যে স্বপ্নের জন্য শিক্ষার্থীরা আন্দোলন করেছে, তা পূরণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার প্রধান উপদেষ্টার কার্যালয়ের সম্মেলন কেন্দ্র শাপলায় আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ের তিনি এ কথা বলেন।
এ সময় প্রধান উপদেষ্টা সতর্ক করে দিয়ে বলেন, ক্ষমতাচ্যুতরা অশান্তি সৃষ্টির চেষ্টা অব্যাহত রাখবে।
মতবিনিময়ের শুরুতে শিক্ষার্থীদের বক্তব্য শোনেন প্রধান উপদেষ্টা। এরপর ছাত্র আন্দোলনের কথা স্মরণ করে তিনি বলেন, ‘রাষ্ট্র সংস্কারের কাজ সমাপ্ত হওয়া না পর্যন্ত এ আন্দোলন থেকে বের হওয়া যাবে না। এই প্রতিজ্ঞা থেকে বের হওয়ার সুযোগ নেই।’
ক্ষমতাচ্যুতরা অশান্তি সৃষ্টির জন্য জাতিকে দুঃস্বপ্নের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টার ত্রুটি রাখবে না উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন, ‘তারা (ক্ষমতাচ্যুতরা) কি চুপচাপ বসে থাকবে? তারা চেষ্টার ত্রুটি করবে না। বাংলাদেশের জন্ম থেকে আজ পর্যন্ত এই সুযোগ আর আসেনি। এই সুযোগ যেন হাতছাড়া না হয়। এই সুযোগ হাতছাড়া হলে বাংলাদেশের সামনে আর কোনো সুযোগ থাকবে না। এটা কোনো রাষ্ট্র হবে না।’
ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘যে স্বপ্নের জন্য শিক্ষার্থীরা আন্দোলন করেছে, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এমনভাবে দেশ গড়তে হবে যাতে পৃথিবীর মানুষ জানতে চাইবে- কি মন্ত্রে এই অনন্য দেশ হলো। এই মন্ত্র শিথিল হয়ে গেলে, আমাদের কপালে দুঃখ আছে। সেই দুঃখ যাতে আমাদের দেখতে না হয়।’
প্রধান উপদেষ্টা বলেন, দেশকে এমনভাবে গড়তে হবে যাতে বিশ্বে সম্মানিত রাষ্ট্রে পরিণত হয়।
Sotto TV We Publish technology, various types of tips, career tips, banking information, methods of earning online