রাজধানীর মোহাম্মদপুরে মুদি দোকানি আবু সায়ীদ হত্যা মামলায় গ্রেফতার হওয়া সাবেক মন্ত্রী ডা. দীপু মনির চারদিন ও সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিনের আদালত তাদের এ রিমান্ড মঞ্জুর করেন।
মঙ্গলবার (২০ আগস্ট) মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার পরিদর্শক তোফাজ্জল হোসেন।
এর আগে আদালতের ডকে উঠানোর পর দীপু মনি একপাশে গিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকেন। এসময় আইনজীবীরা ‘চোর’, ‘ফাঁসি চাই’- বলে চিৎকার করছিলেন। একপর্যায়ে দীপু মনি ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকেন। তখনো আইনজীবীরা স্লোগান দিতে থাকেন।
এদিন আসামি পক্ষের এক আইনজীবী তাদের রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। এজলাসে আসামিদের ডেকে ওঠানোর পর কারও হাতে হাতকড়া না থাকায় বিএনপিপন্থি আইনজীবীরা আসামিদের হাতকড়া পরানোর জন্য চিৎকার করতে থাকেন। এরপর আসামি জয়কে হাতকড়া পরানো হয়। নারী বিবেচনায় দীপু মনিকে হাতকড়া পরানো হয়নি।
উল্লেখ্য, সোমবার (১৯ আগস্ট) সন্ধ্যায় তাকে রাজধানীর বারিধারার ডিওএইচএস এলাকায় এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গত ১৩ আগস্ট (মঙ্গলবার) পেনাল কোডের ৩০২/১৪৯/৩৪ ধারায় সাবেক মন্ত্রী দীপু মনির বিরুদ্ধে ঢাকার মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করা হয়। তার বিরুদ্ধে করা মামলা নম্বর-০৫।
Sotto TV We Publish technology, various types of tips, career tips, banking information, methods of earning online