মিমের হাত ধরে রেখেছেন স্বামী, বিষয়টি ভালোভাবে নেননি পরী!

বরবারই সোজাসাপ্টা স্বভাবের চিত্রনায়িকা পরীমণি। নিজের ব্যক্তিগত জীবন ও চলচ্চিত্র জীবন নিয়ে কখনোই কোনো কিছু লুকিয়ে রাখেন না তিনি। তবে গত এক বছর ধরে স্বামী, সংসার, সন্তান নিয়েই ব্যস্ত সময় পার করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব সুখী একটি পরিবার হিসেবেই আবিষ্কার করা হয় পরীমণি-শরিফুল রাজ জুটি।

তবে এবার ভিন্ন কোনো ঘটনারই সাক্ষী হলো পরীর ভক্তরা। বৃহস্পতিবার দুপুরে হঠাৎ করেই একটি ফেসবুক পোস্ট দিয়েছেন পরীমণি। যেখানে তিনি লিখেছেন, ‘সিয়ামকে সিনেমার বাইরে কোনও নায়িকার হাত ধরে চটকা-চটকি করতে দেখিনাই কোনোদিন। তার এই ব্যাপারটা আমার হেব্বি লাগে।’

কিন্তু হঠাৎ কেনো এই পোস্ট? তার উত্তর খুঁজতে গিয়ে দেখা মিললো সাম্প্রতিক সময়ের একটি দৃশ্যর। গত মঙ্গলবার (১১ অক্টোবর) ছিল ‘দামাল’ সিনেমার সংবাদ সম্মেলন। যে মঞ্চে হাজির ছিলেন ছবির দুই নায়ক সিয়াম আহমেদ, শরিফুল রাজ ও নায়িকা বিদ্যা সিনহা সাহা মিম। অনেকেই বলছেন, মূলত এই মঞ্চটিকে ঘিরেই পরীমণি এমন বিস্ফোরক প্রতিক্রিয়া দিলেন। কারণ, এদিন মঞ্চে অনেকটা সময় মিমের হাত ধরে দাঁড়িয়ে ছিলেন পরীপতি রাজ। সিয়ামের হাত ছিলো বরাবরই ফাঁকা!

বিষয়টি যে মোটেও ভালোভাবে নেননি পরী সেটাই বোঝা গেছে তার এই ফেসবুক পোস্টে। যদিও বিষয়টি নিয়ে এখনও বিস্তারিত কিছু বলেননি তিনি।

এদিকে সমালোচকরা আরও একটি পুরনো ঘটনা জোড়া লাগালেন পরীর আজকের প্রতিক্রিয়ার সঙ্গে। ৮ অক্টোবর মধ্যরাতে বিদ্যা সিনহা মিম একটি স্ট্যাটাস দেন। যেখানে তিনি লেখেন, ‘অহংকার পতনের মূল। জাস্ট ওয়েট এন্ড সি।’ পোস্টটি দিয়েছেন ‘দামাল’ ছবির আরেকটি প্রচারণা শেষে। পরীমণির আজকের পোস্টের পর, অনেকেই বলছেন মিমের সেই পোস্ট ছিলো পরীকে ঘিরেই! যদিও এ বিষয়ে আর কোনও মন্তব্য করেননি মিম।

Check Also

Health for Life Nutrition A Guide to Living Well

Health for Life Nutrition A Guide to Living Well

In today’s fast-paced world, maintaining good health can seem overwhelming. But the truth is, a …