সোশ্যাল মিডিয়ায় মিউজিক ভিডিও, সিনেমা ও কবিতা আবৃত্তিসহ অনেক কিছু করে আলোচনা-সমালোচনায় আসেন হিরো আলম। এমনকি রবীন্দ্রসংগীত গেয়ে এপার-ওপার দুই বাংলাতেই সমালোচিত হন তিনি। বিকৃত সুরে রবীন্দ্রসংগীতসহ একাধিক কিংবদন্তির গান গাওয়ার কারণে প্রশাসন থেকে সতর্কও করা হয়েছে তাকে।
তবে সবকিছুর পরও থেমে নেই হিরো আলম। সমালোচনাকে পেছনে ফেলে প্রতিনিয়ত নতুন কিছু করেই যাচ্ছেন। কিন্তু এবার ভিন্ন এক ইচ্ছার কথা জানিয়েছেন তিনি। বলিউডের প্রথম শ্রেণির অভিনেত্রীর সঙ্গে সিনেমা করতে চান বলে জানিয়েছেন হিরো আলম।
রোববার (২০ নভেম্বর) সন্ধ্যায় কলকাতার সমশেরগঞ্জের বাবুপুর প্রাথমিক স্কুলের মাঠে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে মঞ্চে পারফর্ম করেন হিরো আলম। সোমবার (২১ নভেম্বর) আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, মঞ্চে হিরো আলম বলেন, ‘আমি কোনও দিন ভাবতেই পারিনি ও পার বাংলা থেকে এ পার বাংলার কোনও অনুষ্ঠানে আসব। নিজের অভিনয় জীবনের কথা বলতে গিয়ে আলম ইচ্ছাপ্রকাশ করেন, ভারতে এসে একদিন দীপিকা পাড়ুকোনের সঙ্গে সিনেমা করতে চাই।’
হিরো আলমকে পেয়ে উচ্ছ্বাস দেখা যায় সমরেশগঞ্জের মানুষের মাঝে। তাকে দেখার জন্য উপচে পড়ে ভিড় জমে উঠে সেখানে। পুলিশি নিরাপত্তাও ছিল চোখে পড়ার মতো। রায়গঞ্জের গোয়ালপোখর থেকে আলমের অনুষ্ঠান দেখতে এসেছিলেন রবিউল মণ্ডল। তিনি বলেন, ‘আমরা হিরো আলমের ভক্ত। ওর সঙ্গে দেখা করতে বাংলাদেশ যেতে পারব না। তাই পাশের জেলায় উনি এসেছেন শুনে ছুটে এলাম। অনুষ্ঠান শেষে হিড়িক পড়ে যায় আলমের সঙ্গে সেলফি তোলার।’
অনেক সময় নষ্ট হয়েছে, আর সময় নিতে চাই না: নিপুণ
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করবেন অভিনেত্রী নিপুণ আক্তার। হাইকোর্টের রায় স্থগিত করে সোমবার (২১ নভেম্বর) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন ৩ সদস্যের আপিল বেঞ্চ এ রায় দেয়। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিপুণ আক্তার। এর আগে বেশ কয়েকবার মামলার শুনানির তারিখ পরিবর্তন হয়।
এদিকে রায় ঘোষণার পরে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানতে চাওয়া হয় নিপুণ আক্তারের কাছে। তিনি জানান, এমন সংবাদে সহকর্মীরা ফোন করছেন। এফডিসির শিল্পী সমিতির অফিস থেকে তিনি আরও জানান, দীর্ঘদিন পরে রিল্যাক্সে কথা হচ্ছে সবার সঙ্গে।
এরপরই অভিনেত্রী শিল্পী সমিতির নির্বাচন করার কারণ সম্পর্কে বলেন, আমি শিল্পীদের জন্য নির্বাচন করেছি। এখন তাদের জন্য গোছালোভাবে কাজ করব। এতদিনে অনেক সময় নষ্ট হয়েছে। আর সময় নিতে চাই না। দ্রুতই মিটিং করে কাজ শুরু করব আমরা।
এর আগে গত ২৮ জানুয়ারি ভোটগ্রহণ হওয়ার পরে ফলাফলে সাধারণ সম্পাদক হিসেবে জায়েদ খানকে জয়ী ঘোষণা করা হয়। পরে প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিপুণ নির্বাচনে অনিয়মের অভিযোগ করেন আপিল বোর্ডের কাছে। আপিল বোর্ড এ বিষয়ে সমাজসেবা অধিদপ্তরে চিঠি পাঠায়। সেই প্রেক্ষিতে গত ২ ফেব্রুয়ারি অধিদপ্তর এক চিঠিতে জানায়, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে আপিল বোর্ড। গত ৫ ফেব্রুয়ারি আপিল বোর্ড জায়েদের প্রার্থিতা বাতিল করে নিপুণকে সংগঠনের সাধারণ সম্পাদক ঘোষণা করে।
Sotto TV We Publish technology, various types of tips, career tips, banking information, methods of earning online