বীরকে কোরআনের হাফেজ বানাতে চান শাকিব

শাকিব খান ও শবনম বুবলীর সন্তানের ইস্যু এখন ‘টক অব দ্য কান্ট্রি’। মূলত গত ২৭ সেপ্টেম্বর বুবলী তার ভেরিফায়েড ফেসবুক পেজে বেবি বাম্পের দুটি ছবি পোস্ট করে এই আলোচনার জন্ম দেন। এর দুদিন পরই আবার বুবলীর পোস্টেই রহস্য উন্মোচিত হয়। সামনে আনেন তাদের পুত্র শেহজাদ খান বীরকে।

ছেলে শেহজাদ খান বীরের কথা প্রকাশ্যে এনে দীর্ঘদিনের গুঞ্জন স্বীকার করে নিয়েছেন এরমধ্যে দিয়ে বাবা হিসেবে শাকিব খানের দায়িত্ব আরও বেড়ে গেল। কারণ প্রথম সন্তান আব্রাম খান জয় বর্তমানে মা অপু বিশ্বাসের সঙ্গে থাকেন। সে বসুন্ধরার ইন্টারন্যাশনাল স্কুলের (আইএসডি) প্লে গ্রুপে পড়ছে। তাই দ্বিতীয় সন্তানের পড়াশোনা

নিয়ে বেশ চিন্তিত শাকিব খান। শাকিব খান ও শবনম বুবলীর একমাত্র সন্তান শেহজাদ খান বীরের বয়স এখন আড়াই বছর। তাই তার বাবা শাকিব খান চান তাদের সন্তান কোরআনের হাফেজ হোক। কারণ বড় ছেলে জয় ইতিমধ্যে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করছেন। ছেলের বয়স পাঁচ বছর হলেই তাকে মাদ্রাসায় ভর্তি করার পরিকল্পনা আছে বলে জানিয়েছেন শাকিব খান ও শবনম বুবলীর দুজনের ঘনিষ্ঠ একটি সুত্র।

যদিও তাদের সন্তানের আগামী শিক্ষা জীবন নিয়ে এখনো সরাসরি কোনো মন্তব্য মন্তব্য করেননি এই তারকা দম্পতি। ২০২০ সালের ২১ মার্চ বুবলীর কোলজুড়ে আসে শেহজাদ। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ড জ্যুইশ মেডিকেল হাসপাতালে জন্ম হয় শেহজাদের। সন্তানসম্ভবা হলে ২০২০ সালের জানুয়ারিতে এমিরেটস এয়ারলাইনসের একটি উড়োজাহাজে চড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান বুবলী।

৯ মাস মিডিয়া ও ক্যামেরার সামনে আসেননি তিনি। তবে অন্তঃসত্ত্বা অবস্থায় ‘বীর’ সিনেমার গানের দৃশ্যে অংশ নেন বুবলী। সেখানে নাচের অনেক দৃশ্য থাকলেও বুবলীকে সেভাবে উপস্থাপন করাই হয়নি। ওই সিনেমা মুক্তি পেলেই বুবলী অন্তঃসত্ত্বা বলে গুঞ্জন ওঠে। যদিও সেই সময় বিষয়টি এড়িয়ে যান এ নায়িকা।

হু হু করে বাড়ছে বীরের লাইক-ফলোয়ার

সম্প্রতি বাবা-মা হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা জুটি শাকিব খান-বুবলী। আড়াই বছর আগে তাদের ঘর আলো করে এসেছে ছোট্ট রাজপুত্র শেহজাদ খান বীর। অবশেষে ছেলেকে প্রকাশ্যে এনেছেন তারা। পাশাপাশি শেহজাদের জন্য অনুরাগীদের কাছে দোয়া চেয়েছেন তার বাবা-মা। এদিকে প্রকাশ্যে এসেই তারকাবনে গেছেন বীর।

সন্তানের ছবি ও তার পিতৃপরিচয় প্রকাশ করার দিনেই ছেলের (শেহজাদ খান বীর) নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পেজ চালু করলেন আলোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। আর তারপর থেকেই তার পেজে হু হু করে বাড়ছে লাইক-ফলোয়ার। ইতোমধ্যে পেজটিতে ৬২

হাজার লাইক ও ৬৯ হাজার ফলোয়ার ছাড়িয়েছে। গতকাল রোববার (২ অক্টোবর) দুপুরে বুবলী তার ভেরিফায়েড ফেসবুক পেজে ছেলের নতুন দুটি ছবি পোস্ট করেছেন। ছবিতে নীল পাঞ্জাবি, ধূসর কটি ও টুপি পরা লুকে নেটিজেনদের নজরে কেড়েছে ছোট্ট বীর। বুবলী লিখেছেন, আমার ছেলেকে নিঃশর্তভাবে ভালোবাসার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।

দয়া করে, তাকে আপনাদের প্রার্থনায় রাখবেন। উল্লেখ্য, গত শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে ছেলের ছবি প্রকাশ করে বুবলী লেখেন, আমরা চেয়েছি একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন, সেই সুখবরটি জানানোর জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হয়নি।সন্তানের জন্য দোয়া চেয়ে তিনি লিখেছেন, শেহজাদ খান বীর, আমার এবং শাকিব খানের সন্তান।

আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি। এর আগে ২০২০ সালের ২১ মার্চ আমেরিকার একটি হাসপাতালে ছেলে বীরের জন্ম দেন বুবলী। ওই বছরের জানুয়ারিতে তিনি গোপনে দেশ ছাড়েন। ফিরে আসেন প্রায় এক বছর পর। এসে জানান, অভিনয়ের জন্য একটি কোর্স করতে আমেরিকা গিয়েছিলেন তিনি। কিন্তু ওই সময় গুঞ্জন উঠেছিল, সন্তান জন্ম দিতেই আমেরিকা গিয়েছিলেন বুবলী।

Check Also

Where Do Health Care Assistants Work? A Comprehensive Guide

Where Do Health Care Assistants Work? A Comprehensive Guide

Health care assistants play a crucial role in the medical field, offering hands-on care to …