প্রার্থনা ফারদিন দীঘি আর শিশুশিল্পী নন। রূপালি জগতে তিনি এখন চিত্রনায়িকা। ‘বাবা জানো আমাদের ময়না পাখিটা’ বুলি আওড়ানো দিঘীর মুখে এখন শোনা যাবে রোমান্টিক সব ডায়ালগ।সম্প্রতি বেশ কয়েকটি সিনেমায় চিত্রনায়িকা হিসেবে কাজ করতে যাচ্ছেন দীঘি। এর মধ্যে একটি সিনেমার শুটিং প্রায় শেষও করে ফেলেছেন।
আর এরইমধ্যে প্রেমবিষয়ক গুঞ্জনের মুখোমুখি হলেন দীঘি। তবে এতে মোটেই বিব্রত বা বিরক্ত হননি দীঘি।এসব গুঞ্জনকে গুজব বলে উড়িয়ে দিলেন তিনি। উল্টো তিনি নিজেই সাংবাদিকদের জানালেন, এসব গুজব তাকে যেন আগে জানায়।এ বিষয়ে গণমাধ্যমকে দীঘি বলেন, ‘নায়িকাদের প্রেমের গুঞ্জন ওঠাই স্বাভাবিক।
কিন্তু মাত্র ছবিতে অভিনয় শুরু করেছি। সেপ্টেম্বরে শুটিং শুরু করেছি, সব মিলিয়ে দুই মাস হলো নায়িকা হলাম। প্রেমের গুঞ্জনটা আসতে তো বছরখানেক লেগে যায়। আর এরই মধ্যে এমন গুঞ্জন শুনতে হচ্ছে! ভেবেছিলাম,
এসব গুজব উঠতে আরও এক বছর লাগবে। অবশ্য এসব গুজবে আমি কান দিই না। যখন প্রেম হবে, তখন এমনিই সবাই জানবে। ’তবে প্রেমের গুঞ্জন এখনও তার কানে যায়নি বলে জানান এক সময়ের সুপরিচিত শিশুশিল্পী।তিনি বলেন, ‘আমার নামে এমন কিছু নিজে শুনিনি।
তো আমার মনে হয়, আমি শোনার আগে আপনারা সাংবাদিক ভাইয়েরা, আমাদের আগে ভালো শুনতে পারেন। আপনাদের কাছে চলে যায় বা আপনাদের কাছে এমন গসিপ চলে যায়। আপনারা জানলে আমাকে আগে জানাবেন, তাহলে আমি বেশি খুশি হব।
’সম্প্রতি দেলোয়ার জাহান ঝন্টুর ‘তুমি আছ তুমি নেই’ সিনেমায় নায়িকা হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন দীঘি। এই সিনেমায় শুরুতে বাপ্পি চৌধুরীকে নায়ক হিসেবে নির্বাচিত করা হয়। পরে চুল বড় নেই বলে তাকে বাদ দিয়ে সাইমনকে নেয়া হয়। এরপর জানা যায়,
সাইমন নয়, দীঘির নায়ক হতে চলেছেন আসিফ ইমরোজ। আমাগী ১৫ নভেম্বর থেকে গাজীপুরে শুরু হবে ‘তুমি আছো, তুমি নেচলতি বছরের সেপ্টেম্বরে এফডিসিতে ‘টুঙ্গিপাড়ার মিঞা ভাই’ নামে একটি ছবির শুটিং শুরু করেছেন দীঘি।
এ ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন নবাগত শান্ত খান। এটি ছাড়াও আরও পাঁচটি ছবিতে অভিনয়ের কথা রয়েছে দীঘির। এরই মধ্যে ‘ধামাকা’ নামে একটি ছবি পরিচালনা করবেন মালেক আফসারী। ‘যোগ্য সন্তান’ নামে আরেকটি ছবি নির্মাণের দায়িত্ব নিয়েছেন কাজী হায়াৎ।ই’-এর শুটিং।
Sotto TV We Publish technology, various types of tips, career tips, banking information, methods of earning online