সৌদি আরবে সঙ্গে এমন হার কল্পনা করেননি মেসি, এরপর অবশ্য কোনো অজুহাত না দিয়ে ডাক দিয়েছেন ঐক্যের। তবে যার মগজাস্ত্রের জোরে এই হারের কবলে পড়েছেন লিওনেল মেসিরা, সেই সৌদি আরব কোচ হার্ভে রেনার্ডের অভিমত, এই হারের পরও আলবিসেলেস্তেরা বিশ্বকাপ জিতবে। এদিকে আর্জেন্টিনাকে তিনি বলছেন বিশ্বাস না হারাতে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে, ফুটবলে যে কোনো …
Read More »