সাকিবের সঙ্গে ছবি মুছে ফেলা নিয়ে যা বললেন শিশির

সাকিব আল হাসান এখন টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে আছেন। দলের সঙ্গে অনুশীলন করছেন। এর মাঝেই সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ায় যে, সাকিব-শিশিরের নাকি বিবাহবিচ্ছেদ হয়েছে! শিশিরের ফেসবুক প্রোফাইলে তাদের দাম্পত্য ছবিগুলো প্রায় সবই উধাও হয়ে গেছে! দুই-তিনটি ছবি দেখতে পাচ্ছেন ভক্তরা।

এরপরই রাতভর গুজব ছড়ায় তাদের বিচ্ছেদ নিয়ে। নানা জল্পনা-কল্পনার ডালপালা মেলে ঘণ্টাখানেকের ব্যবদানেই।

কোটা আন্দোলন, সরকার পতন নিয়ে এমনিতেই সমালোচিত হচ্ছেন সাকিব। আন্দোলনকারীদের পক্ষে কিছু না বলায় তাকে তুলোধুনো করা হয়। এর মাঝেই গতকাল বিপিএল দল কুমিল্লা ভিক্টোরিয়ন্সের মালিক নাফিসা কামালের সঙ্গে সাকিবের একটি পুরনো ভিডিও ছড়িয়ে পড়ে। এছাড়া একজন নারী ফেসবুক ভিডিওতে দাবি করেন, সাকিবের আরও নারীসঙ্গী আছে। এরপরই দেখা যায়, শিশিরের ফেসবুক থেকে দাম্পত্যের ছবি উধাও!

সব মিলিয়ে পরিস্থিতি ঘোলাটে হয়ে ওঠে। অবশেষে বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকালে ফেসবুকে পোস্ট দিয়ে সাকিবকে ‘অসাধারণ স্বামী’ হিসেবে উল্লেখ করেন শিশির। ছবি উধাও নিয়ে তিনি লিখেন, ‘আমরা সবসময় পারিবারিক বন্ধনে বাঁধা, ভবিষ্যতেও থাকব ইনশাল্লাহ। আমি আমার কোনো পোস্ট বা ছবি মুছে দেইনি, সেগুলো অনলি মি করে রেখেছি। ছবি পোস্টের দিয়ে কোনো সম্পর্ককে বিচার করা যায় না।’

পোস্টে শিশির তাদের সম্পর্ক নিয়ে গুজব না ছড়ানোর অনুরোধও জানান, ‘মানুষটা সেই ১৩ বছর আগের মতোই আছে। জীবনসঙ্গী হিসেবে সে ১০০/১০০। আমাদের একটি সুন্দর পরিবার আছে, আলহামদুলিল্লাহ। দয়া করে অনলাইনে গুজব ছড়ানো বন্ধ করুন। সোশ্যাল মিডিয়ায় যা দেখবেন সব বিশ্বাস করবেন না। কপি-পেস্ট করা ছবিগুলো আসল চিত্রটা তুলে ধরে না।’

About admin

Check Also

বাংলাদেশের জয় নিয়ে আর্জেন্টাইন সাংবাদিকের পোস্ট, চাইলেন ফ্যানদের উদযাপনের ছবি

বাংলাদেশে ফুটবল মানেই আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের উচ্ছ্বাস। আর চার বছর পর পর বিশ্বকাপ ফুটবল ঘিরে এই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *