২ বছর আগেই ছেলের মা হয়েছেন বুবলী, ছেলের নাম শেহজাদ খা!

সম্প্রতি শোবিজ অঙ্গনে চিত্রনায়িকা বুবলী ও তার সন্তানকে কেন্দ্র করে নানা ধরনের সংবাদ প্রকাশ হচ্ছে। গত মঙ্গলবার বুবলীর বেবি বাম্পের ছবি প্রকাশ্যে আসার পর শোবিজ অঙ্গন থাকা গুঞ্জনগুলো যেন সত্যি হয়ে সামনে আসছে। সিনেমাপাড়ায় গুঞ্জন আছে, কন্যা সন্তানের মা হয়েছেন এই চিত্রনায়িকা।

আর সেটি হয়েছে বছর কয়েক আগে। আর সে সময়ের বেবি বাম্পের ছবি এতোদিন পর সামনে এনেছেন বুবলী। তবে বুবলীর একাধিক ঘনিষ্ঠসূত্র জানিয়েছেন, মেয়ে নয় ছেলের মা হয়েছেন বুবলী।

আর তার সন্তানের পিতা ঢালিউডের সুপারস্টার শাকিব খান। ছেলের নাম শেহজাদ খান। বরেণ্য নির্মাতা কাজী হায়াতের ‘বীর’ সিনেমার মুক্তির পরপরই যুক্তরাষ্ট্রে শেহজাদ খানের জন্ম হয়েছে। আর ‘বীর’ মুক্তি পেয়েছে ২০২০ সালের ফেব্রুয়ারিতে।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক বুবলীর এক ঘনিষ্ঠজন জানান, বুবলীর ছেলে হয়েছে আমেরিকায়। যখন সে দেশের বাইরে ছিল, তার মানে বুবলী যখন আড়ালে ছিল। শেহজাদ খানের বয়স এখন দুই বছরের ওপরে।

তার ভাষ্য মতে, সন্তানের পিতা ঢালিউডের সুপারস্টার শাকিব খান। তার নামের সঙ্গে মিলিয়েই বুবলীর ছেলের নাম শেহজাদ রাখা হয়েছে। তবে বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি বুবলী।

জানা যায়, যুক্তরাষ্ট্র থাকা বাংলাদেশের মডেল-অভিনেত্রী নওশীন নাহরীন মৌ সেসময় বুবলীর পাশে ছিলেন। আর বুবলী ও তার সন্তানের পাশে থেকে সার্বিক সহযোগিতাও করেছেন তিনি। শুধু তাই নয়, শাকিব খানকে যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি নিয়ে দেওয়ার পেছনেও নওশীনের অবদান অনেক। তার গ্রিন কার্ড পাওয়ার সব সহযোগিতা করেছেন এই মডেল-অভিনেত্রী।

এর আগে গত ২০১৭ সালে বুবলী তার ফেসবুকে একটি ছবি প্রকাশ করেন। আর ক্যাপশনে লিখেছিলেন, ‘ফ্যামিলি টাইম’। সেই ছবিতে বুবলী বোন ও দুলাভাইয়ের সঙ্গে বসে আছেন শাকিব খান। এখন নেটিজেনদের ধারণা ছিল, শাকিব-বুবলীর সম্পর্কের শুরুটা সেখান থেকেই। তবে সত্যটি তা নয়, বুবলীর রূপালি পর্দায় পা রাখার আগে থেকেই শাকিব খানের সঙ্গে তার পরিচয়। শাকিব খানই তাকে নিয়ে আসে রূপালি ভুবনে। ২০১৬ সালে ‘বসগিরি’ ও ‘শুটার’ সিনেমা দিয়ে শোবিজে বুবলীর আত্মপ্রকাশ। এরপর এই জুটি উপহার দিয়েছেন বেশ কিছু সিনেমা।

ভক্তদের সুখবর দিলেন বুবলী: দেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী গত কয়েক দিন ধরে বেশ আলোচনায় আসছেন। এবার সুখবর নিযে হাজির হয়েছে তার ভক্ত অনুরাগীদের কাছে। বুবলি ও সাইমন সাদিক প্রথমবারের মতো জুটি হয়ে অভিনয় করছেন জাকির হোসেন রাজু পরিচালিত ‘চাদর’ সিনেমায়। গত ১৪ দিন ধরে তারা শুটিং করছেন ঢাকার বিভিন্ন লোকেশনে।

এ সিনেমায় আরও অভিনয় করছেন রাশেদ মামুন অপু, মনিরা মিঠু, সীমান্তসহ অনেকেই। সরকারি অর্থায়নে সিনেমাটি প্রযোজনা করছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)।

এদিকে সাইমন সাদিক বলেন, গত ১৪ দিন চাদর সিনেমায় শুটিং করছি। দারুণ গল্পের একটা সিনেমা। এখানে একজন কবির চরিত্রে অভিনয় করছি আমি। দর্শকরা মুগ্ধ হবেন সিনেমাটা দেখে এইটুক বলতে পারি।

এ বিষয়ে বুবলি বলেন, গত ১৪ দিন ধরে চাদর সিনেমার শুটিং করছি। এ সিনেমায় অভিনয় করে ইতিহাসের অংশ হতে পারছি দেখে ভালো লাগছে। আমার অভিনীত চরিত্রটিতে অভিনয় করার সুযোগ আছে। ‘চাদর’ সিনেমাটা দিয়ে এফডিসি অনেক বছর পর সিনেমা প্রযোজনা করছে, এটি সত্যি আমার জন্য ভালোলাগার ঘটনা।

Check Also

Health for Life Nutrition A Guide to Living Well

Health for Life Nutrition A Guide to Living Well

In today’s fast-paced world, maintaining good health can seem overwhelming. But the truth is, a …