কাতার বিশ্বকাপের অধিকাংশ ম্যাচই মাঠে বসে উপভোগ করছেন সাবেক ব্রাজিলিয়ান তারকা মিডফিল্ডার রিকার্ডো কাকা। তার চোখে এবারের আসর জায়গা করে নিয়েছে সেরার তালিকায়। কাতারভিত্তিক এক সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাতকারে লিওনেল মেসির প্রসঙ্গ উঠতেই তিনি বলেন, ‘মেসিকে সবাই ভালোবাসলেও, ব্রাজিলিয়ানরা আর্জেন্টিনাকে সমর্থন করে না।’
কাতার বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল উপভোগ করেছেন রোনালদিনিও, রোনালদো নাজারিও, কাফু, রবার্তো কার্লোস এবং দিদারা। রোনালদিনিও নিজেদের একটি ছবি টুইট করে লেখেন, ‘বিশ্বকাপে ফ্যামিলি রিইউনিয়ন।’ সেখানে অবশ্য কাকার উপস্থিতি দেখা যায়নি। তবে ব্রাজিলের ম্যাচসহ এবারের আসরের অধিকাংশ ম্যাচে উপস্থিত ছিলেন কাকা। তার চোখে আগের ২১ আসরকে ছাড়িয়ে গেছে মধ্যপ্রাচ্যের এ আয়োজন। সমালোচনা করেছেন কাতার নিয়ে পশ্চিমাদের অপপ্রচারেরও।
আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া ম্যাচের পর কাতারের ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম বেইন স্পোর্টসকে দেয়া সাক্ষাতকারে কাকা বলেন, ‘পশ্চিমারা মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়েছে। এটা আমার দেখা অন্যতম সেরা একটি বিশ্বকাপ। অবকাঠামোগত দিক থেকেও এটা সেরা। এখানে ভালো মানের স্টেডিয়াম রয়েছে। এখানের মানুষের ব্যবহারও অনেক ভালো।’
এবারের বিশ্বকাপে শিরোপার দৌড়ে বেশ এগিয়ে ফ্রান্স ও আর্জেন্টিনা। ৩৬ বছরের দুঃখ ঘোচানোর পথে আলবিসিলেস্তেদের স্বপ্ন দেখাচ্ছেন লিওনেল মেসি। অন্যদিকে কিলিয়ান এমবাপ্পের হাত ধরে টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর ফরাসিরা। এবারের আসরে এ দুজনকেই সেরার তালিকায় রেখেছেন কাকা। এবারের বিশ্বকাপে কাকার চোখে সেরা ফুটবলার কে জানতে চাইলে তিনি বলেন, ‘এবারের বিশ্বকাপের সেরা ফুটবলার লিওনেল মেসি এবং কিলিয়ান এমবাপ্পে।’
ফুটবল বিশ্বে লাতিন আমেরিকার দুদেশ ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যে এক ধরনের বৈরিতা দেখা যায়। ক্রোয়েশিয়ার বিপক্ষে হেরে ইতোমধ্যে আসর থেকে বিদায় নিয়েছে সেলেসাওরা। অন্যদিকে সে ক্রোয়েশিয়াকে হারিয়েই ফাইনালে আর্জেন্টিনা। এদিকে কাকা তার সেরা খেলোয়াড়ের তালিকায় জায়গা দিয়েছেন প্রতিদ্বন্দ্বী দেশের মেসিকে। ব্রাজিলের বিদায়ে তাহলে কাকা কী আর্জেন্টিনাকে সমর্থন দিচ্ছেন?
এমন প্রশ্নের জবাবে কাকা বলেন, ‘সবাই মেসিকে ভালোবাসে। সে সেরা খেলোয়াড়দের একজন। তবে একজন ব্রাজিলিয়ান হিসেবে আমি কখনোই আর্জেন্টিনাকে সমর্থন দিতে পারি না।
Sotto TV We Publish technology, various types of tips, career tips, banking information, methods of earning online