‘আর্জেন্টিনা নয়, কাতার বিশ্বকাপ জিতবে ব্রাজিল’: এবার আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে, এমন একটা ভবিষ্যদ্বাণী করেই দিয়েছে ফিফা ২৩, সেটাও আবার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে। তবে সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক টিম ক্যাহিলের অভিমত, আর্জেন্টিনা নয়, কাতার বিশ্বকাপে ব্রাজিলই তাদের ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা জিতবে।
এদিকে সাবেক অস্ট্রেলিয়া অধিনায়কের অভিমত, তার দল অস্ট্রেলিয়া দ্বিতীয় রাউন্ডেই বিদায়ঘণ্টা বাজিয়ে দেবে লিওনেল মেসির আর্জেন্টিনার। চার বিশ্বকাপে সকারুজদের হয়ে খেলা এই তারকা জানালেন, ‘আমি আশা করব অস্ট্রেলিয়া কাজটা করতে পারবে, কারণ আপনি আপনার দেশ ভালো করুক এমনটাই চান।’
তাছাড়া আর্জেন্টিনাকে হারাতে হলে কী করতে হবে, সে টোটকাটাও বাতলে দিলেন দলকে। বললেন, ‘আমরা যদি মেসিকে আটকে দিতে পারি, তাহলে আর্জেন্টিনাকে হারিয়ে সামনে এগিয়ে যেতে পারব আমরা।’
এদিকে অস্ট্রেলিয়ার ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা জানালেন, আফ্রিকান দলগুলোও এবার ছেড়ে কথা বলবে না। বললেন, ‘যখন আপনি ক্যামেরুন, সেনেগাল আর ঘানার দিকে তাকাবেন, তখন দেখবেন, তারা বেশ কিছু বিশ্বমানের খেলোয়াড় পেয়েছে, যারা বিশ্বের অন্যতম সেরা লিগগুলোয় খেলে, তারা প্রতিনিয়ত প্রতিভার জন্ম দিয়েই যাচ্ছে।’
অজনপ্রিয় মতামত এখানেই শেষ নয় তার। ক্যাহিলের ভবিষ্যদ্বাণী, সৌদি আরব আর কাতার খেলবে শেষ ষোলোয়। এমনকি কাতার শেষ ষোলোয় ইংল্যান্ডকেও হারিয়ে দেবে, বলছেন তিনি। তার কথা, ‘আমি ইংল্যান্ডে খেলেছি, কিন্তু আমি এখন কাতারে থাকছি আর অ্যাস্পায়ার অ্যাকাডেমিতে কাজ করছি। আন্ডারডগদের বেছে নিয়েছি মূলত আবেগতাড়িত হয়ে।’
এরপর ১৮ ডিসেম্বরের ফাইনাল নিয়ে ক্যাহিলের ভবিষ্যদ্বাণী, ‘আমি বেলজিয়ামের অনেক বড় ভক্ত। তবে ব্রাজিলের কথা এলে ওরা বিশ্বের অন্যতম শক্তিশালী দল। ফাইনালে ওদের বিপক্ষে খেলা হলে বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ব্রাজিলেরই সবচেয়ে বেশি।’ এখন দেখার পালা, কতটা সত্যি হয় ক্যাহিলের ভবিষ্যদ্বাণী।
কাতার বিশ্বকাপে ব্রাজিলকে ফেভারিট বলছেন মেসি
এবার শেষ বিশ্বকাপ খেলতে নামছেন, এমনটা ঘোষণা দিয়েই দিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন মহাতারকার মতো স্পষ্ট না হলেও ব্রাজিল তারকা নেইমার জানিয়ে রেখেছেন তারও শেষ বিশ্বকাপ হয়ে যেতে পারে এবারের আসর। নিজেদের শেষ বিশ্বকাপটা যে দু’জন শিরোপা জিতেই শেষ করতে চান, তা বলাই বাহুল্য। তবে বিশ্বকাপ শুরুর আগে এই দৌড়ে মেসি এগিয়ে রাখছেন তার পিএসজি সতীর্থকেই।
তিনি জানালেন, ব্রাজিল এবারের বিশ্বকাপের ফেভারিট। বিশ্বকাপ শুরুর ঠিক আগে দক্ষিণ আমেরিকান ফুটবল ফেডারেশন কনমেবলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানালেন, শুধু ব্রাজিল নয়, এবারের ফেভারিট ফ্রান্স আর ইংল্যান্ডও। তবে আর্জেন্টিনা ফেভারিট, এমনটা মোটেও মানছেন না রেকর্ড সাত বারের ব্যালন ডি’অর বিজয়ী।
এদিকে মেসির ভাষ্য, ‘যখনই আমরা বিশ্বকাপ জেতার দাবিদারের কথা বলি তখনই কিছু নাম আমাদের মাথায় আসে। বাকিদের তুলনায় আমি ব্রাজিল, ফ্রান্স ও ইংল্যান্ডকে এগিয়ে রাখব।’ যদিও সাবেক বার্সা অধিনায়ক এটাও জানালেন, যে-ই ফেভারিট থাকুক, বিশ্বকাপ জেতাটা মোটেও সহজ কাজ নয়। বললেন, ‘তবে বিশ্বকাপে সব দলই কঠিন। তাই কারও পক্ষেই জেতা সহজ হবে না।’
কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আগামী মঙ্গলবার সৌদি আরবের বিপক্ষে খেলবে মেসির দল। তার আগে দল নিয়ে বেশ সতর্কই শোনাল মেসিকে। দল নিয়ে আত্মবিশ্বাসী আছেন বটে, তবে ক্ষয়রোগের ভয় তো আর উড়িয়ে দেওয়া যায় না! তাই মেসি বেশ সাবধানেই পা ফেলতে চাইছেন। বললেন, ‘ভালো ভাবে বিশ্বকাপ শুরু করতে চাইছি। তা হলে পরে যে চ্যালেঞ্জ আসবে তার মোকাবিলা করতে সুবিধা হবে।’
গত রবিবার পিএসজির শেষ ম্যাচটা খেলে আর এক মুহূর্তও অপেক্ষা করেননি। সোজা ছুট দিয়েছেন মধ্যপ্রাচ্যে, যেখানে তা জন্য অপেক্ষায় ছিল দল। পৌঁছেই নেমে গেছেন মাঠে। মেসি এর কারণটাও জানালেন, ‘মাঠে একে অপরের সঙ্গে যত বেশি সময় কাটানো যায়, যত এক সঙ্গে খেলা যায়, তত বোঝাপড়ায় সুবিধা হয়। কে কী ভাবছে সেটা বুঝতে পারি।’
রাতে মাঠে নামছে মেসির আর্জেন্টিনা
আজ বুধবার ১৬ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে লিওনেল মেসির আর্জেন্টিনা। চলুন এক নজরে দেখে নেয়া টিভিতে রয়েছে যেসব খেলা।
টেনিস
এটিপি ফাইনালস
সন্ধ্যা ৭টা, স্পোর্টস ১৮-১
কাবাডি
প্রো কাবাডি লিগ
সন্ধ্যা ৭-৫০ মি., স্টার স্পোর্টস ২
আন্তর্জাতিক প্রীতি ফুটবল
আরব আমিরাত-আর্জেন্টিনা
রাত ৯-৩০ মি., দুবাই স্পোর্টস ১
পোল্যান্ড-চিলি
রাত ১১টা, সনি স্পোর্টস ২
আলবেনিয়া-ইতালি
রাত ১-৪৫ মি., সনি স্পোর্টস ২
লিথুয়ানিয়া-আইসল্যান্ড
রাত ১১টা, সনি স্পোর্টস ৫
Sotto TV We Publish technology, various types of tips, career tips, banking information, methods of earning online