কাতার বিশ্বকাপের জন্য ব্রাজিলের দল ঘোষনা

কাতারের ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর বেশি দিন বাকি নেই। এ উপলক্ষ্যে ইতোমধ্যে দল ঘোষণা করতে শুরু করেছে অংশগ্রহণকারী দেশগুলো। এরই মধ্যে সোমবার (৭ নভেম্বর) ২৬ সদস্যের দল ঘোষণা করেছে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন দল ব্রাজিল। ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন কৌতিনহো। দলে সুযোগ পাননি অভিজ্ঞ ডিফেন্ডার মার্সেলো। এছাড়া লিভারপুল তারকা রবার্তো ফিরমিনোরও জায়গা হয়নি স্কোয়াডে।

২৬ সদস্যের ব্রাজিল দল:

গোলরক্ষক: আলিসন, এদেরসন, ওয়েভেরতন।

ডিফেন্ডার: দানিলো, দানি আলভেস, অ্যালেক্স সান্দ্রো, অ্যালেক্স তেলেস, ব্রেমের, থিয়াগো সিলভা, মার্কিনিওস, এদের মিলিতাও।

মিডফিল্ডার: ফাবিনিও, ফ্রেদ, ব্রুনো গিমারেস, লুকাস পাকেতা, এভারতন রিভেইরো, কাসেমিরো।

ফরোয়ার্ড: নেইমার, ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো, গ্যাব্রিয়েল জেসুস, রাফিনিয়া, আন্তনি, রিচার্লিসন, পেদ্রো, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি।

বিশ্বকাপে যাদের ফেবারিট বলছেন নেইমার

এবারের বিশ্বকাপের আয়োজক দেশ কাতার। এরই মধ্যে বিশ্বকাপে কারা ফেবারিট তা নিয়ে কথা বলা শুরু করেছেন খেলোয়াড়রা। দিন আগে যেমন মেসি জানিয়েছেন বিশ্বকাপে কারা ফেবারিট, তেমনই এবার নেইমার জানালেন তার চোখে কাতার বিশ্বকাপে কারা ফেবারিট। নেইমারের চোখে তালিকায় আছে ফ্রান্স, আর্জেন্টিনা, জার্মানি, ইংল্যান্ড ও বেলজিয়াম।

নিজের দেশ ব্রাজিলকেও পিছিয়ে রাখছেন না নেইমার। ব্রাজিল এবার কাতারে যাচ্ছে নিজেদের ইতিহাসে ষষ্ঠ বিশ্বকাপ শিরোপার খোঁজে। এবার আর হারতে চান না নেইমাররা। কারণ, হেরে যাওয়াটা কত কষ্টের, তা জানা আছে নেইমারের।

ব্রাজিলের ২০ বছরের বিশ্বকাপ-খরা ঘোচাতে চাওয়া এই পিএসজি তারকা বলেছেন, ‘ফুটবলে হার মেনে নেওয়া কখনোই সহজ ব্যাপার নয়। তবে বিশ্বকাপে বিষয়টি আরও খারাপ। যে কারণে আপনাকে প্রস্তুতিটা ভালোভাবে নিতে হয়। শারীরিক ও মানসিকভাবে শতভাগ ফিট থাকতে হয়।’

বিশ্বকাপ সাধারণত জুন-জুলাইয়ে অনুষ্ঠিত হলেও কাতারের আবহাওয়ার কারণে সেটি এবার নভেম্বরে মাঠে গড়াবে। সময় পরিবর্তন নিয়ে অনেকে বিরক্ত হলেও নেইমার অবশ্য একে ইতিবাচকভাবেই দেখছেন।

তিনি আরও যোগ করে বলেছেন, ‘এবারের বিশ্বকাপ প্রস্তুতি অন্যবারের চেয়ে ভালো। কারণ এটি মৌসুমের মাঝামাঝি সময়ে হচ্ছে। যেখানে শারীরিকভাবে আপনি সেরা অবস্থায় থাকবেন। মৌসুমের শেষে টুর্নামেন্ট হলে খেলোয়াড়েরা ক্লান্ত থাকতে পারে। তাই আমি মনে করি, এবারের বিশ্বকাপের মানটা অনেক উঁচু থাকবে।’

About admin

আমার পোস্ট নিয়ে কোন প্রকার প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন অথরা মেইল করতে পারেন admin@sottotv.com এই ঠিকানায়।