বছরখানেক আগে ভারতের বারসাতে একটি চক্র ধরা পড়ে। যারা নারীদের সিনেমায় কাজের সুযোগ দেওয়ার টোপ দেখিয়ে নীল সিনেমার শুটিংয়ে বাধ্য করতেন।
সম্প্রতি সেই মামলায় গ্রেপ্তার ৬ জনকে ১০ বছরের জেলের নির্দেশ দিয়েছে আদালত। খবর- হিন্দুস্তান টাইমসের।
অভিযোগ সূত্রে জানা যায়, ২০২১ সালে ওয়েব সিরিজে অভিনয়ের সুযোগ দেওয়া হবে, এমন প্রলোভনে একাধিক নারীকে ফাঁদে ফেলা হয়। এরপর তাদেরকে রীতিমত বাধ্য করা হয় নীল ছবিতে অভিনয় করতে।
শুধুই কি তাই? এমনও অভিযোগ ওঠে, কেউ রাজি না থাকলে তাদেরকে মাদক খাইয়ে সংজ্ঞাহীন করে পর্ন ফিল্মের শুটিংয়ে বাধ্য করা হতো। সেই ভিডিও দেখিয়ে তাদেরকে পরবর্তীতে ব্লাকমেইল করা হতো।
এভাবেই দিনের পর দিন নিজেদের অপকর্ম চালিয়ে গেছে চক্রটি। উত্তর চব্বিশ পরগনা তো বটেই, দক্ষিণ চব্বিশ পরগনা, নিউটাউন, বকখালিসহ একাধিক স্থানের মহিলারা এই ফাঁদে পড়েছিলেন।
এরপর পুলিশে অভিযোগ দায়ের হতে শুরু হয় তদন্ত। একে একে গ্রেপ্তার হন অভিযুক্তরা। দীর্ঘ তিন বছর পর চলতি সপ্তাহে বারাসাত আদালতের বিচারপতি অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে। এরপর এই ৬ জনকে ১০ বছরের কারাদণ্ডের নির্দেশ দেন।
Sotto TV We Publish technology, various types of tips, career tips, banking information, methods of earning online