দুই বছর আগেই বিয়ে করেছেন মেহজাবীন-আদনান

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা আদনান আল রাজীবের সম্পর্ক নিয়ে বহু গুঞ্জনই ডালপালা মেলেছে বিভিন্ন সময়ে। যদিও তারা দুজনে কিছু স্বীকার করেননি, কিন্তু দুজনকে একসঙ্গে সময় কাটাতে দেখা গেছে বিভিন্ন জায়গায়।

এবার জানা গেল, দুই বছর আগেই বিয়ের পিঁড়িতে বসেছেন মেহজাবীন-আদনান। তাদের এক ঘনিষ্ঠজনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশের একটি দৈনিক পত্রিকা। নাম প্রকাশ না করার শর্তে মেহজাবীন-আদনানের ওই ঘনিষ্ঠজন কয়েকটি সংবাদমাধ্যমকে বলেন, ‘দুই বছর হলো মেহজাবীন-আদনান বিয়ে করেছেন। এটা ইন্ডাস্ট্রির সবাই জানে। তারা গুলশানে থাকেন।’

এদিকে সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে যুক্তরাষ্ট্রে যান মেহজাবীন। সেখানে আরও ছিলেন তানজিন তিশা, তাসনিয়া ফারিন প্রমুখ। তিশা সেসময় টিকটকে একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে দেখা যায়, মেহজাবীন ও আদনান হাত ধরে হাঁটছেন। ওই ভিডিও থেকে তাদের সম্পর্কের বিষয়টি ফের সামনে আসে।

২০১৮ সালে মেহজাবীন ফেসবুকে আদনানের সঙ্গে একটি ছবি প্রকাশ করেছিলেন। ক্যাপশনে এ তারকা লিখেছিলেন, ‘ধাপে ধাপে, সিঁড়ির পর সিঁড়ি। নিজেকে বিশ্বাস করো এবং তুমি থাকবে সেখানে।’ ওই পোস্টকে ঘিরেই সামনে এসেছিল তাদের প্রেমের খবর।

বিয়ের ব্যাপারে জানতে মেহজাবীনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি কোনো সাড়া দেননি।

আর্জেন্টিনা সমর্থক সাফাকে ‘ধুয়ে’ দিলেন ব্রাজিল সমর্থক সিয়াম

ফুটবল বিশ্বকাপের বাতাস ইতিমধ্যেই বইতে শুরু করেছে। বিশ্বকাপের প্রস্তুতি শেষ করে দলগুলো এখন নিজেদের স্কোয়াডও ঘোষণা করছে। এরই মধ্যে গতকাল কাতার বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

এরপর থেকেই ব্রাজিল সমর্থকদের মধ্যে এক ধরণের উচ্ছাসের দেখা মিলেছে। বিশ্বকাপ শুরুর আগেই ব্রাজিল সমর্থকদের এগিয়ে রাখলেন ঢাকাই সিনেমার বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ। আর্জেন্টিনা সমর্থক সাফা কবিরকে ‘ধুয়ে’ দিয়েছেন তিনি।

সোমবার (৭ নভেম্বর) সন্ধ্যায় ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে ৪৫ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছেন সিয়াম। সেখানে তাকে বলতে শোনা যায়, ওয়ার্ল্ডকাপ চলে আসছে। ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে অনেক কথা শুনছি। ব্রাজিল সাপোর্টারদের আপনারা অনেক অপমান করেছেন। আজকে দেখবেন, ব্রাজিল সাপোর্টাররা কীভাবে আর্জেন্টিনা সাপোর্টারকে ধুয়ে দেয়।

এরপর সিয়াম মেকআপ রুমের দিকে যেতে থাকেন। সেখানে আয়নার সামনে আর্জেন্টিনার জার্সি পরে বসে ছিলেন সাফা কবির। তাকে কিছু না বলেই হাত ধরে টানতে থাকেন সিয়াম। এ সময় সাফা হাত ছাড়ানোর চেষ্টা করলেও পারেননি। সিয়াম তাকে টানতে টানতে বেসিনের সামনে নিয়ে যান। পানির কল চালু করে সাফার হাত ধুয়ে দেন। সাফা জানতে চান, সিয়াম কেন তার হাত ধুয়ে দিচ্ছে? কিন্তু সিয়াম চুপ। এরপর তিনি বলেন, দেখছেন, কীভাবে আর্জেন্টিনার সমর্থকদের ধুয়ে দিলাম। এ কথা বলেই তিনি রুম থেকে বেরিয়ে যান। সাফা তার পেছন পেছন এসে বলতে থাকেন, এটা কি ছিল!

নেটিজেনরা বুঝতেই পারছেন, সম্পূর্ণ মজার ছলে ভিডিওটি বানিয়েছেন সিয়াম। মাত্র চার ঘণ্টায় সাড়ে চার লাখের বেশি মানুষ ভিডিওটি দেখেছেন। পাশাপাশি হাজার হাজার প্রতিক্রিয়ার সঙ্গে নানান মন্তব্যে ভরে গেছে।

Check Also

Lamar University Study Abroad Programs

Studying abroad is an experience that goes beyond academic learning; it’s a chance to grow …