ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় চট্টগ্রাম ৬ (রাউজান) আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী কে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র সদস্যরা।
এছাড়াও আটক ব্যক্তিদের মধ্যে রয়েছে আখাউড়া দক্ষিণ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য হান্নান মেম্বার, আব্দুল্লাহপুর গ্রামের কবির চৌধুরীর ছেলে নাঈম চৌধুরি।
জানা যায়, বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে আখাউড়া সীমান্তবর্তী এলাকা আব্দুল্লাহপুর দিয়ে চট্টগ্রাম ৬(রাউজান) আসনের সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী ভারতে পালানোর চেষ্টা করে, গোপন সংবাদের ভিত্তিতে সাবেক এমপি সহ ৩ জন কে গ্রেফতার করে বিজিবি।
ফকির মুড়া বিওপি কমান্ডার জামাল উদ্দিন জানায়, স্থলপথে আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় চট্টগ্রাম ৬ (রাউজান) আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরি কে গ্রেপ্তার করেছে ফকিরমুড়া বিজিবি।এসময় সাবেক এমপি কে ভারতে পালানোর কাজে সহযোগিতা কারী হান্নান ও নাঈম কে গ্রেফতার করা হয়েছে।

২৭৯ সিমকার্ড ও ৭৬ মোবাইল ফোনসহ ইউপি চেয়ারম্যান আটক
সরকারি বরাদ্দের টাকা অভিনব কায়দায় দুর্নীতির মাধ্যমে আত্মসাতের অভিযোগে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার ৪ নং নলছিরা ইউনিয়নের চেয়ারম্যান মুনছুর উল্লাহ শিবলীকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হাতিয়া পৌরসভার ওছখালী বাজার পৌর সুপার মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির তথ্যের ভিত্তিতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে ২৭৯টি সিমকার্ডসহ ৭৬টি মোবাইল ফোন জব্দ করা হয়। এ সব ফোন এবং সিমকার্ড ব্যবহার করে বিপুল অংকের সরকারি টাকা বিকাশ, নগদ ও রকেট একাউন্টের মাধ্যমে উত্তোলনের আলামত পাওয়া যায়।
উল্লেখ্য, প্রতিবন্ধী, শিক্ষা, বিধবা ও বয়স্ক ভাতাসহ বিভিন্ন সরকারি অর্থ ইউনিয়নের জন্য বরাদ্দ আসে। যার বড় একটি অংশ এ সকল মোবাইল ও সিমকার্ডের মাধ্যমে অবৈধভাবে উত্তোলন করে আত্মসাৎ করা হতো। পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে জব্দকৃত মোবাইল ও সিমকার্ডসহ হাতিয়া থানায় হস্তান্তর করে নৌবাহিনী। বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে হাতিয়াসহ দায়িত্বপূর্ণ এলাকাসমূহে যৌথ বাহিনীর নিয়মিত অভিযান ও টহল পরিচালনা করে আসছে বাংলাদেশ নৌবাহিনী। দেশের কল্যাণে নৌবাহিনীর এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
Sotto TV We Publish technology, various types of tips, career tips, banking information, methods of earning online