলিয়ায় বসবাস শুরু করেন।
বিয়ের পর অস্ট্রেলিয়া চলে যাওয়ায় আয়োজনের ভিডিও হারিয়ে ফেলেন টার্নবুল দম্পতি। সম্প্রতি একটি ফেসবুক গ্রুপের মাধ্যমে ৫৭ বছর আগের বিয়ের ভিডিও খুঁজে পান তাঁরা।
ভিডিওটি খুঁজে পাওয়ায় অবদান স্কটল্যান্ডের অ্যাবারডিনের বাসিন্দা টেরি চেইনের। তাঁর সংগ্রহে অসংখ্য ভিডিও অর্থাৎ ফিল্ম রিল রয়েছে। এর অধিকাংশ তাঁর নিজের ধারণ করা। টেরি জানান, তিনি এ বছর এপ্রিলে তাঁর সংগ্রহশালায় থাকা ফিল্ম ডিভিডিতে স্থানান্তরের সিদ্ধান্ত নেন। তখন তিনি দেখতে পান, ফিল্ম রিলে বিয়ের একটি ভিডিও আছে। কিন্তু বর-কনেকে চেনেন না টেরি।
পরবর্তীতে ফিল্ম থেকে একটি স্থিরচিত্র নিয়ে স্থানীয় একটি ফেসবুক গ্রুপে পোস্ট করেন টেরি চেইন। এরপর কেটে যায় ছয় মাস। ফেসবুক গ্রুপটির কেউ এই দম্পতির পরিচয় সম্পর্কে জানেন না। সম্প্রতি ছবিটি অ্যাবারডিনের মাস্ট্রিক এলাকার স্থানীয়দের একটি ফেসবুক গ্রুপে শেয়ার করা হয়। এরপরই ছবিটি আইলিন টার্নবুলের নজরে আসে।
অস্ট্রেলিয়ার ব্রিসবেনে বসবাসকারী ৭৭ বছর বয়সী আইলিন জানান, তিনি ফেসবুক গ্রুপটিতে নিজের বিয়ের ছবি দেখতে পান। ফেসবুক গ্রুপে তাঁদের বিয়ের ছবি পাওয়া কথা স্বামী বিলকে (৭৭) জানান।
ফেসবুক গ্রুপে বিয়ের ছবিটি দেখে টেরিকে মেসেজ দেন তিনি। এরপর বিয়ের হারিয়ে যাওয়া ভিডিও ৫৭ বছর পর ফিরে পান আইলিন-বিল। এত বছর পর বিয়ের ভিডিও খুঁজে পেয়ে ভীষণ উচ্ছ্বাস প্রকাশ করেন এই দম্পতি।
Sotto TV We Publish technology, various types of tips, career tips, banking information, methods of earning online