চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের সাথে বাজেভাবে পরাজিত হওয়ার পর টিম ম্যানেজমেন্টের উপর ক্ষোভ ঝেড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক, লেখক ও রাজনৈতিক ব্যাক্তিত্ব ড. আসিফ নজরুল। রবিবার (৬ নভেম্বর) আসিফ নজরুল নিজ ভেরিফায়েড পেইজে এক স্যাটাসে মোসাদ্দেকের বাজে পারফর্ম করার পরেও দলে রাখা নিয়ে প্রশ্ন তোলেন।
আসিফ নজরুল টিম ম্যানেজমেন্ট এর উপর ক্ষোভ প্রকাশ করে লিখেন, ‘মোসাদ্দেক, ইয়াসির, নূরুল এরা কি মুশফিক আর মাহমুদুল্লাহ্র- চেয়ে ভাল খেললো? এরা কি কোন বিবেচনাতেই মুশফিকদের চেয়ে বেটার খেলোয়াড় ছিল? পাপন, সুজন, নান্নু- সাংবাদিকদের উচিত আপনাদের এসব প্রশ্ন করা।’
তিনি আরও লিখেন, ‘ক্রিকেট দলটা দেশের, আপনাদের পৈতৃক নয়। অথচ আপনাদের নিজেদের ইগো আর ইচ্ছের মূল্য দিতে হয় ১৮ কোটি মানুষের স্বপ্নভঙ্গ হওয়ার মধ্য দিয়ে। নিন্দা জানাই।’
সাকিবের আউট নিয়ে আম্পায়ারের উদ্দেশে যা বললেন মুশফিক
দক্ষিণ আফ্রিকা নেদারল্যান্ডসের বিপক্ষে হেরে গেলে বাংলাদেশের জন্য বিশ্বকাপ সেমিফাইনালের সমীকরণ পরস্কার হয়ে পড়েছিল। পাকিস্তানের বিপক্ষে জিতলেই সেমিফাইনাল। এই সমীকরণ মেলাতে পারেনি বাংলাদেশ। লড়াই করে পাকিস্তানের বিপক্ষে শেষ পর্যন্ত ৫ উইকেটে হেরেছে সাকিব আল হাসানের দল। তবে ম্যাচটা হতো পারত অন্যরকমও। গুরুত্বপূর্ণ সময়ে তৃতীয় আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে আউট হয়েছেন সাকিব আল হাসান। সাকিবের আউট নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।
আম্পায়ারের বিতর্কিত সেই সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হয়েছে ইতোমধ্যেই। এতে যোগ দিয়েছেন ভারতের ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়াও। তার মতে, সাকিব আল হাসান নট আউটই ছিলেন তখন।ব্যক্তিগত টুইটারে তিনি লেখেন, ‘সাকিবের ব্যাটটা মোটেও মাটি ছোঁয়নি। ব্যাটের ছায়ার দিকে মনোযোগ দিন। স্পাইক ছিল তখন। বলের ব্যাটে আঘাত করা ছাড়া অন্য কিছুই হতে পারে না। বাংলাদেশ বাজে আম্পায়ারিংয়ের শিকার হলো।’
এছাড়া বাংলাদেশের উইকেটকিপার মুশফিকুর রহিমও এই আউটের সিদ্ধান্ত মেনে নিতে পারেননি। অসন্তুষ্টি নিয়ে বাংলাদেশ দলের সাবেক অধিনায়কও টুইটারের আশ্রয় নেন। ব্যঙ্গ করে তিনি লিখেছেন, ‘টিভি আম্পায়ারের দারুণ সিদ্ধান্ত।’ সঙ্গে জিব কেটে হাসির ইমোজি ব্যবহার করেন তিনি।
উল্লেখ্য, পাকিস্তানের বিপক্ষে বাঁচা মরার লড়াইয়ে আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে আউট হয়েছেন সাকিব। ঘটনাটা ঘটেছে ইনিংসের ১১তম ওভারে। সৌম্য সরকারের বিদায়ের পর মাঠে এসে প্রথম বলেই সাকিব খানিকটা বেরিয়ে এসে খেলতে চেয়েছিলেন শাদাবকে। তবে তার গুগলিটা গিয়ে আঘাত হানে বাংলাদেশ অধিনায়কের প্যাডে। খানিকটা অপেক্ষা করে আঙুল তুলে দেন মাঠের আম্পায়ার।
সাকিব সঙ্গে সঙ্গেই রিভিউ নিয়েছিলেন। বলটা সাকিবের বুটে লেগেছিল। তবে আল্ট্রা এজে দেখাচ্ছিল একটা স্পাইক। তবে টিভি আম্পায়ারের কথা ছিল, সেই স্পাইকটা ব্যাটের মাটি ছোঁয়ার স্পাইক। যদিও ইমপ্যাক্ট ছিল তিন মিটারের বাইরে। সব মিলিয়ে সাকিবকে খানিকটা হতাশই দেখাচ্ছিল। ফেরার আগে আম্পায়ারের সঙ্গে আবারও কথা বলেন তিনি। তবে কাজ হয়নি শেষমেশ। সাকিবকে ফিরতে হয় শূন্য রানেই।
Sotto TV We Publish technology, various types of tips, career tips, banking information, methods of earning online