দলের জন্য মসজিদে গিয়ে প্রার্থনা করলেন ব্রাজিল কোচ

কোথাও গেলে ব্রাজিল কোচ তিতের একটি অলিখিত নিয়ম রয়েছে, তিনি সেখানকার নামকরা ধর্মীয় স্থাপনা খোঁজেন। সেই স্থাপনায় গিয়ে প্রার্থনা করেন দলের জন্য, দলের সাফল্যের জন্য। লাতিন আমেরিকার অন্যতম ফুটবল পরাশক্তির দেশটি নিজেদের হেক্সা মিশনে কাতারে অনুষ্ঠেয় ফিফা বিশ্বকাপের ২২তম আসরে গেছে। যেখানে নেইমার-রিচার্লিসনদের কোচ তিতে এবার দলের সাফল্য কামনায় গেছেন কাতারের মসজিদে। খবর ব্রাজিলের গণমাধ্যম গ্লোবো স্পোর্তের।

গতকাল বুধবার ২৩ নভেম্বর ওই গণমাধ্যমটি এক প্রতিবেদনের মাধ্যমে এই তথ্য জানিয়েছে। ওই প্রতিবেদনের ছবিতে দেখা যায়, আরব সংস্কৃতির ঐতিহ্যবাহী সাদা আলখাল্লা পরিহিত কাতার সরকারের এক কর্মকর্তার সঙ্গে ব্রাজিল কোচ মসজিদ থেকে বের হয়ে আসছেন। এ সময় তার সঙ্গে নিরাপত্তা কর্মকর্তা ছাড়াও দলের কয়েকজন কর্মকর্তা ছিলেন।

সেই প্রতিবেদনে বলা হয়েছে, ‘মাত্র ১০ মিনিট মসজিদে ছিলেন ব্রাজিল কোচ তিতে। তবে মসজিদে যাওয়ার উদ্দেশ্য নিয়ে কিছু বলেননি সেলেসাও কোচ। মসজিদের অবস্থান সম্পর্কে বলা হয়েছে, দোহায় ব্রাজিল দলের ট্রেনিং সেন্টারের কাছাকাছিতে অবস্থান মসজিদটির।

এদিকে ফুটবল বিশ্বকাপের ইতিহাসে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন পেলে-রোনালদো নাজারিওদের দেশ ব্রাজিল। তবে সাম্বার শিল্পীরা ২০০২ কোরিয়া-জাপান বিশ্বকাপে সবশেষ শিরোপা জিতেছিল।

এরপর ২০ বছর পেরিয়ে গেলেও সেলেসাওরা শিরোপা ছুঁয়ে থাকা তো দূরে থাক, ফাইনালেই উঠতে পারেনি। এবার নেইমাররা র‍্যাংকিংয়ে এক নাম্বারে থাকায় ব্রাজিল সমর্থকরাও আশায় বুঁদ হয়ে আছে শিরোপার হেক্সা মিশন জয়ের।

সার্বিয়ার বিপক্ষে শতভাগ জয়ের রেকর্ড নিয়ে রাতে মাঠে নামছে ব্রাজিল

চলতি কাতার বিশ্বকাপের ২২তম আসরে নিজেদের ষষ্ঠ শিরোপা (হেক্সা) জয়ের লক্ষ্যে মাঠে নামছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। নেইমার-রিচার্লিসনরা তাই এবারের বিশ্বকাপের অন্যতম হট ফেভারিট। পরিসংখ্যানের দিক দিয়েও অন্য সব দলের চেয়ে যোজন যোজন এগিয়ে তিতের দল। ফিফা র‍্যাঙ্কিংয়ে সবার উপরে থাকা দলটিকে নিয়ে ভক্ত সমর্থকদের আশাও তুঙ্গে। এখন পর্যন্ত দুই বার মুখোমুখি হয়েছে সার্বিয়া-ব্রাজিল। তবে দুই ম্যাচেই জয় পেয়েছে ব্রাজিল।

আজ বৃহস্পতিবার ২৪ নভেম্বর দোহার লুসাইল আইকনিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় ইউরোপের দেশ সার্বিয়ার বিপক্ষে ম্যাচে নামবে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়নরা। এই ম্যাচের শুরুর একাদশে কে থাকবেন তা এখনও নিশ্চিত করেননি কোচ তিতে। তবে একাদশ যেমনই হোক, সার্বিয়ার বিপক্ষে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলবে ২০০২ সালে শেষবার বিশ্বকাপ জেতা দলটি।

এদিকে ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে ব্রাজিলের ফরোয়ার্ড রাফিনহার কথায় তেমন কিছুরই ইঙ্গিত মেলে। আক্রমণাত্মক ফুটবল খেলাটা প্রত্যেক ব্রাজিলিয়ানের ডিএনএর অংশ বলে অভিমত বার্সেলোনার এ তারকার। এবারের বিশ্বকাপ ব্রাজিলের ঘোড়া বলা হচ্ছে রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়রকে। তবে সার্বিয়ার বিপক্ষে ম্যাচের প্রথম একাদশে থাকবেন কিনা কোচ তিতে তা পরিষ্কার করেননি।

ফলে সেলেকাওদের প্রথম ম্যাচের আগে ভিনি এখন বড় রহস্যের নাম হয়ে দাঁড়িয়েছে। এমনকি মধ্যমাঠে ক্যাসেমিরোর জুটি হিসেবে ফ্রেডকে খেলাবেন কি না সেটাও শতভাগ নিশ্চিত না। মোট কথা, ম্যাচ শুরুর আগমুহূর্ত পর্যন্ত প্রতিপক্ষ সার্বিয়াকে অন্ধকারেই রাখতে চাচ্ছেন তিতে। তবে একাদশে যেই থাকুক না কেন, ব্রাজিল এবার ছেড়ে কথা বলবে না- এটা এক প্রকাশ নিশ্চিত।

রাফিনহা বলেন, ‘ভিনিসিয়াস খুবই গতিময় ফুটবলার। সে খেললে আমরা দ্রুতগতির একজনকে পাব। সে সহজেই তার গতি দিয়ে প্রতিপক্ষের প্রতিরোধ ভেদ করতে পারে। তবে প্লেয়ার হিসেবে পাকেতার আক্রমণাত্মক ভূমিকা দলকে আরও বিপজ্জনক বানাতে পারে।’ এদিকে আরেক ব্রাজিলিয়ান তারকা রিচার্লিসনও দলের আক্রমণাত্মক ফুটবল খেলা নিয়ে রাফিনহার সঙ্গে একমত পোষণ করেছেন।

তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে বেশিসংখ্যক খেলোয়াড়কে ওপরে খেলানোর পক্ষপাতী। বেশি খেলোয়াড় মানেই পায়ে বেশি বল, আমার নিজের জন্যও এটা সুবিধার। আমি বেশি পাস পাব, সুতরাং বেশি করে গোলের সুযোগ তৈরি হবে। আমি ব্রাজিলের নাম্বার নাইন হিসেবে সেটিই চাই।’ এদিকে বিশ্বকাপে জি-গ্রুপে রয়েছে ব্রাজিল। যেখানে শিরোপা স্বপ্নে সার্বিয়া ছাড়াও নেইমারদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড ও ক্যামেরুন।

নেইমার আমার চেয়ে ভালো খেলোয়াড় নয়: ঘানার ফুটবলার

এখন আয়াক্স প্লে-মেকারকে নিয়ে এভারটনের মতো ক্লাবও আগ্রহ দেখাচ্ছে। ২২ বছর বয়সী ঘানাইয়ান ফুটবলার মোহাম্মদ কুদুসকে বেশ প্রতিভাবানই মনে করা হয় বর্তমান প্রজন্মে। তাই বলে নেইমারের সঙ্গে তুলনা? হ্যাঁ, এই তুলনাটি করেছেন কুদুস নিজেই। ব্রাজিলিয়ান সুপারস্টারের সঙ্গে শুধু তুলনা নয়, কুদুস মনে করেন তিনি নেইমারের থেকে ভালো খেলোয়াড়ও।

এ বিষয়ে কুদুস বলেন, ‘সে (নেইমার) আমার চেয়ে ভালো খেলোয়াড় নয়। সে শুধু আমার থেকে উঁচু প্রোফাইলের প্লেয়ার, এটুকুই। সে নেইমার, ব্রাজিলের অধিনায়ক এবং সুপারস্টার। আমি মোহাম্মদ কুদুস, প্রতিভাবান ঘানাইয়ান ফুটবলার এবং উদীয়মান সুপারস্টার।’

এর আগে গত সেপ্টেম্বরে ঘানার সঙ্গে একটি প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল ব্রাজিল। ওই ম্যাচে ৩-০ গোলের বড় জয় পায় ব্রাজিল। ম্যাচের এক পর্যায়ে নেইমারের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে আলোচনায় এসেছিলেন কুদুস।

ওই ঘটনা নিয়ে কুদুস বলেন, ‘সে তার দেশের পক্ষে কথা বলেছিল, আমি আমার দেশের। আমি তাকে চারপাশে ঠেলছিলাম, এমন নয়। হয়তো সে এখন অনেক কিছু অর্জন করেছে, তাই সে ভালো। আমিও খুব দ্রুত সেই জায়গায় পৌঁছে যাব।’

এবারের বিশ্বকাপে কি আরও একবার দেখা হবে নেইমারের সঙ্গে? ঘানা আছে গ্রুপ ‘এইচ’-এ, ব্রাজিল ‘জি’তে। তাই শেষ ষোলোতে দেখা হওয়ার সম্ভাবনা অবশ্যই আছে। সেটা হলে খুব উপভোগ্য এক লড়াই-ই হবে বলে মনে করেন কুদুস। তার কথা, ‘আমাদের আবার দেখা হবে, হতে পারে? আমি এবং নেইমার, পার্ট টু (হতেই পারে)। আমি নিশ্চিত সেও এটা উপভোগ করবে।’ সূত্র : দ্য গার্ডিয়ান

দুর্বল দলের কাছে আর্জেন্টিনা-জার্মানির হার, চাপে ব্রাজিল ভক্তরা

চলতি কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই তুলনামূলক কম শক্তিশালী দলের কাছে হেরেছে আর্জেন্টিনা ও জার্মানি। আর এ ঘটনায় শঙ্কায় রয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ব্রাজিল ভক্তরা। তারা বলছেন, কাতার বিশ্বকাপে পরপর দুটি অঘটন ঘটলো। তাই ব্রাজিলের জয় নিয়ে কিছুটা শঙ্কিত তারা।

গতকাল বুধবার ২৩ নভেম্বর সন্ধ্যা সাতটায় কাতারের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে জাপানের মুখোমুখি হয় জার্মানি। খেলার প্রথমার্ধে এক গোল দিয়ে জার্মানি এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে দুই গোল দিয়ে ম্যাচ জিতে নেয় এশিয়ার অন্যতম শক্তিশালী দল জাপান।

এর আগে, গত মঙ্গলবার ২২ নভেম্বর বিকেলে সৌদি আরবের কাছে ২-১ গোলে হেরে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন শুরু হয়। এদিকে আজ বৃহস্পতিবার ২৪ নভেম্বর মধ্যরাতে কাতারের দোহার লুসাইল স্টেডিয়ামে ব্রাজিল-সার্বিয়ার মধ্যকার খেলা অনুষ্ঠিত হবে। আর্জেন্টিনা ও জার্মানির হারের পর ব্রাজিলের জয়ী হওয়ার বিষয় নিয়ে শঙ্কায় ভক্তরা।

এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী ও ব্রাজিল ভক্ত নুরুল ইসলাম রুদ্র বলেন, সৌদি আরব ও জাপান তুলনামূলক দুর্বল দল হওয়া সত্ত্বেও একাধিকবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনা ও জার্মানিকে হারিয়েছে। এটা সবার মনে দাগ কেটেছে। সামনে সার্বিয়া-ব্রাজিলের খেলা রয়েছে। সার্বিয়ার সঙ্গে ব্রাজিল কী করবে তা নিয়ে মনে শঙ্কা তৈরি হচ্ছে।

এ সময় ব্রাজিল সমর্থক আরেক শিক্ষার্থী সোহানুর রহমান বলেন, আর্জেন্টিনা ও জার্মানির হার ব্রাজিলের জয় নিয়ে প্রশ্ন তুলছে। সার্বিয়ার সঙ্গে ব্রাজিলের কী ফলাফল হবে তা নিয়ে অনেক হতাশা কাজ করছে। তবে আমরা আশাবাদী ব্রাজিলের সঙ্গে এমন অঘটন ঘটবে না।

আমি আমার নেইমারকে খুঁজছি: দীঘি

এখন বিশ্বব্যাপী শুরু হয়ে গেছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। তারকারা নিজেদের পছন্দের দল নিয়ে ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করছেন সোশ্যাল মিডিয়ায়। আবার অনেকেই অংশ নিচ্ছেন বিভিন্ন প্রতিষ্ঠানের নানান ক্যাম্পেইনে। সম্প্রতি এমন একটি প্রচারণামূলক ক্যাম্পেইনে অংশ নিয়েছেন প্রার্থনা ফারদিন দীঘি। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে এর অংশ হিসেবে একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি।

সেই ভিডিওর ক্যাপশনে দীঘি লিখেছেন, এই বিশ্বকাপে শুরু হচ্ছে বিকাশ বিশ্বকাপ গেমারু! আর সেখানে আমি আসছি আমার প্রিয় দলের হয়ে মাঠে নামতে। সেইসব সেরা ফিফা প্লেয়ারদের, যারা আমাকে টুর্নামেন্টজয়ী হতে সহায়তা করবে। তাই আমাকে চ্যাম্পিয়ন করতে, এখন তোমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেল থেকে ফিফা-২০২৩ লাইভ স্ট্রিম শুরু করো তোমরা। সেখান থেকে একজনকে বেছে নেব আমি।

এদিকে ভিডিওবার্তায় দীঘি জানান, হ্যালো সবাই আমি প্রার্থনা ফারদিন দীঘি বলছি, বিকাশ বিশ্বকাপ গেমারুর জন্য টুর্নামেটজয়ী হতে আমি আমার নেইমারকে খুঁজছি। তুমি যদি ভালো ফিফা খেলোয়াড় হও, তাহলে তোমার গেম স্ট্রিম করো। আর নেইমার হয়ে আমার সঙ্গে মাঠে খেলতে চলে আসো।

এদিকে নায়িকা হিসেবে ‘তুমি আছো তুমি নেই’ সিনেমায় অভিনয় করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন দীঘি। পরে অবশ্য ‘শেষ চিঠি’ নামে একটি ওয়েব সিরিজে অভিনয় করে সেই সমালোচনা কাটিয়ে ওঠেন তিনি।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যদ্বাণী: কাতার বিশ্বকাপ জিতবে ব্রাজিল

অবশেষে কাতারের মাটিতে শুরু হয়ে গিয়েছে ফুটবলের মহারণ। কার হাতে উঠবে বিশ্বকাপ, সেই লড়াইয়ে নেমেছে ৩২টি দেশ। এক মাস ধরে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর একটি মাত্র দলের হাতেই উঠবে গর্বের সোনালি ট্রফি। বিশেষজ্ঞ থেকে ক্রীড়াপ্রেমী-সকলেই নিজের মতো করে একটি দলকে চ্যাম্পিয়ন হিসাবে দেখতে চাইছেন। এমন পরিস্থিতিতে রীতিমতো অঙ্ক কষে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় জানিয়ে দিয়েছে, কার হাতে উঠবে সেরার শিরোপা।

বিশ্বকাপে কোন দল কতদূর যেতে পারবে, সেই হিসাবও করে ফেলেছেন অক্সফোর্ডের গণিত বিশারদ জোশুয়া বুল। তার হিসাব বলছে, এবার বিশ্বকাপ উঠবে লাতিন আমেরিকার কোনও দেশের হাতেই। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইউটিউব চ্যানেলে এই গোটা হিসাব প্রক্রিয়ার ভিডিও প্রকাশ করা হয়েছে।

সেখানে বলা হয়েছে, “২০১০ সালের ফুটবল বিশ্বকাপের প্রতিটি ম্যাচের সঠিক ভবিষ্যদ্বাণী করে চমকে দিয়েছিল অক্টোপাস পল। কিন্তু আধুনিক যুগে অনুমানের ভিত্তিতে নয়, বরং যুক্তি ও হিসাবের মাধ্যমেই সঠিক অনুমান করা যায়। কার হাতে উঠতে পারে বিশ্বকাপ।” গ্রুপ পর্ব থেকে শুরু করে ফাইনাল-প্রত্যেকটি ম্যাচের কী ফলাফল হতে পারে, বিশদে জানানো হয়েছে এই ভিডিওতে।

ঠিক কী হতে চলেছে বিশ্বকাপে? রোনাল্ডো ভক্তদের জন্য অবশ্য সুখবর দেননি জোশুয়া। তার গণনা অনুযায়ী, কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নেবে পর্তুগাল। বেলজিয়ামের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যাবেন রোনাল্ডোরা। প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিও দ্বিতীয় রাউন্ডের বেশি এগোতে পারবে না। নিজের দেশ ইংল্যান্ডকে নিয়েও একেবারেই আশাবাদী নন জোশুয়া। কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যাবেন হ্যারি কেনরা।

জোশুয়ার হিসাব বলছে, টুর্নামেন্টের শেষ চারে উঠবে ফ্রান্স, বেলজিয়াম, ব্রাজিল ও আর্জেন্টিনা। লাতিন আমেরিকার দুই মহাশক্তিধর দেশ সেমিফাইনালেই মুখোমুখি হবে। হাড্ডাহাড্ডি লড়াই হবে মেসি ও নেইমারের মধ্যে। তবে শেষ হাসি হাসবে সেলেকাওরাই। অন্য সেমিফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়ে দেবে বেলজিয়াম। প্রথমবার বিশ্বকাপের ফাইনালে উঠবে এই ইউরোপীয় দেশটি। তবে ফাইনালে দাপট দেখিয়ে জিতবে ব্রাজিল।

এদিকে গত ২০২০ সালের ইউরো কাপ চলাকালীন কার্যত নিখুঁত ভবিষ্যদ্বাণী করেছিলেন জোশুয়া। ৮০ লাখ ফুটবলপ্রেমীর মধ্যে সেরা হয়েছিলেন তিনি। জোশুয়ার ভবিষ্যদ্বাণী অক্ষরে অক্ষরে মিলে যাক, এমনটাই আশা করবেন ব্রাজিলের সমর্থকরা। কার হাতে কাপ উঠবে, জোশুয়ার ভবিষ্যদ্বাণী আদৌ সঠিক হল কিনা, সমস্ত উত্তর পাওয়া যাবে ১৮ ডিসেম্বরেই। সূত্র: অক্সফোর্ড মেইল।

About admin

Check Also

ম্যানইউ আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: রোনালদো

চলতি মাসের আগামী ২০ নভেম্বর থেকে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। কাতার বিশ্বকাপের আগেই প্রবল বিতর্কে …