দেশের মানুষকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সততা আর নিষ্ঠার স্বাদ দিয়েছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পাটির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা।
বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
তাসনিম জারা তার পোস্টে বলেন, ‘ইউনূস স্যার সততা আর নিষ্ঠার স্বাদ দিয়েছেন মানুষকে। তারা আর ফিরবে না চাঁদাবাজদের কাছে। এখন নতুনদের সময়। এখন নতুন বাংলাদেশের সময়। ’
এদিকে ড. ইউনূসের সঙ্গে বৈঠকে বসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র আগামী শুক্রবার বিকেলে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারা।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেন। ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হওয়ার পর নরেন্দ্র মোদির সঙ্গে এটিই প্রথম বৈঠক।
দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে থাইল্যান্ডে শুরু হয়েছে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলন।
এবারের সম্মেলন চলবে ৪ এপ্রিল পর্যন্ত।
এই সম্মেলনে যোগ দিতে আগামীকাল বৃহস্পতিবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যাচ্ছেন প্রধান উপদেষ্টা। সফরে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন।
Sotto TV We Publish technology, various types of tips, career tips, banking information, methods of earning online