নোয়াখালীর সেনবাগে বন্যার পানি ঘরে ঢুকে পড়ায় আইপিএসের মেশিন সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাকন কর্মকার (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ মোহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কাকন কর্মকার উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের হারাধন কর্মকারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক দিনের টানা বৃষ্টি ও ফেনীর মুহুরী নদীর পানি নোয়াখালী ঢুকে বন্যার সৃষ্টি হয়।
এরপর অতি বৃষ্টির কারণে নিহত কাকনের বসতঘরে পানি উঠে যায়। এরপর বুধবার সন্ধ্যার দিকে আইপিএস মেশিন সরাতে গিয়ে অসাবধনাবসত বৈদ্যুতিক তারে জড়িয়ে ঘটনাস্থলেই কাকনের মৃত্যু হয়।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হবে।
Sotto TV We Publish technology, various types of tips, career tips, banking information, methods of earning online