প্রেমিকের সঙ্গে ঘুরতে বেরিয়ে মোটরসাইকেলে বোরকা পেঁচিয়ে ঝরল কলেজছাত্রীর প্রাণ

গতকাল রাতে চাঁদপুরের হাজীগঞ্জে মোটরসাইকেলের চাকায় বোরকা পেঁচিয়ে আরিফা আহনাফ জান্নাত (১৯) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন।গতকাল শুক্রবার ১৬ ডিসেম্বর রাতে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহ মাহমুদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জান্নাত চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের বালিচাটিয়া গ্রামের আলী আব্বাসের মেয়ে এবং ফরিদগঞ্জ বঙ্গবন্ধু কলেজের শিক্ষার্থী।

জানা যায়, ফরিদগঞ্জ পৌরসভার কেরোয়া গ্রামের মোস্তফা কামালের ছেলে আনসার সদস্য খলিলুর রহমানের সঙ্গে আরিফা আহনাফ জান্নাতের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। শুক্রবার দুপুরে তারা দুজন মোটরসাইকেল নিয়ে জেলার হাজীগঞ্জে বেড়াতে যান। সেখান থেকে তারা ফেরার পথে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহমাহমুদপুর এলাকায় পৌঁছালে জান্নাতের বোরকা মোটরসাইকেলের পেছনের চাকায় পেঁচিয়ে যায়।

এতে নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে গুরুতর আহত হন জান্নাত। দুর্ঘটনার পরপরই প্রেমিক খলিলুর রহমান সড়কের আশপাশের লোকজনের সহযোগিতায় তাকে সেখান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে চাঁদপুর মডেল থানার উপপরিদর্শক জাহেদ হোসেন হাসপাতালে গিয়ে নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ থানায় আনেন। একই সঙ্গে প্রেমিক খলিলুর রহমানকে আটক করে চাঁদপুর মডেল থানায় নেয়া হয়।

এরপর মৃত্যুর খবর পেয়ে নিহত আরিফা আহনাফ জান্নাতের স্বজনরা চাঁদপুর মডেল থানায় ছুটে যান। আজ শনিবার ১৭ ডিসেম্বর সকালে নিহতের মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যান স্বজনরা। তবে এ ঘটনায় কোনো মামলা হয়নি।

Check Also

Health for Life Nutrition A Guide to Living Well

Health for Life Nutrition A Guide to Living Well

In today’s fast-paced world, maintaining good health can seem overwhelming. But the truth is, a …