পঞ্জিকার পাতায় চলছে আশ্বিন মাস। গত কয়েক দিন বৃষ্টির পর মেঘমুক্ত আকাশে উুঁকি দিচ্ছে প্রখর সূর্য। ভাদ্রের তাল পাকা ভ্যাপসা গরম বিরাজ করছে। আশ্বিন মাসের শেষ দিকে এসেও তাপ দাপট দেখাচ্ছে বেশ।
এ অবস্থা থাকবে পুরো অক্টোবর মাসজুড়েই। ধীরে ধীরে কুয়াশা পড়তে শুরু করলেও শীতের আবেশ পেতে অপেক্ষা করতে হবে আরোও কিছু সময়। চলতি সপ্তাহের বৃষ্টিপাতের মধ্য দিয়েই বিদায় নেবে এবারের বর্ষা মৌসুম। এ বছরও কুয়াশার প্রকোপ থাকবে।
এবার কুয়াশা সূর্যের আলো বাধাগ্রস্ত করবে বলে তাপমাত্রা তখন কম হবে। তবে এবার শীত বেশি পড়বে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তর জানায়, যেহেতু এই সময়ে বেশি বৃষ্টিপাত হচ্ছে পরবর্তীতে শুকনো অবস্থার মধ্যে চলে যাবে। জানুয়ারিতে শীত বেশি পড়বে। তবে এবার তুলনামূলক কম শীত পড়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম বলেন, দেশ থেকে মৌসুমি বায়ু বিদায় নিচ্ছে। এসময় মৌসুমি বায়ু প্রচুর বৃষ্টি ঝরায় এবং শক্তিশালী আচরণ করে থাকে। মৌসুমি বায়ু বিদায় নেয়ার পর চলতি সপ্তাহে দেশের বিভিন্ন অঞ্চলে রাতের তাপমাত্রা হ্রাস পেতে থাকবে। আর এসময় কিছুটা শীত অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।
Sotto TV We Publish technology, various types of tips, career tips, banking information, methods of earning online