মুসলিম যুবককে বিয়ে করার পর থেকে কট্টর হিন্দুত্ববাদীদের তোপের মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। তবে এবার তাকে নিয়ে ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যার এক মোহন্ত যে মন্তব্য করলেন তা অতীতের সব মন্তব্যকে ছাড়িয়ে গেছ।
ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, স্বরার বিয়ে নিয়ে মন্তব্য করেছেন অযোধ্যার রাম মন্দিরের মোহন্ত রাজু দাস। তিনি বলেন, “স্বরা ভাস্কর প্রকাশ্যে ইনশাআল্লাহ বলেছেন। ভারত তেরে টুকরে হোঙ্গে বলেছেন। এবার এমন একজনকে বিয়ে করলেন যাকে তিনি দিনদশেক আগেও ভাই বলে ডেকেছিলেন। জলদি বিয়ে করে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন।’
তিনি বলেন, ‘তবে এসব সত্ত্বেও আমি তাকে শুভেচ্ছা জানাব। তিনি যদি হাজার পুরুষের সঙ্গে রাত কাটাতে চায় তাহলে তাকে শুভেচ্ছা।’ স্বরার বিয়ে নিয়ে মোহন্তের এই মন্তব্যে স্বাভাবিকভাবেই বিতর্ক শুরু হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
গত ৬ জানুয়ারি স্পেশ্যাল অ্যাক্টে আদালতে বিয়ের রেজিস্ট্রার করে, ১৬ ফেব্রুয়ারি আইনি বিয়ে করেন স্বরা। পাত্র সমাজবাদী পার্টির যুবনেতা ফাহাদ আহমেদ। বিয়ের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে আসতেই হইচই শুরু হয়। নেটিজেনের একাংশ যেমন শুভেচ্ছা জানান স্বরাকে, তেমনি কেউ কেউ ব্যঙ্গ করতেও ছাড়েননি ভিনধর্মে বিয়ে করার জন্য।
এবার হিন্দুত্ববাদীরাও ছেড়ে কথা বলছেন না বলিউড অভিনেত্রীকে। স্বরাকে ইতোমধ্যেই তোপ দেগেছেন বিশ্ব হিন্দু পরিষদ নেত্রী সাধবী প্রাচী। তিনি বলেলেন, ‘স্বরা চিরকালই হিন্দু ধর্মের বিরোধী। আমি জানতাম কোনো হিন্দুকে উনি বিয়ে করবেন না। সেটাই হয়েছে। মুসলিমকে বিয়ে করেছেন। শ্রদ্ধাকে কীভাবে ৩৫ টুকরো করেছিল তার লিভ ইন পার্টনার, সেই খবরটা হয়তো স্বরা জানেন না। এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে স্বরার ভালোভাবে ফ্রিজটা দেখে নেওয়া উচিত ছিল। শ্রদ্ধার সঙ্গে যা হয়েছে স্বরার সঙ্গে তা হতেই পারে।’
প্রতি মুহূর্তে উত্তেজনা, রিলিজ হল ঘাম ঝরানোর ওয়েব সিরিজ
প্রযুক্তির সাথে খাপ খাইয়ে চলতে বর্তমানে বিনোদন দুনিয়া ওটিটি কেন্দ্রিক হয়ে উঠেছে আর ওটিটি মাধ্যম জনপ্রিয় হয়ে ওঠার পর থেকেই এডাল্ট এন্টারটেইনমেন্ট সেগমেন্ট বিশেষভাবে জনপ্রিয় হয়ে উঠেছে।
তাই ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা এই ওটিটি প্ল্যাটফর্মগুলির মধ্যে প্রাইমশট হলো অন্যতম জনপ্রিয় মাধ্যম আর প্রাইমশট মাধ্যমেরই আসন্ন এক ওয়েবসিরিজ রীতিমত শোরগোল ফেলে দিয়েছে নেটদুনিয়ায়।
প্রাইম শটে আসতে চলেছে নতুন ওয়েব সিরিজ “সন্তুষ্টি”! হট এন্ড বোল্ড সিনে ভরপুর এই আসন্ন ওয়েব সিরিজে একাধিক ঘাম ঝরানো দৃশ্যে অভিনয় করতে চলেছেন আয়েশা কাপুর। এরমধ্যেই প্রকাশ্যে এসেছে আসন্ন এই সিরিজের ট্রেলার। একাধিক যৌ*ন দৃশ্যে পরিপূর্ন এই ওয়েব সিরিজে অভিনেত্রী আয়েশা কাপুর রীতিমত রাজ করেছেন।
এক অতিসাধারণ ছেলের গল্প নিয়ে আবর্তিত হয়েছে এই সিরিজের প্লট। soon to be groom এই ছেলেটি তার নতুন বউকে শারীরিকভাবে সম্পূর্ণরূপে সন্তুষ্ট করতে চায় আর সেই কারণে বিবাহ পূর্ববর্তী সময়ে সে একটি অন্য মেয়ের সাথে সম্পর্ক তৈরি করে নিতে চায়। সেই সূত্র ধরেই,অনলাইন মাধ্যমে তার আলাপ হয় একটি মেয়ের সাথে এবং সে মেয়েটিকে তার সমস্ত ইচ্ছে সম্পর্কে খুলে বলে।
মেয়েটি এই প্রস্তাবে তবে কি রাজি হবে? সেই উত্তর পেতে আপনাকে রাখতে হবে প্রাইম শট এপ এ। ২ টি এপিসোড সম্মন্বিত এই সিরিজটি যে আপনাদের নিরাশ করবেনা তা বাজি ধরেই বলা যায়। তবে আর দেরি কিসের এখনই নিয়ে নিন প্রাইমশট সাবক্রিপশন আর উপভোগ করুন আসন্ন এই হট ওয়েব সিরিজ।
Sotto TV We Publish technology, various types of tips, career tips, banking information, methods of earning online