গাজীপুরের কাশিমপুর থানাধীন ভবানীপুর এলাকায় বেক্সিমকো গ্রুপের বিগ বস কারখানায় আগুন দিয়েছেন বিক্ষুব্ধ শ্রমিকরা। বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় আগুন নিয়ন্ত্রণ করতে যাওয়া ফায়ার সার্ভিসের গাড়ি ভাঙচুর করেন শ্রমিকরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে বেক্সিমকো গ্রুপের ওই কারখানার শ্রমিকরা আন্দোলন শুরু করেন। তারা রাস্তাও অবরোধ করে রাখেন। দুপুর ১২টার দিকে একদল বিক্ষুব্ধ শ্রমিক বিগ বস নামের কারখানায় আগুন ধরিয়ে দেন। পরে তারা লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেন। এখনো আগুন জ্বলছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, বিগ বস নামে একটি কারখানায় আগুন লাগার সংবাদ পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলের দিকে যায়। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা আমাদের একটি গাড়ি ভাঙচুর করলে কর্মীরা চলে আসেন। ফের কাশিমপুর ও ডিবিএল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে।
গাজীপুরে বেক্সিমকোর কারখানায় আগুন, ফায়ার সার্ভিসকে তাড়িয়ে দিচ্ছেন শ্রমিকেরা
গাজীপুরের কাশিমপুরে বেক্সিমকো গ্রুপের পোশাক তৈরিকারক প্রতিষ্ঠান বিগবস কারখানার একটি গুদামে আগুন দিয়েছে বিক্ষুব্ধ শ্রমিকরা।
বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে একদল বিক্ষুব্ধ শ্রমিক গোডাউনে আগুন ধরিয়ে দেয়। পরে তারা লাঠিসোঁটা নিয়ে কারখানার আশেপাশে অবস্থান নেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষুব্ধ শ্রমিকরা তাদেরকেও তাড়িয়ে দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল থেকে বকেয়া বেতনের দাবিতে বেক্সিমকো কারখানার কয়েক হাজার শ্রমিক আন্দোলন শুরু করে। একপর্যায়ে নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ করে রাখে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, ‘বিগবস নামে একটি কারখানার গুদামে আগুন লাগার সংবাদ পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলের দিকে যায়। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা আমাদের একটি গাড়ি ভাঙচুর করলে কর্মীরা চলে আসে। পরে আমরা সেনাবাহিনীর সহায়তা চেয়েছি।’
Sotto TV We Publish technology, various types of tips, career tips, banking information, methods of earning online