পূজার প্রেমে মজেছেন শাকিব, চাপে ফেলে সন্তানের স্বীকৃতি আদায় করলেন বুবলী!

শাকিব-পূজা দুজনেই নাকি এখন ম’জে’ছেন দুজনার প্রে’মে। এমনটাই জানিয়েছেন ঢাকাই সিনেমার এক প্র’যোজক। তিনি তার নাম প্র’কাশ না করার শ’র্তে এ প্রতিবে’দকের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছেন। শাকিবকে চা’পে ফে’লার জন্যই বুবলী হ’ঠাৎ করে বেবি বা’ম্পের ছবি প্র’কাশ করেছেন বলে জানান সেই প্রযোজক।

গত ২৭ সেপ্টেম্বর অভিনেত্রী বুবলীর বে’বি বা’ম্প প্র’কাশের পর গু’ঞ্জ’নে এসেছে আরেক অভিনেত্রী পূজা চেরীর নাম। বুবলী কেন হ’ঠাৎ করে বেবি বা’ম্বের ছবি প্রকা’শ করলেন, তারই স’মীকরণ মেলাতে গিয়ে অনেকেই পূজার নাম খুঁ’জে পাচ্ছেন। তিনি আরও বলেন, ‘শাকিবের প’ক্ষ থেকে পূজার বাড়িতে বি’য়ের প্র’স্তাবও পাঠানো হয়েছিল। এ প্র’স্তাব নিয়ে গিয়েছিলেন পরিচালক উত্তম আকাশ।’

তবে পরিচালক উত্তম আকাশ জানান, তথ্যটি ভি’ত্তিহী’ন। তিনি বলেন, ‘আমিও একটা জায়গায় শু’নলাম বিষয়টি, কিন্তু স’ত্যি করে বলছি আমি বুবলী-পূজা কোনো বি’ষয়য়েই নেই। আমি কয়েক বছর ধরে কা’নাডা থাকছি। সিনেমার অবস্থা খা’রা’প বলে দূ’রেই থাকছি।’

বুবলীর স’ঙ্গে পূজার হা’তাহা’তির গু’ঞ্জ’নও আছে চল’চ্চিত্রপাড়ায়। নাম প্রকা’শ করতে না চাওয়া সেই প্রযোজক এ প্রস’ঙ্গে জানান, তিনি অনেকের কাছ থেকে বিষয়টি শু’নলেও অভিনেত্রী পূজার মা তাকে এ ঘট’নাটি সত্য ন’য় বলে জানিয়েছেন। প্রযোজক আরও জানান, শাকিবের স’ঙ্গে পূজার ঘ’নি’ষ্ঠতা গলুই সি’নেমার শু’টিং থেকে।

পূজা যে সম্প্রতি আমেরিকার ভি’সা পেয়েছেন, সেটির পেছনে শাকিব খানের সাহা’য্য রয়েছে বলে মন্ত’ব্য করেন তিনি। বুবলীর বেবি বা’ম্পের ছবি প্রকা’শের পর কেন পূজা চেরীর নাম গু’ঞ্জ’নে এলো? এ বিষয়ে জানতে পূজা চেরীকে অনেকবার ফোন করেও পাওয়া যায়নি।

পূজা চেরির যে ভাবে আসলো: ‘বী’র’ নামে একটি সিনেমার শু’টিং’ করছিলেন, তখনই প্রে’গনে’ন্ট ছিলেন বুবলীর। সেই অবস্থায়ই তিনি সিনেমাটির একটি গানে শু’টিং’ করছিলেন। ঐ নায়ক তখন তাকে সংসার খরচ বা’বদ মাসে এক-দুই লাখ টাকা দিতেন। তবে কিছুদিন না যেতেই নায়ক সং’সার খরচ দেয়া ব’ন্ধ করে দেন।

এতে বুবলী চ’রম দু’রবস্থা’র মধ্যে পড়েন। মান’সিক টা’নাপ’ড়েন এবং স’ন্তানের ভ’বিষ্যত নিয়ে দুঃ’শ্চি’ন্তাগ্র’স্ত হয়ে পড়েন। প্রযোজক জানান, এর মধ্যেই বুবলী জানতে পারেন, নতুন নায়িকা পূজা চেরির সাথে ঐ নায়কের প্রে’মের স’ম্প’র্ক গ’ড়ে উঠেছে। পূজা ঐ নায়কের বাসায় থাকতে শু’রু করেন এবং থাকছেন।

কয়েকদিন আগে বুবলী নায়কের বাসায় গিয়ে পূজা চে’রিকে হা’তেনা’তে ধ’রে ফেলেন। এরপর থেকেই বুবলি সিদ্ধান্ত নেন, ঐ নায়কের সাথে বিয়ে এবং সন্তানের কথা প্রকাশ্যে আনবেন। এর প্রাথমিক পদক্ষেপ হিসেবে তিন বছর আগে আমেরিকায় তোলা ‘বেবি বা’ম্পে’র ছবি ফেসবুকে পো’স্ট করেছেন।

অপু এসেছিলেন টেলিভিশন লাইভে, বুবলী ফেসবুকে তুমুল আলোচনার জন্ম দিয়ে বেবি বাম্পের ছবি ফেইসবুকে প্রকাশ করেছিলেন চিত্রনায়িকা শবনম বুবলী; বলেছিলেন, শিগগিরই সব জানাবেন। তারপর থেকেই প্রশ্ন উঠে তার সন্তানের বাবা কে? সন্তান পৃথিবীর আলো দেখেছে কিনা! আর এরই সঙ্গে শাকিব খানের সঙ্গে জড়িয়ে বুবলীকে নিয়ে হওয়া সব গুঞ্জন ফের ডালপালা মেলে। তিন দিনের মাথায় সেই অপেক্ষা থেকে তিনি মুক্তি দিলেন সাকিব বুবলী নিজেই। সন্তানের ছবি ও নাম প্রকাশ করলেন এ তারকা জুটি।

আজ শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকালে এক ফেইসবুক পোস্টে বেশ কয়েকটি ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, “শেহজাদ খান বীর, আমার এবং শাকিব খান এর সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি।”একই সময়ে প্রায় একই বাক্যে একই খবর ফেইসবুকে দেন আলোচিত চিত্রনায়ক শাকিব খান। তবে এই ঘটনার অন্তরালে আবারও ঘুরেফিরে আলোচনায় এসেছেন ঢাকাই সিনেমার আরো এক আলোচিত অভিনেত্রী নায়িকা অপু বিশ্বাস। ২০০৮ সালের ১৮ এপ্রিল গুলশানের একটি বাড়িতে কঠোর গোপনীয়তায় নায়িকা অপুকে বিয়ে করেন শাকিব। প্রায় ১০ বছর পর ছেলে আব্রাম জয়কে কোলে নিয়ে টেলিভিশন লাইভে হাজির হন অপু। সেদিন রীতিমতো হাটে হাড়ি ভাঙেন অপু। কাঁদতে কাঁদতে জানান, শাকিবের সঙ্গে তার বিয়ে ও সন্তান জন্মের কথা।তবে ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি বিচ্ছেদ হয়ে যায় শাকিব-অপুর সংসারের।

এবারের ঘটনাও এক এবং নায়ক ও একই। এক কথায় বলা যেতে পারে দীর্ঘ চার বছরের ব্যবধানে একই চিত্রনাট্য দর্শকদের সামনে। তবে ঘটনার নায়িকা আরেক চিত্রনায়িকা শবনম বুবলী। ফেসবুকে শাকিবকে বিয়ের খবর দেওয়ার পাশাপাশি দিলেন সন্তান জন্মের খবরও। পার্থক্য এটুকুটুই যে, অপু প্রকাশ্য নিয়ে আসেন টেলিভিশন লাইভে আর বুবলী এসেছেন ফেসবুক পোস্টে। পরবর্তীতে গণমাধ্যমকে বুবলী বলেন, ‘শেহজাদ খান বীর— আমার এবং শাকিব খান এর সন্তান। আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান, আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি।’ অনেক কাঠখড় পোড়ানোর পর শাকিব সেবার স্বীকার করেন আব্রাম জয় তারই ছেলে। কলকাতার একটি ক্লিনিকে ২০১৬ সালে জন্ম হয় জয়ের।এবার ২৭ আগস্টে বুবলীর পোস্টের তিন দিনের মাথায় এক ফেসবুক পোস্টে শাকিব স্বীকার করেন বুবলীর সন্তান তারই। তার এ ছেলের নাম শেহজাদ খান বীর।

এছাড়া একাধিক গণমাধ্যমের সূত্রে জানা যায়, ২০২০ সালের ২১ মার্চ পুত্র সন্তানের জন্ম দেন বুবলী। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ড জ্যুইশ মেডিকেল হাসপাতালে শেহজাদের জন্ম হয়। তবে কবে নাগাদ বিয়ে করেছেন তারা বিষয়টি এখনও জানা যায়নি।  

Check Also

Health for Life Nutrition A Guide to Living Well

Health for Life Nutrition A Guide to Living Well

In today’s fast-paced world, maintaining good health can seem overwhelming. But the truth is, a …